Samsung Galaxy Z Fold3 আর Flip3 কেনার প্ল‍্যান করছেন, তাহলে ডিসপ্লে রিপ্লেসমেন্ট এর খরচ জেনে নিন আগে

Samsung কিছু দিন আগেই নেক্সট জেনেরেশান ফোল্ডেবল স্মার্টফোন Galaxy Z Flip3 আর Galaxy Z Fold3 লঞ্চ করেছে। স‍্যামসাং এর এই স্মার্টফোনে‌র প্রী-অর্ডার শুরু হয়ে গেছে। স‍্যামসাং এর এই স্মার্টফোন গত বছর লঞ্চ হ‌ওয়া স্মার্টফোনে‌র তুলনায় অনেকটাই আপগ্রেডেড। আপাতত স‍্যামসাং এই এই ফোল্ডেবল স্মার্টফোনে‌র সেল শুরু হয়ে গেছে। স‍্যামসাং এর ফোন আপাতত প্রী-অর্ডারে উপলব্ধ। স‍্যামসাং নিজের ফোল্ডেবল ফোন Galaxy Z Flip3 আর Galaxy Z Fold3 এর ডিসপ্লে রিপেয়ারিং এর দাম জানিয়ে দিয়েছে।

নতুন ডিসপ্লেতে কত খরচ হবে

দি ভার্জ এর রিপোর্ট অনুযায়ী স‍্যামসাং এর লেটেস্ট Galaxy Z Flip3 আর Galaxy Z Fold3 স্মার্টফোনে‌র মেন ফ্লেক্সিবল ডিসপ্লে রিপ্লেসমেন্টের দাম যথাক্রমে 369 ডলার (প্রায় 27,500 টাকা) আর 469 ডলার (প্রায় 35,000 টাকা)। অন‍্য ভাবে বললে Galaxy Z Fold3 এর ডিসপ্লে ভেঙে গেলে এটিকে রিপেয়ার করার খরচা লেটেস্ট Pixel 5a এর দামের থেকে বেশি। গুগল নিজের লেটেস্ট স্মার্টফোন Pixel 5a কে 449 ডলার (প্রায় 33,500 টাকা) দামে পেশ করেছে।

স‍্যামসাং নিজের ফোল্ডেবল স্মার্টফোন কাস্টমার‌দের জন্য স‍্যামসাং কেয়ার প্লাস প্ল‍্যান‌ও পেশ করেছে, যার সাহায্যে ইউজারের রিপেয়ারে প্রায় 12.99 ডলার (প্রায় 970 টাকা) বেচেঁ যাবে। এই প্ল‍্যানে ইউজারদের দুই বছরের ওয়ারেন্টির সাথে প্রত‍্যেক বছর তিনটি স্ক্রিন রিপেয়ার‌ও দেওয়া হয়। বলে দিই যে স‍্যামসাং Galaxy Z Flip3 আর Galaxy Z Fold2 স্মার্টফোনে‌র রিপেয়ারিং খরচ 499 ডলার (প্রায় 37,000 টাকা) আর 549 ডলার (প্রায় 40,800 টাকা)। অর্থাৎ স‍্যামসাং নিজের নতুন ফোল্ডেবল স্মার্টফোনে‌র রিপেয়ারিং খরচ ফোনের দামের মতোই রেখেছে।

Galaxy Z Fold3 আর Flip3 : স্পেসিফিকেশন্স আর ফিচার্স

Samsung Galaxy Z Fold3 স্মার্টফোনে 6.2-inch HD+ Dynamic AMOLED 120Hz আউটার ডিসপ্লে দিয়েছে। এর সাথেই ফোনের ভিতরে 7.6-inch AMOKED 120Hz Infinity ফ্লেক্স ডিসপ্লে দেওয়া আছে। এটি স‍্যামসাং এর প্রথম ফোন যার মধ্যে S Pen এর সাপোর্ট দেওয়া হচ্ছে। Samsung Galaxy Z Fold3 স্মার্টফোন Snapdragon 888 চিপসেটের সাথে 2GB RAM আর 512GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। এর সাথেই এই স্মার্টফোনটি Android 11 এ আধারিত OneUI আর 4,400mAh ব‍্যাটারীর সাথে 25W ফাস্ট চার্জিঙের সাথে পেশ করা যেতে পারে। ক‍্যামেরা ডিপার্টমেন্টের কথা বললে Galaxy Z Fold3 স্মার্টফোন 12MP ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 10MP ফ্রন্ট ডিসপ্লে আর 4MP আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে।

Samsung Galaxy Z Flip3 স্মার্টফোনে 6.7 ইঞ্চির FHD+ Dynamic AMOLED Infinity Flex ডিসপ্লে দেওয়া আছে যার রিফ্রেশ রেট 120Hz। এই ফোনে 1.9 ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন দেওয়া আছে। স‍্যামসাং এর এই ফোনটিকেও Snapdragon 888 চিপসেটের সাথে 8GB RAM আর 256GB ইন্টারনাল স্টোরেজের সাথে পেশ করা হয়েছে। ফোনে 12MP এর ডুয়াল রেয়ার ক‍্যামেরা আর 10MP এর সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে। Galaxy Z Flip3 তে 3,300mAh এর ব‍্যাটারী আর 15W ফাস্ট চার্জিং দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here