Home খবর 7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

Samsung প্রেমীদের জন্য 7 জুলাই নতুন 5G স্মার্টফোন Samsung Galaxy M34 5G মার্কেটে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে এই ফোনটির লঞ্চ ডেটের পাশাপাশি এই ফোনের স্পেসিফিকেশন গুলিও জানানো হয়েছে। এই পোস্টে আপনাদের লঞ্চের আগেই এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন জানানো হল। আরও পড়ুন: আজ থেকে সস্তায় কেনা যাবে মোবাইল ফোন এবং টিভি, কমে যাবে দাম! কমেছে GST

Samsung Galaxy M34 5G ফোনের লঞ্চ ডিটেইলস

Samsung-এর এই লো বাজেট ডিভাইসটি ভারতে 7 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। ইউজাররা Amazon সহ অন্যান্য রিটেল স্টোর থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন। এছাড়াও ই-কমার্স সাইটে ডিভাইসটির অনেক বিশেষ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy M34 5G ফোনের দাম (সম্ভাব্য)

লিক রিপোর্ট অনুসারে এই ডিভাইসটি 8GB RAM + 128GB বেস মডেল সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে। এই ভেরিয়েন্টটি আনুমানিক 25,000 টাকা দামে সেলের জন্য পাওয়া যেতে পারে। কোম্পানি এই ফোনের আরেকটি ভেরিয়েন্ট 8GB RAM + 256 GB স্টোরেজ সহ লঞ্চ করতে পারে। যা প্রায় 30,000 টাকা দামে সেলের জন্য পাওয়া যেতে পারে। আরও পড়ুন: পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে

ডিজাইন কেমন হবে?

Amazon এর তালিকায় Samsung এর M34 5G ফোনটির তিনটি কালার অপশন দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি বলে মনে হচ্ছে। যেখানে ক্যামেরা মডিউল এবং এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। সাইডে ভলিউম বাটন রাখা হয়েছে। নিচের দিকে Samsung এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Silver, Blue এবং Green এই তিনটি কালার অপশনে দেখা গেছে।

Samsung Galaxy M34 5G ফোনের স্পেসিফিকেশন

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন