ভারতে লঞ্চ হলো Samsung Galaxy M40, ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে এতে আছে 6 জিবি র‍্যাম

স‍্যামসাং ফ‍্যানদের জন্য এই বছরটি সত্যিই খুব স্পেশাল। কোম্পানি একদিকে যেমন তাদের গ‍্যালাক্সি এ সিরিজে বড়ো পরিবর্তন ঘটিয়ে দুর্দান্ত কিছু স্মার্টফোন লঞ্চ করেছে তেমনই আবার নতুন সূচনা করে গ‍্যালাক্সি এম সিরিজ পেশ করেছে। এই নতুন সিরিজের হাত ধরে কোম্পানি ওয়াটারড্রপ নচের সূচনাও করেছে। এই সিরিজে এখনও পর্যন্ত Galaxy M10, Galaxy M20 ও Galaxy M30 স্মার্টফোন লঞ্চ করা হয়েছে। আজ কোম্পানি এই সিরিজের নতুন স্মার্টফোন Samsung Galaxy M40 লঞ্চ করেছে। কোম্পানি এই ফোনটিতে শুধুমাত্র অসাধারণ স্পেসিফিকেশন‌ই যোগ করেনি বরং এর সঙ্গে মিড বাজেটে ইনফিনিটি ও ডিসপ্লেও পেশ করেছে।

স‍্যামসাং সামার সেলে পাওয়া যাচ্ছে Galaxy A9 ও Galaxy M সিরিজের ওপর বড়ো ডিসকাউন্ট

ইনফিনিটি ও ডিসপ্লে
Samsung তাদের Galaxy M40 ফোনটি ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে। এটি কোম্পানির প্রথম মিড রেঞ্জ স্মার্টফোন যা এই ধরনের ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনটি বেজল লেস ডিজাইনে তৈরি করা হয়েছে যার তিনদিক সম্পূর্ণ বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। ফোনের ডিসপ্লের ওপর দিকে বাঁদিক ঘেঁষে একটি ছোট ছেদ দেওয়া হয়েছে এবং এই ছিদ্রের মধ্যেই Samsung Galaxy M40 এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ধরনের ডিসপ্লে এর আগে হাইএন্ড ফ্ল‍্যাগশিপ গ‍্যালাক্সি এস10 সিরিজে দেখা গেছে।

স্পেসিফিকেশন
Samsung Galaxy M40 2340 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ইনফিনিটি ও এমোলেড ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা গোরিলা গ্লাস 3 দিয়ে প্রোটেক্টেড। এই ফোনটি অ্যান্ড্রয়েড 9 পাই আউট অফ দা বক্সের সঙ্গে স‍্যামসাঙের ইউজার ইন্টারফেস ওয়ান ইউআইসহ পেশ করা হয়েছে যা 2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 675 চিপসেটে রান করে। হাই কোয়ালিটি গ্ৰাফিক্স ও গেমিঙের জন্য এতে অ্যাড্রিনো 612 জিপিইউ দেওয়া হয়েছে।

যদি আপনার ফোনে 3.5 এম‌এম অডিও জ‍্যাক না থাকে তবে আপনি পড়বেন এই পাঁচটি সমস্যায়

ফোটোগ্ৰাফির জন্য এতে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Samsung Galaxy M40 এর ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে 32 মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে এই সেট‌আপে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ও 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যোগ করা হয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy M40 তে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

Samsung Galaxy M40 একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। কোম্পানি এই ফোনটি 6 জিবি র‍্যামের সঙ্গে ভারতে পেশ করেছে। এতে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। বেসিক কানেক্টিভিটির সঙ্গে এতে সিকিউরিটির জন্য রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy M40 তে 3,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

32 মেগাপিক্সেল সেলফি ক‍্যামেরা ও বড় ডিসপ্লের সঙ্গে ভারতে লঞ্চ হলো Honor 20i, জেনে নিন দাম

দাম
কোম্পানি Samsung Galaxy M40 ফোনটি 19,990 টাকা দামে লঞ্চ করেছে। এই ফোনটি আগামী 18 জুন থেকে শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে সেল করা হবে। কোম্পানির পক্ষ থেকে Samsung Galaxy M40 ফোনটি মিডনাইট ব্লু ও ওয়াটার ব্লু কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here