লঞ্চের আগেই সামনে এল Samsung Galaxy M44 এর ছবি, থাকতে পারে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর

Highlights

  • ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ হতে পারে Galaxy M44।
  • ফোনটিতে ফ্ল্যাট রেয়ার প্যানেল এবং কার্ভ কর্নার দেখা গেছে।
  • ফোনটি স্ন্যাপড্রাগন 888 প্রসেসরে রান করবে বলে আশা করা হচ্ছে।

স্যামসাং তাদের ‘এম’ সিরিজের পরিধি আরও বিস্তার করে শীঘ্রই বাজারে Samsung Galaxy M44 লঞ্চ করতে পারে। এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি, তবে এই ফোনটির একের পর এক লিক সামনে এসেই চলেছে। এবার এই ফোনের একটি ছবি সামনে এসেছে এবং এই ফোনে ব্যাবহৃত প্রসেসর সম্পর্কেও জানা গেছে। চলুন ডিটেইলসে জেনে নেওয়া যাক এই লিক সম্পর্কে। আরও পড়ুন: 432MP ক্যামেরা সেন্সর নিয়ে কাজ করছে স্যামসাং, জেনে নিন কবে হতে পারে লঞ্চ

Samsung Galaxy M44 5G এর ছবি (লিক)

  • টিপস্টার অ্যান্টনি স্যামসাঙের এম সিরিজের আপকামিং ফোনের ইমেজ শেয়ার করেছেন। পোস্টে দেখা যাচ্ছে এই ফোনের প্রসেসর সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে।
  • Galaxy M44 ফোনের ব্যাক প্যানেলে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে। সুন্দর ক্যামেরা এক্সপেরিয়েন্সের জন্য এতে এলইডি ফ্ল্যাশ রয়েছে।
  • ব্যাক প্যানেলেই নিচের দিকে কোম্পানির ব্র্যান্ডিং দেওয়া হয়েছে।
  • ফোনটির ব্যাক প্যানেলে কার্ভ কর্নার রয়েছে এবং বাকি অংশ বেশ ফ্ল্যাট।
  • ফোনের ডানদিকের প্যানেলে ভলিউম বাটন দেখা গেছে, তবে পাওয়ার বাটন স্পষ্ট নয়।
  • এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে বলে আশা করা হচ্ছে।
  • এছাড়া এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর যোগ করা হবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy M44 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: আপকামিং Galaxy M44 ফোনে 6.5 ইঞ্চি এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এটি 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন সাপোর্ট করতে পারে।
  • প্রসেসর: কোম্পানি এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 চিপসেট যোগ করতে পারে। গীকবেঞ্চ ওয়েবসাইটের মাধ্যমেও এই প্রসেসরের কথা জানা গেছে।
  • স্টোরেজ: ফোনটির বেস মডেলে 8GB পর্যন্ত RAM এবং 128GB স্টোরেজ দেওয়া হতে পারে।
  • ক্যামেরা: এই ফোনে এলইডি ফ্ল্যাশ সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে আশা করা হচ্ছে। এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সেন্সর সম্পর্কে কিছু জানা যায়নি, তবে আশা করা হচ্ছে শীঘ্রই এই তথ্য প্রকাশ্যে আসবে।
  • ব্যাটারি: এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
  • কানেক্টিভিটি: এই ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ, ওয়াইফাই, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতো ফিচার থাকতে পারে।
  • ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here