নতুন রেকর্ড! এক সপ্তাহে 50 লক্ষ মানুষ প্রিবুক করেছে Samsung Galaxy Note20 সিরিজ

এই মাসের শুরুতেই Samsung তাদের অসাধারণ টেকনোলজি দেখিয়ে দিয়েছে। ভারতীয় মার্কেটে তাদের প্রতিপত্তি বজায় রাখার জন্য কোম্পানি তাদের ‘গ‍্যালাক্সি নোট’ সিরিজে Samsung Galaxy Note20 এবং Samsung Galaxy Note20 Ultra ফোনদুটি লঞ্চ করেছে। এই দুটি ফোন‌ই হাইএন্ড স্মার্টফোন যা কোম্পানির ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে পেশ করা হয়েছে। এত দামী ফোন হ‌ওয়া সত্ত্বেও এই ফোনদুটি ভারতীয়দের মধ্যে এতটাই জনপ্রিয়তা লাভ করেছে যে মাত্র এক সপ্তাহের মধ্যে গ‍্যালাক্সি নোট20 সিরিজ 5 লক্ষের‌ও বেশি প্রিবুক হয়ে গেছে।

Samsung Galaxy Note20 এবং Samsung Galaxy Note20 Ultra এর এত বিপুল চাহিদার কথা স্বয়ং স‍্যামসাঙের পক্ষ থেকে জানানো হয়েছে। এই সিরিজ গত 6 আগস্ট গোটা দেশের অনলাইন ও অফলাইন উভয় মার্কেটে প্রিবুকিঙের জন্য পেশ করে দেওয়া হয়েছে। আজ অর্থাৎ 12 আগস্ট কোম্পানি নোটিফিকেশনের মাধ্যমে জানিয়েছে মাত্র এক সপ্তাহের মধ্যে এই সিরিজ 5 লক্ষের‌ও বেশি প্রিবুক করা হয়েছে। গত বছরের গ‍্যালাক্সি নোট 10 সিরিজের তুলনায় এবারের অঙ্ক প্রায় দ্বিগুণ। তবে কোম্পানির পক্ষ থেকে কোন ফোন কত ইউনিট করে প্রিবুক হয়েছে সেই তথ্য জানানো হয়নি।

Samsung Galaxy Note20 series

কবে থেকে Samsung Galaxy Note20 এবং Samsung Galaxy Note20 Ultra ফোনদুটি ভারতে সেল করা হবে সেবিষয়ে কোনো তথ্য জানানো হয়নি তবে শোনা যাচ্ছে আগামী 28 আগস্ট থেকে ইন্ডিয়ান মার্কেটে গ‍্যালাক্সি নোট 20 সিরিজের সেল শুরু করা হবে। কোম্পানি এই দুটি ফোন‌ই ভারতে Mystic Bronze, Mystic Green ও Mystic Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করেছে এবং অনলাইন শপিং সাইট ও অফলাইন রিটেইল স্টোর উভয় প্ল‍্যাটফর্মে ফোনদুটি বেচা হবে।

Samsung Galaxy Note20 ফোনটি 12 জিবি র‍্যামের সঙ্গে 256 জিবি ইন্টারনাল স্টোরেজসহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 77,999 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ইভাবে Samsung Galaxy Note20 Ultra ফোনটি কোম্পানি 5জি কানেক্টিভিটির সঙ্গে পেশ করেছে। এই ফোনেও 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি আছে। এই ফোনটির দাম রাখা হয়েছে 1,04,999 টাকা।

প্রিবুকিং অফার

কোম্পানি তাদের এই নতুন শক্তিশালী ফোনদুটি ফ্ল‍্যাগশিপ সেগমেন্টে লঞ্চ করেছে এবং আজ থেকেই গোটা দেশে এই দুটির প্রিবুকিং শুরু হয়ে গেছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে স‍্যামসাং রিটেইল স্টোরেও ফোনদুটি প্রিবুক করা যাবে। স‍্যামসাং গ‍্যালাক্সি নোট 20 সিরিজের ফোনদুটির প্রিবুকিঙে 19,000 টাকার বেনিফিট পাওয়া যাচ্ছে। এছাড়া ফোনদুটি নো কস্ট ইএম‌ইআইতেও কেনা যাবে।

Samsung Galaxy Note20 এর প্রিবুকিঙে কোম্পানির পক্ষ থেকে 7,000 টাকা এবং Samsung Galaxy Note20 Ultra 5G এর ক্ষেত্রে 10,000 টাকার গিফট কুপন দেওয়া হচ্ছে। এই কুপনের বিনিময়ে স‍্যামসাং শপ থেকে যে কোনো প্রোডাক্ট কেনা যাবে। এছাড়া এইচডিএফসি কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে Samsung Galaxy Note20 এবং Samsung Galaxy Note20 Ultra 5G এর ক্ষেত্রে যথাক্রমে 6,000 টাকা এবং 9,000 টাকা ক‍্যাশব‍্যাক পাওয়া যাবে। এক্সচেঞ্জ অফারে 5,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট‌ও পাওয়া যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here