ভারতে লঞ্চ হল নতুন Samsung ফ্লিপ স্মার্টফোন, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

ভারতে স্যামসাঙ তাদের নতুন ফ্লিপ ফোন লঞ্চ করেছে। বাজারে নতুন Galaxy Z সিরিজ লঞ্চ করে কোম্পানি Galaxy Z Fold 6 এবং Galaxy Z Flip 6 ফোনগুলি পেশ করেছে। স্টাইলিশ লুক ও শক্তিশালী স্পেসিফিকেশন সহ Samsung Galaxy Z Flip6 ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশ সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।

Samsung Galaxy Z Flip 6 ফোনের দাম

  • 12GB RAM + 256GB Storage = 1,09,999 টাকা
  • 12GB RAM + 512GB Storage = 1,21,999 টাকা

ভারতে Samsung Galaxy Z Flip 6 ফোনটু দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। এই ফোনে 12GB RAM এর সঙ্গে 256GB এবং 512GB স্টোরেজ রয়েছে। এই ফোনের 12GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 109,999 টাকা এবং 12GB RAM + 512GB স্টোরেজ মডেলের দাম 121,999 টাকা রাখা হয়েছে। Galaxy Z Flip6 ফোনটি Silver Shadow, Yellow, Blue ও Mint কালারে সেল করা হবে। এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে এই ফোনের Crafted Black, White ও Peach মডেল পাওয়া যাবে।

  • স্যামসাঙ আপগ্রেড স্কিমের আওতায় গ্রাহকরা 8000 টাকা ডিসকাউন্ট পাবেন। এর বিপরীতে ব্যাঙ্ক কার্ডের ওপরেও 8000 টাকা ক্যাশব্যাক দেওয়া হবে। ইউজাররা এই দুটির মধ্যে যে কোনো একটি স্কিম উপভোগ করতে পারবেন।
  • মাত্র 999 টাকার বিনিময়ে গ্রাহকরা 9999 টাকা দামের রিপ্লেসমেন্ট প্যাক পাবেন, এর মধ্যে ফোনের স্ক্রিন বা অন্য কোনো মোবাইল পার্ট বছরে দুই বার বিনামূল্যে বদলানো যাবে।
  • Samsung ​Galaxy Z Flip6 कोফোনটি 9 মাসের নো কষ্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।
  • যেসব গ্রাহকরা আগে থেকে একটি ফ্ল্যাগশিপ কোনো ফ্ল্যাগশিপ ফোন ব্যাবহার করছেন তাঁরা সেই ফোনটি এক্সচেঞ্জ করলে 15 হাজার টাকা বেনিফিট পাবেন।

Samsung Galaxy Z Flip 6 ফোনের ছবি

Samsung ​Galaxy Z Flip6 ফোনের স্পেসিফিকেশন

  • 6.7″ 120 হার্টস ডায়নামিক এমোলেড 2এক্স স্ক্রিন
  • 3.4″ 60 হার্টস সুপার এমোলেড কভার ডিসপ্লে
  • কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর
  • 12GB RAM + 512GB স্টোরেজ
  • 50MP + 12MP রেয়ার ক্যামেরা
  • 10MP ফ্রন্ট ক্যামেরা
  • 25W 4,000mAh ব্যাটারি

মেইন স্ক্রিন: Samsung Galaxy Z Flip 6 ফোনে 22:9 আসপেক্ট রেশিওযুক্ত এবং 2640 x 1080 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7-ইঞ্চির ফুল এইচডি+ প্রাইমারি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম Infinity Flex Display রেখেছে।

কভার স্ক্রিন: Samsung ​Galaxy Z Flip 6 ফোনটি ফোল্ড করলে 3.4-ইঞ্চির এই সেকেন্ডারি স্ক্রিন সামনে আসে। Super AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 60Hz হার্টস রিফ্রেশ রেট এবং 720 x 748 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।

প্রসেসর: Samsung ​Galaxy Z Flip 6 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1.1 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে। জানিয়ে রাখি Galaxy Z Fold 6 ফোনটিও এই একই প্রসেসরে রান করে।

স্টোরেজ: Galaxy Z Flip 6 ফোনটি ভারতে দুটি স্টোরেজ অপশনে পেশ করা হয়েছে। ফোনটির বেস মডেলে 12GB RAM + 256GB স্টোরেজ দেওয়া হয়েছে এবং টপ মডেলে 12GB RAM + 512GB স্টোরেজ রয়েছে।

রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 1.0μm 50MP Wide-angle OIS সেন্সর এবং এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP Ultra-Wide অ্যাঙ্গেল লেন্স যোগ করা হয়েছে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি, ভিডিও কল এবং রীল তৈরির জন্য Samsung ​Galaxy Z Flip 6 ফোনে 10MP সেলফি ক্যামেরা রয়েছে। এফ/2.2 অ্যাপার্চারযুক্ত এই সেন্সরের সাইজ 1.22μm এবং 85˚ FOV সাপোর্ট করে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 25W ফাস্ট চার্জিং এবং ফাস্ট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 4,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

অন্যান্য: Galaxy Z Flip 6 ফোনটি IP48 রেটিং সহ পেশ করা হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে Wi-Fi 6E এবং Bluetooth 5.3 রয়েছে। আবার ডেটা সিকিউরিটি ও প্রাইভেসির জন্য এই ফোনে Samsung Knox এবং Knox Vault দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here