Samsung Galaxy Z Fold 3 তে দেওয়া হতে পারে 25W ফাস্ট চার্জিং, লঞ্চের আগেই লিক হল স্পেসিফিকেশন

দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোন Samsung Galaxy Z Fold 3 লঞ্চ করতে পারে। এবার শোনা যাচ্ছে কোম্পানি আগামী জুলাই মাসে তাদের নেক্সট জেনারেশন ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে। এই ফোনটি লঞ্চের আগেই এর কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোন সম্পর্কে একটি লিক রিপোর্টে ফোনটির চার্জিং ক‍্যাপাবিলিটি সম্পর্কে বলা হয়েছে। কোম্পানির এই আগামী গ‍্যালাক্সি ফোল্ড 3 ফোনটি 3সি সার্টিফিকেশন সাইটে লিস্টেড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি দেওয়া হতে পারে। এর আগে 3সি সাইট থেকেই জানা গিয়েছিল এতে 4,275 এম‌‌এএইচের ব‍্যাটারি থাকবে।

আরও পড়ুন: অত‍্যন্ত কমে গেল Samsung এর এই সুন্দর ক‍্যামেরা ফোনের দাম, জেনে নিন নতুন দাম

Samsung Galaxy Z Fold 3 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

লঞ্চের আগেই Samsung Galaxy Z Fold 3 ফোনটি 3C সার্টিফিকেশন সাইটে লিস্টেড করে দেওয়া হয়েছে। কোম্পানির এই আপকামিং ফোনটি সম্পর্কে বলা হয়েছে এই বছরের জুলাই মাসে Samsung Galaxy Z Fold 3 লঞ্চ করা হতে পারে। 3সি লিস্টিঙে ফোনটির চার্জিং ক‍্যাপাবিলিটি সম্পর্কে বলা হয়েছে। লিস্টিং অনুযায়ী কোম্পানির আপকামিং Samsung Galaxy Z Fold 3 ফোনটি 25 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করবে। এটি সিরিজের Samsung Galaxy Z Fold 2 এর মতোই হবে।

স‍্যামসাঙের এই আগামী স্মার্টফোন এর আগেও 3C তে লিস্টেড করা হয়েছে। লিস্টিং অনুযায়ী এই আগামী স‍্যামসাং স্মার্টফোনে ডুয়েল সেল ব‍্যাটারি সেট‌আপ দেওয়া হতে পারে। এই দুটি ব‍্যাটারির ক্ষমতা যথাক্রমে 2,060 এম‌‌এএইচ ও 2,215 এম‌‌এএইচ হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ স‍্যামসাঙের এই আপকামিং ফোনে মোট 4,275 এম‌‌এএইচের ব‍্যাটারি থাকার সম্ভাবনা আছে। এর আগে কোম্পানি তাদের Samsung Galaxy Z Fold 2 তে 4,500 এম‌‌এএইচের ব‍্যাটারি যোগ করেছিল।

আরও পড়ুন: ভারতীয় সাইটে লিস্টেড হল Samsung Galaxy M32, শীঘ্রই হবে লঞ্চ

আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা

স‍্যামসাঙের আগামী ফোল্ডেবল স্মার্টফোন সম্পর্কে সমালোচনা চলছে এতে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা দেওয়া হতে পারে। কোম্পানি তাদের আপকামিং Samsung Galaxy Z Fold 3 তে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা নিয়ে টেস্ট করছে। তবে লজিস্টিকে সমস‍্যার কারণে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা সম্পর্কে অফিসিয়ালি কিছু জানায়নি। যদি সত্যি কোম্পানি Samsung Galaxy Z Fold 3 তে আন্ডার ডিসপ্লে ক‍্যামেরা যোগ করে তবে এতে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার সম্ভাবনা আছে। এছাড়া কোম্পানি কভার ডিসপ্লেতেও 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দিতে পারে।

রেয়ার ক‍্যামেরা সেট‌আপ হিসেবে এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এই ফোনে স‍্যামসাং 12 মেগাপিক্সেল, 12 মেগাপিক্সেল ও 16 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর যোগ করতে পারে। আরও জানা গেছে এই ফোনে কোম্পানি S Pen যোগ করতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here