অসাধারণ ডিজাইন ও 12MP ডুয়েল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy Z Flip 3 স্মার্টফোন

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স‍্যামসাং তাদের নেক্সট জেনারেশন ফোল্ডেভল স্মার্টফোন লঞ্চ করেছে। আজ অর্থাৎ 11 আগস্ট কোম্পানির পক্ষ থেকে আয়োজন করা ‘Galaxy Unpacked 2021’ ইভেন্টের মঞ্চে লেটেস্ট Samsung Galaxy Z Flip 3 এবং Samsung Galaxy Z Fold 3 স্মার্টফোনের পাশাপাশি Galaxy Buds 2 এবং Galaxy Watch 4 সিরিজ পেশ করা হয়েছে। স‍্যামসাং তাদের নতুন Samsung Galaxy Z Flip 3 ফোনটি 5জি কানেক্টভিটি এবং বেশ কিছু লেটেস্ট ও অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে লঞ্চ করেছে। এই পোস্টে আমরা Samsung Galaxy Z Flip 3 এর দাম, ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে আলোচনা করব।

Samsung Galaxy Z Flip 3 এর ডিজাইন

কোম্পানি তাদের নতুন Samsung Galaxy Z Flip 3 ফোনটি দুটি স্ক্রিন এবং পাতলা বেজলের সঙ্গে লঞ্চ করেছে। স‍্যামসাঙের এই ফোনটি ডুয়েল ফিনিশের সঙ্গে পেশ করা হয়েছে। কোম্পানির গত বছর লঞ্চ করা মডেলের তুলনায় এই নতুন ফোল্ডেভল ফোনে বড় ডিসপ্লে যোগ করা হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে এবং ভাঁজের হিঞ্জে কোম্পানির ব্র‍্যান্ডিং রয়েছে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ডানদিকের প‍্যানেলে পাওয়ার বাটন ও ভলিউম রকার বাটন অবস্থিত। উল্লেখ্য এই ফোনের পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেডেড করা হয়েছে। Samsung Galaxy Z Flip 3 এর নিচের প‍্যানেলে ইউএসবি টাইপ সি পোর্ট ও স্পীকার গ্ৰিল অবস্থিত।

Samsung Galaxy Z Flip 3 এর ডিসপ্লে

নতুন Samsung Galaxy Z Flip 3 তে দুটি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের মেইন ডিসপ্লেটি 120 হার্টস রিফ্রেশরেটযুক্ত 6.7 ইঞ্চির ডায়নামিক এমোলেড ডিসপ্লে। সেলফি ক‍্যামেরার জন্য এই ডিসপ্লের মধ্যে পাঞ্চ হোল কাট‌আউট রয়েছে। এছাড়া এতে 1.9 ইঞ্চির একটি এমোলেড ডিসপ্লে আছে। ভাঁজ করা অবস্থায় এই ডিসপ্লে নোটিফিকেশন, ম‍্যাসেজ ও সময় দেখার কাজে লাগবে।

Samsung Galaxy Z Flip 3 এর ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy Z Flip 3 এর ব‍্যাক প‍্যানেলে ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে। এছাড়া সেলফিও জন্য এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের পাঞ্চ হোল ক‍্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy Z Flip 3 এর প্রসেসর

কোম্পানির নতুন Samsung Galaxy Z Flip 3 ফোনটি অক্টাকোর প্রসেসরযুক্ত 5 ন‍্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 888 চিপসেটে রান করে। ফলে ফোল্ডেভল এবং স্টাইলিশ হ‌ওয়ার পাশাপাশি ফোনটি অসাধারণ পারফরম্যান্স দিতে সক্ষম। Samsung Galaxy Z Flip 3 ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে বিশেষ করে ফ্লিপ ফোনের জন্য তৈরি করা ওয়ান ইউআই 3 তে কাজ করে।

Samsung Galaxy Z Flip 3 এর ব‍্যাটারি এবং কানেক্টভিটি

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy Z Flip 3 তে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 3,300 এম‌এএইচের ডুয়েল সেল ব‍্যাটারি দেওয়া হয়েছে। কানেক্টভিটি ফিচার হিসেবে এতে ওয়াইফাই, ব্লুটুথ, এন‌এফসি, 5জি, জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে।

Samsung Galaxy Z Flip 3 এর দাম

কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy Z Flip 3 ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনটির বেস ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরি দেওয়া হয়েছে এবং আরেকটি ভেরিয়েন্টে 8 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি স্টোরেজ রয়েছে। ফোনটির দাম রাখা হয়েছে 999 ডলার অর্থাৎ প্রায় 74,199 টাকা। ইতিমধ্যে এই ফোনের প্রিবুকিং শুরু হয়ে গেছে এবং আগামী 27 আগস্ট থেকে এর শিপিং শুরু হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here