চলে এল Samsung Galaxy Z Flip 3 ফোনের ডিজাইন, লঞ্চ হতে পারে ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে

স‍্যামসাং বর্তমানে তাদের আপকামিং ফোল্ডেবল স্মার্টফোনে কাজ করছে। বিগত বেশ কিছু সময় ধরে ক্রমাগত কোম্পানির আগামী Galaxy Fold 3 সম্পর্কে বিভিন্ন লিক ও রিপোর্ট পাওয়া যাচ্ছে। এবার নতুন রিপোর্টের মাধ্যমে Samsung Galaxy Z Flip 3 সম্পর্কে জানা গেছে। রিপোর্ট অনুযায়ী কোম্পানি আগামী জুলাই মাসে Samsung Galaxy Fold 3 এর সঙ্গেই Samsung Galaxy Z Flip 3 স্মার্টফোন লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি স‍্যামসাং তাদের Samsung Galaxy Z Flip 3 ফোনটি ক্ল‍্যামশেল ডিজাইনের সঙ্গে পেশ করবে। লেটেস্ট লিক রিপোর্টে আগামী Samsung Galaxy Z Flip 3 এর ডিসপ্লে ও ডিজাইন সম্পর্কে জানা গেছে। কোম্পানির আগামী ক্ল‍্যামশেল ফোনের প্রমোশনাল ভিডিওর স্ক্রিনশটের মাধ্যমে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুন: Apple বানাচ্ছে 2 কোটি foldable iphone, কিছু বড়ো করার এই প্ল্যান

এই ছবি দেখে জানা গেছে Samsung Galaxy Z Flip 3 ফোনটি ডুয়েল টোন কালারের সঙ্গে পেশ করা হতে পারে। এই ফোনের ওপরের অংশে ভার্টিক‍্যাল ক‍্যামেরা সেট‌আপ ও এক্সটার্নাল ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনটির নিচের দিকে অন‍্য রঙ ব‍্যবহার করা হতে পারে। লেটেস্ট লিক থেকে পাওয়া তথ্য অনুযায়ী স‍্যামসাঙের এই আগামী ফোনটি পার্পল, গ্ৰীন, ব্ল‍্যাক উইং, গ্ৰে হোয়াইট, ডার্ক ব্লু ও পিঙ্ক কালার ভেরিয়েন্টে পেশ করা হতে পারে।

স‍্যামসাঙের আগামী ফোনের সেকেন্ডারি ডিসপ্লে আগের তুলনায় বড় হবে বলে মনে করা হচ্ছে। বড় মাপের এই ডিসপ্লেতে গোটা টেক্সট ম‍্যাসেজ ও অন‍্যান‍্য নোটিফিকেশন দেখা যাচ্ছে। ফোনের বাইরে গোরিলা গ্লাস ভিক্টাসের প্রোটেকশন ব‍্যবহার করা হতে পারে। এছাড়াও এতে Armor Hinge থাকবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: Xiaomi এর লো বাজেটে সবচেয়ে বড়ো তুলকালাম এর সাথে প্রস্তুত, 64MP ক‍্যামেরা এর সাথে Redmi Note 10S ভারতে 13 মে লঞ্চ হবে

নতুন লিক থেকে Samsung Galaxy Z Flip 3 ফোনটির ইন্টারনাল ডিজাইন সম্পর্কে কিছু জানা যায়নি। এছাড়া এতে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কেও কিছু বলা হয়নি। এটি আসলে কোম্পানির গত বছর লঞ্চ করা Samsung Galaxy Z Flip 5G এর সাকসেসার হবে।

টেক জগতে কানাঘুষো চলছে Samsung Galaxy Z Flip 3 তে 6.9 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে ফ্রন্ট ক‍্যামেরা সেন্সরের জন্য পাঞ্চ হোল কাট‌আউট ব‍্যবহার করা হবে বলে শোনা যাচ্ছে। মনে করা হচ্ছে কোম্পানির এই আগামী ফোল্ডেবল স্মার্টফোনটি ফ্ল‍্যাগশিপ ক‍্যাটাগরিতে পেশ করা হবে না। এই ফোনে 3,300 এম‌‌এএইচের ব‍্যাটারি থাকতে পারে। স‍্যামসাঙের এই আপকামিং ফোনটি 4জি এলটিই ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করার সম্ভাবনা আছে।

SOURCE

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here