Home খবর ভারতে আসতে চলেছে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

ভারতে আসতে চলেছে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন স্পেসিফিকেশন

Highlights

খুব তাড়াতাড়ি ভারতে Samsung Galaxy M34 5G ফোনটি লঞ্চ হতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই এই ফোনের লঞ্চ ডেট ঘোষণা করা হতে পারে। সম্প্রতি ফোনটির সাপোর্ট পেজ সামনে এসেছিল এবং এবার এই ফোনের আমাজনের প্রোডাক্ট পেজ প্রকাশ্যে এসেছে। এর ফলে ফোনটির ছবিসহ এটির স্পেসিফিকেশন লিক হয়ে গেছে। এই পোস্টে সেই বিষয়ে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: বড় ধাক্কা খেল Realme, এই দেশে বন্ধ হল মোবাইল ফোন, ব্যান করল সরকার

ভারতে আসছে Samsung Galaxy M34 5G

শপিং সাইট আমাজন ইন্ডিয়াতে এই ফোনটির প্রোডাক্ট পেজ দেখা গেছে। এখানে ফোনের মাইক্রো পেজ লাইভ করে দেওয়া হয়েছে যেখানে Samsung Galaxy M34 5G ফোনটি টিজ করা হয়েছে। এই পেজ থেকে ফোনটির ডিজাইন সামনে আসার পাশাপাশি আরও জানা গেছে এই ফোনটি খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হবে এবং ভারতে আমাজনের মাধ্যমেই Galaxy M34 5G সেল করা হবে। আমরা মনে করছি আগামী এক সপ্তাহের মধ্যেই এই ফোনটি লঞ্চ করে দেওয়া হবে।

Samsung Galaxy M34 5G এর স্পেসিফিকেশন

স্ক্রিন: গ্যালাক্সি এম34 5জিতে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হতে পারে। ওয়াটারড্রপ স্টাইলের এই ডিসপ্লে এমোলেড প্যানেল দিয়ে তৈরি করা হবে। এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করতে পারে।

প্রসেসর: এই ফোনটি মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 অক্টাকোর প্রসেসরের সঙ্গে বাজারে লঞ্চ করা হতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেমে কাজ করবে। আরও পড়ুন: জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনে Screen Record করার সহজ পদ্ধতি

রেয়ার ক্যামেরা: এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে। এই সেটআপে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সরের সঙ্গে 8 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স এবং 5 মেগাপিক্সেলের থার্ড ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে।

ফ্রন্ট ক্যামেরা: সেলফি এবং ভিডিও কলের জন্য Samsung Galaxy M34 5G ফোনে 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য গ্যালাক্সি এম34 5জিতে 5000mAh ব্যাটারি থাকতে পারে। এই ব্যাটারি 25W ফাস্ট চার্জিং সাপোর্টকরবে বলে মনে করা হচ্ছে। আরও পড়ুন: লঞ্চের আগেই লিক হল OPPO A78 4G ফোনের রেন্ডার ইমেজ এবং স্পেসিফিকেশন, জেনে নিন ডিটেইলস

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন