256 জিবি স্টোরেজ ও পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে লঞ্চ হলো Samsung Galaxy Note 10 ও Galaxy Note 10+, জেনে নিন দাম

স‍্যামসাং গতকাল ভারতে তাদের দুটি ফ্ল‍্যাগশিপ ডিভাইস Samsung Galaxy Note 10 Galaxy Note 10+ লঞ্চ করে দিয়েছে। জানিয়ে রাখি কোম্পানি এই মাসের শুরুতে এই ফোনদুটি নিউইয়র্কে পেশ করেছিল। তবে কোম্পানি লঞ্চের আগেই ফোনদুটির ভারতীয় দাম জানিয়ে দিয়েছিল। চলুন জেনে নেওয়া যাক ফোনদুটির বিশেষত্ব ও দাম।

64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

প্রিবুকিং
প্রসঙ্গত ফোনদুটির প্রিবুকিং 8 আগস্ট শুরু হয়ে গিয়েছিল যা আগামীকাল অর্থাৎ 22 আগস্ট পর্যন্ত চলবে। এই ফোনদুটি অরা গ্লো, অরা হোয়াইট এবং অরা ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। কোনো ব‍্যাক্তি এই ফোন কিনতে চাইলে স‍্যামসাঙের অফিসিয়াল ওয়েবসাইটের সঙ্গে সঙ্গে ফ্লিপকার্ট, আমাজন, পেটিএম ও টাটা ক্লিক থেকে প্রিবুক করতে পারবেন।

দাম ও সেল
ভারতে Samsung Galaxy Note 10 এর 8 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্টের দাম 69,999 টাকা রাখা হয়েছে। আবার Samsung Galaxy Note 10+ এর 12 জিবি র‍্যাম ও 256 জিবি মেমরি ভেরিয়েন্ট 79,999 টাকা এবং 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরিযুক্ত টপ ভেরিয়েন্ট 89,999 টাকা দামে সেল করা হবে। এই দুটি ফোন‌ই আগামী 23 আগস্ট থেকে স‍্যামসাং ই-স্টোর, ফ্লিপকার্ট, আমাজন, পেটিএম এবং টাটা ক্লিকসহ রিটেইল স্টোর থেকে কেনা যাবে।

চারটি ক‍্যামেরা ও 128 জিবি স্টোরেজসহ লঞ্চ হলো Realme 5 ও Realme 5 Pro, প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা

প্রিবুকিং অফার
ফোনদুটির প্রিবুকিঙের সময় বেশ কিছু আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে। প্রিবুকিং করলে আপনার প্রিবুকিঙের সঙ্গে Galaxy Buds 9,999 টাকার বদলে মাত্র 4,999 টাকার বিনিময়ে পাওয়া যাবে। ফোনদুটির প্রিবুক করা গ্ৰাহক 19,990 টাকা দামে লঞ্চ করা Galaxy Watch Active মাত্র 9,999 টাকার বিনিময়ে পাবেন।

এছাড়া রিটেইল স্টোর বা স‍্যামসাঙের ওয়েবসাইট থেকে HDFC ব‍্যাঙ্কের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে ফোন প্রিবুক করলে গ্ৰাহকদের 6,000 টাকা ক‍্যাশব‍্যাক দেওয়া হবে। এছাড়া অন‍্যান‍্য অনলাইন প্ল‍্যাটফর্মেও ক‍্যাশব‍্যাক, নো কস্ট ইএম‌আই ও অতিরিক্ত 10% ছাড় দেওয়া হচ্ছে।

Reliance Jio জুন মাসে পেলো কয়েক লক্ষ গ্ৰাহক, জেনে নিন Airtel ও Vodafone-Idea এর অবস্থা

স্পেসিফিকেশন
Samsung Galaxy Note 10 এবং Galaxy Note 10+ দুটি ফোনেই পাঞ্চ হোল ডিজাইনের সঙ্গে ইনফিনিটি ও ডায়নামিক AMOLED স্ক্রিন দেওয়া হয়েছে যা HDR10+ সার্টিফায়েড। এছাড়া দুটি ফোনেই স‍্যামসাঙের 7 এন‌এম Exynos 9825 চিপসেট দেওয়া হয়েছে। এই হ্যান্ডসেটদুটি অ্যান্ড্রয়েড 9 সাইয়েদ সঙ্গে OneUI অপারেটিং সিস্টেমে কাজ করে।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy Note 10+ এ 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্সের সঙ্গে 12 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, একটি 12 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স ও একটি 3ডি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। Samsung Galaxy Note 10 এর রেয়ার ক‍্যামেরা সেট‌আপ‌ও এক‌ই স্পেসিফিকেশনযুক্ত, তবে এতে 3ডি ডেপ্থ সেন্সর নেই।

BSNL পরিবর্তন করলো তাদের প্ল‍্যানে, পাওয়া যাবে 375 জিবি ডেটা

আবার ব‍্যাটারীর দিক থেকে দুটি ফোন আলাদা। Samsung Galaxy Note 10 এ 3,500 এম‌এএইচের ব‍্যাটারী ও Galaxy Note 10+ এ 4,300 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া দুটি ফোনই 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে Samsung Galaxy Note 10+ এর আরও একটি বিশেষত্ব হলো এটি 45 ওয়াট ফাস্ট চার্জিংও সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here