8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই, এতে আছে দুর্দান্ত প্রসেসর

সাউথ কোরিয়ার কোম্পানি স‍্যামসাং আজ সান ফ্রান্সিসকোতে আয়োজিত গ‍্যালাক্সি আনপ‍্যাকড ইভেন্টে গ‍্যালাক্সি এস10ই স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটির সঙ্গে সঙ্গে কোম্পানি গ‍্যালাক্সি এস10, গ‍্যালাক্সি এস10+ ফোন‌ও পেশ করেছে। অনেক দিন ধরেই এইসব ফোনগুলি সম্পর্কে একাধিক লিক পেশ হয়েছে, আজ যার চিরসমাপ্তি ঘটল।

কোম্পানি স‍্যামসাং গ‍্যালাক্সি এস10ই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করেছে। গ‍্যালাক্সি এস10ইর প্রাথমিক দাম 749.99 ডলার (প্রায় 53,490 টাকা)। কোম্পানি এই ইভেন্টের মঞ্চে ফোনটির ভারতে আসা নিয়ে কিছু বলেনি।

লঞ্চ হল স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন, এতে আছে 5জি সাপোর্ট, 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি

স্পেসিফিকেশন ও ফিচার
গ‍্যালাক্সি এস10ইতে 5.8 ইঞ্চির ফুল এইচডি+ ফ্ল‍্যাট ডায়নামিক এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আসপেক্ট রেশিও 19:9। গ‍্যালাক্সি এস10ই কোম্পানির গ‍্যালাক্সি এস10 সিরিজের সবচেয়ে সস্তা স্মার্টফোন। এতে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 প্রসেসর দেওয়া হয়েছে। তবে ভারতে ফোনটি কোম্পানির নিজস্ব এক্সনস 9820 চিপসেটে রান করতে পারে।


এতে 8 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত অক্টাকোর (2×2.7 গিগাহার্টস মনগুজ এম4 + 2×2.3 গিগাহার্টস কর্টেক্স এ75 ও 4×1.9 গিগাহার্টস কর্টেক্স এ55) প্রসেসর আছে। এছাড়া এই ফোনটির 6 জিবি ও 8 জিবি র‍্যামের দুটি ভেরিয়েন্ট পেশ করা হয়েছে। স্টোরেজের জন্য ফোনে 128 জিবি ও 256 জিবি মেমরির অপশন আছে। এই ফোনের স্টোরেজ মেমরি কার্ডের মাধ্যমে বাড়ানো সম্ভব।

ফোটোগ্ৰাফির জন্য গ‍্যালাক্সি এস10ইতে 12 মেগাপিক্সেলের বাইন্ড অ্যাঙ্গেল লেন্স+16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে সেলফি ও ভিডিও কলের জন্য 10 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

এলজি কিউ60, কে50 ও কে40 এর ওপর থেকে সরল পর্দা, এমডব্লিউসি 2019 এর মঞ্চে হবে লঞ্চ

পাওয়ার ব‍্যাক‌আপের জন্য গ‍্যালাক্সি এস10ইতে ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 3,100 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনের ফাস্ট চার্জিং টেকনিক ওয়‍্যার ও ওয়ারলেস উভয় পদ্ধতিতে ব‍্যবহার করা যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাইতে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here