গত বছরের তুলনায় সস্তা হবে Galaxy Z Fold 3 আর Galaxy Z Flip 3, জানুন কত দাম হবে

Samsung চলতি দিনে আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনের লঞ্চের প্রস্তুতি করছে। অথচ কোম্পানি আপাতত লঞ্চ ডেট সম্পর্কে কোনো অফিসিয়াল ঘোষণা করেনি। আশা করা হচ্ছে যে স‍্যামসাং 11 আগস্ট নিজের ইভেন্ট Galaxy Unpacked 2021 এ Galaxy Z Fold 3 আর Galaxy Z Flip 3 স্মার্টফোন সম্পর্কে জানাতে পারে। স‍্যামসাং এর এই দুটি স্মার্টফোনের লঞ্চের আগে কিছু লিক রিপোর্ট সামনে এসেছে। এখনো পর্যন্ত এই দুটি স্মার্টফোনের ডিজাইন, কালার ভেরিয়েন্ট আর স্পেসিফিকেশন্স লিক হয়ে গেছে। লেটেস্ট লিক রিপোর্টে স‍্যামসাং আপকামিং Galaxy Z Fold 3 আর Galaxy Z Flip 3 স্মার্টফোনের দাম লিক হ‌ওয়ার দাবি করা হচ্ছে। Galaxy Z Fold 3 আর Galaxy Z Flip 3 স্মার্টফোনের এই দাম স‍্যামসাং এর হোম মার্কেট সাউথ কোরিয়ার। এই দাম সাউথ কোরিয়ার একটি ব্লগার শেয়ার করেছে।

Galaxy Z Fold 3 আর Galaxy Z Flip 3 এর দাম (লিক)

কিছু দিন আগেই স‍্যামসাং এথ আপকামিং Galaxy Z Fold 3 আর Z Flip 3 স্মার্টফোনের স্পেসিফিকেশন্স সামনে এসেছিল। এখন স‍্যামসাং এর হোম মার্কেটে এই স্মার্টফোনের দাম সম্পর্কিত তথ্য লিক হয়েছে। রিপোর্ট অনুযায়ী সাউথ কোরিয়াতে স‍্যামসাং Galaxy Z Fold 3 স্মার্টফোনের দাম 1,900,000 KRW থেকে 1,999,000 KRW (1.23 লাখ টাকা থেকে 1.30 লাখ টাকা) এর মধ্যে হতে পারে। এর সাথেই Galaxy Z Flip 3 স্মার্টফোনের দাম 1,200,000 KRW থেকে 1,280,000 KRW (78 হাজার টাকা থেকে 83 হাজার টাকা) এর মধ্যে হতে পারে।

আগের ফোল্ডেবল স্মার্টফোনের থেকে কম দাম হবে

স‍্যামসাং এর আপকামিং ফোল্ডেবল Galaxy Z Fold 3 আর Z Flip 3 স্মার্টফোন সম্পর্কে রুমার্স শোনা যাচ্ছে যে গত বছর লঞ্চ করা Galaxy Z Fold 2 আর Z Flip স্মার্টফোনের থেকে সস্তা হতে পারে। স‍্যামসাং এর গত বছর লঞ্চ করা ফোল্ডেবল স্মার্টফোনের তুলনায় এর দাম 20 শতাংশ পর্যন্ত কম হতে পারে। স‍্যামসাং এথ আপকামিং স্মার্টফোনের লিক দাম‌‌ও এই রুমার্স নিশ্চিত করছে। বলে দিই যে স‍্যামসাং গত বছর কোরিয়াতে Galaxy Z Fold 2 কে 2,398,000 KRW (প্রায় 1.56 লাখ টাকা) আর Galaxy Z Flip স্মার্টফোনকে 1,650,000 KRW (প্রায় 1 লাখ টাকা) দামে পেশ করেছিল।

Samsung Galaxy Z Fold 3

Samsung এর আপকামিং Galaxy Z Fold 3 স্মার্টফোনের ডিজাইন সম্পর্কে এখনো পর্যন্ত সামনে আসা রিপোর্টে নজর দিলে এর ডিজাইন কিছুটা Galaxy Z Fold 2 এর মতোই। স‍্যামসাং এই বছর এই ফোনের তিনটি কালার অপশন ― ব্ল‍্যাক, গোল্ড আর অলিভ গ্রিনে লঞ্চ করতে পারে। Galaxy Z Fold 3 তে 7.5 ইঞ্চির ফোল্ডেবল AMOLED ডিসপ্লে প‍্যানেল দেওয়া হবে। এই ফোনের আউটার ডিসপ্লে 6.2 ইঞ্চির AMOLED প‍্যানেল হবে। স‍্যামসাং এর এই ফোনটি Snapdragon 888 SoC, আর S Pen সাপোর্টের সাথে পেশ করা যেতে পারে।

Samsung Galaxy Z Flip 3

Samsung GalaxyZ Flip 3 এর ডিজাইনের কথা বললে এটিও গত বছরের মতো ফ্লিপ ফোনের মতোই হবে। অথচ নতুন ফোনে কোম্পানি কিছু বদল করেছে, যেমন ― বড়ো আউটার ডিসপ্লে আর ডুয়াল টোন বডি দেওয়া হয়েছে। স‍্যামসাং এর এই ফোনটি ব্ল‍্যাক, গোল্ড, পার্পল আর অলিভ গ্রিন চারটি কালার অপশনে লঞ্চ করা যেতে পারে। Galaxy Z Flip 3 তে 6.7 ইঞ্চির FHD+ ফোল্ডেবল AMOLED ডিসপ্লে পাওয়া যাবে। আবার আউটার ডিসপ্লের কথা বললে এর সাইজ 1.9 ইঞ্চির হবে। স‍্যামসাং এর এই ফোনটি Snapdragon 888 SoC আর ডুয়াল রেয়ার ক‍্যামেরার সাথে লঞ্চ হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here