11 জুন ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M40, সুন্দর লুকের সঙ্গে এতে থাকবে অসাধারণ স্পেসিফিকেশন

স‍্যামসাং ফ‍্যানদের জন্য এই বছরটি অত্যন্ত স্পেশাল। কোম্পানি একদিকে গ‍্যালাক্সি এ সিরিজে বিপুল পরিবর্তন ঘটিয়ে গ্ৰাহকদের খুশি করে দিয়েছে আবার অন্য দিকে স্মার্টফোন জগতে নতুন সূচনা ঘটিয়ে গ‍্যালাক্সি এম সিরিজ পেশ করেছে। এই নতুন সিরিজের হাত ধরে কোম্পানি ওয়াটারড্রপ নচের সূচনা করে। এখনও পর্যন্ত এই সিরিজে Samsung Galaxy M10, Samsung Galaxy M20 ও Samsung Galaxy M30 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। বেশ কিছু দিন ধরে শোনা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই সিরিজে নতুন Samsung Galaxy M40 লঞ্চ হতে চলেছে। এবার স্বয়ং কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে আগামী 11 জুন ভারতে Samsung Galaxy M40 লঞ্চ করা হবে।

একদম অন্য ধরনের সেলফি ক‍্যামেরা ডিজাইনের সঙ্গে ভারতে এলো Oppo Reno, 10X জুমের সঙ্গে এতে আছে অসাধারণ ফিচার

Samsung India তাদের অফিসিয়াল ওয়েবসাইটে Samsung Galaxy M40 এর জন্য প্রোডাক্ট পেজ বানিয়ে দিয়েছে। এই পেজটি বানানোর সঙ্গে সঙ্গে কোম্পানি আরও জানিয়ে দিয়েছে আগামী 11 জুন টেক মঞ্চে এই নতুন স্মার্টফোন লঞ্চ করা হবে। 11 জুন সন্ধ্যা 6টার সময় ফোনটি পেশ করা হবে। ফোনটির লঞ্চ সম্পর্কে জানানোর সঙ্গে কোম্পানি প্রোডাক্ট পেজের সাহায্যে Samsung Galaxy M40 এর ফোটো ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছে।

ইনফিনিটি ও ডিসপ্লে
কোম্পানি তাদের Samsung Galaxy M40 ফোনটি ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে পেশ করবে। এটি কোম্পানির প্রথম মিড রেঞ্জ স্মার্টফোন হতে চলেছে যা এই ধরনের ডিসপ্লে সাপোর্ট করবে। ফোনটি বেজল লেস ডিজাইনে তৈরি করা হবে যার তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনের ডিসপ্লের ওপরের দিকে বাঁ দিক ঘেঁষে একটি ছিদ্র দেওয়া হবে। এই ছিদ্রের মধ্যেই Samsung Galaxy M40 এর সেলফি ক‍্যামেরা দেওয়া হবে।

ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর সঙ্গে লঞ্চ হলো Vivo Y15, দাম 13,990 টাকা

ট্রিপল রেয়ার ক‍্যামেরা
Samsung Galaxy M40 ফোনটিতে কোম্পানির তরফ থেকে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের দিকে বাঁদিক ঘেঁষে ভার্টিক‍্যাল শেপে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। এই ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচেই ফ্ল‍্যাশ লাইট থাকবে। এই সেট‌আপের ক‍্যামেরা সেন্সর সম্পর্কে খুব বেশি কিছু জানা যায়নি তবে কোম্পানি একে Ultra Sharp ট্রিপল রেয়ার ক‍্যামেরা নাম দিয়েছে।

দুর্দান্ত স্পেসিফিকেশন
Samsung Galaxy M40 ফোনটি কিছু দিন আগে চীনা বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে দেখা গিয়েছিল। সেখানে ফোনটি SM-M405F মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছিল এবং সেখানে ফোনটির কিছু স্পেসিফিকেশন সম্পর্কেও বলা হয়েছিল। Samsung Galaxy M40 6 জিবি র‍্যামের সঙ্গে বাজারে লঞ্চ করা হতে পারে। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। লিক থেকে জানা গেছে এতে 6.3 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে।

এক কোটির চেয়েও বেশি Redmi Note 7 সিরিজ বেচে শাওমি গড়লো দুর্দান্ত রেকর্ড

গীকবেঞ্চে বলা হয়েছে Samsung Galaxy M40 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে লঞ্চ করা হবে এবং এতে প্রসেসিঙের জন্য কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 6150 প্রসেসর থাকবে। এটি স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটের কোডনেম। স‍্যামসাং ইন্ডিয়ার পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছে যে Samsung Galaxy M40 স্ন‍্যাপড্রাগন 6 সিরিজের চিপসেটের সঙ্গে লঞ্চ করা হবে।

লিকে বলা হয়েছে Samsung Galaxy M40 তে বড়ো ও শক্তিশালী ব‍্যাটারী দেওয়া হতে পারে। এতে 5,000 এম‌এএইচ ব‍্যাটারী থাকতে পারে। রিপোর্ট অনুযায়ী Samsung Galaxy M40 25,000 টাকার কাছাকাছি দামে লঞ্চ করা হতে পারে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here