7 জুলাই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy M34 5G স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

Highlights

  • এই Samsung ফোনটিতে 50MP ক্যামেরা থাকবে।
  • এই ফোনে শক্তিশালী 6000mAh বড় ব্যাটারি দেওয়া হবে।
  • এই ফোনে Dimensity 1080 চিপসেট থাকতে পারে।

Samsung প্রেমীদের জন্য 7 জুলাই নতুন 5G স্মার্টফোন Samsung Galaxy M34 5G মার্কেটে লঞ্চ হতে চলেছে। কোম্পানির তরফে এই ফোনটির লঞ্চ ডেটের পাশাপাশি এই ফোনের স্পেসিফিকেশন গুলিও জানানো হয়েছে। এই পোস্টে আপনাদের লঞ্চের আগেই এই ফোনের সম্ভাব্য দাম এবং স্পেসিফিকেশন জানানো হল। আরও পড়ুন: আজ থেকে সস্তায় কেনা যাবে মোবাইল ফোন এবং টিভি, কমে যাবে দাম! কমেছে GST

Samsung Galaxy M34 5G ফোনের লঞ্চ ডিটেইলস

Samsung-এর এই লো বাজেট ডিভাইসটি ভারতে 7 জুলাই দুপুর 12টায় লঞ্চ হবে। ইউজাররা Amazon সহ অন্যান্য রিটেল স্টোর থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন। এছাড়াও ই-কমার্স সাইটে ডিভাইসটির অনেক বিশেষ স্পেসিফিকেশন প্রকাশ করা হয়েছে।

Samsung Galaxy M34 5G ফোনের দাম (সম্ভাব্য)

লিক রিপোর্ট অনুসারে এই ডিভাইসটি 8GB RAM + 128GB বেস মডেল সহ মার্কেটে লঞ্চ করা যেতে পারে। এই ভেরিয়েন্টটি আনুমানিক 25,000 টাকা দামে সেলের জন্য পাওয়া যেতে পারে। কোম্পানি এই ফোনের আরেকটি ভেরিয়েন্ট 8GB RAM + 256 GB স্টোরেজ সহ লঞ্চ করতে পারে। যা প্রায় 30,000 টাকা দামে সেলের জন্য পাওয়া যেতে পারে। আরও পড়ুন: পুনরায় মার্কেট দখল করতে পারে Micromax, Karbonn এর মতো কোম্পানিগুলি, জেনে নিন কীভাবে

ডিজাইন কেমন হবে?

Amazon এর তালিকায় Samsung এর M34 5G ফোনটির তিনটি কালার অপশন দেখা গেছে। এই ফোনের ব্যাক প্যানেলটি প্লাস্টিকের তৈরি বলে মনে হচ্ছে। যেখানে ক্যামেরা মডিউল এবং এলইডি ফ্ল্যাশ দেখা যাবে। সাইডে ভলিউম বাটন রাখা হয়েছে। নিচের দিকে Samsung এর ব্র্যান্ডিং দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি Silver, Blue এবং Green এই তিনটি কালার অপশনে দেখা গেছে।

Samsung Galaxy M34 5G ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে কনফার্ম: Samsung Galaxy M34 5G ফোনে একটি 6.46-ইঞ্চি শক্তিশালী সুপার AMOLED ডিসপ্লে দেওয়া হবে। এটি 120Hz রিফ্রেশরেট এবং হাই রেজলিউশন অফার করবে। এই ডিসপ্লেতে ওয়াটারড্রপ নচ ডিজাইনও থাকবে।
  • ক্যামেরা কনফার্ম: এই ডিভাইসটিতে LED ফ্ল্যাশ সহ একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ OIS সাপোর্ট দেওয়া হবে।
  • ব্যাটারি: Samsung Galaxy M34 5G ফোনে একটি দীর্ঘস্থায়ী 6,000mAh ব্যাটারি সাপোর্ট দেখা যাবে, যা দীর্ঘ ব্যাকআপ এক্সপেরিয়েন্স প্রদান করবে। তবে এই ফোনের ফাস্ট চার্জিং ডিটেইলস এখনও জানা যায়নি।
  • প্রসেসর: লিক রিপোর্ট অনুসারে এই ফোনটি MediaTek Dimensity 1080 অক্টা-কোর প্রসেসর সহ লঞ্চ হতে পারে।
  • স্টোরেজ: লিক রিপোর্ট অনুযায়ী এই ডিভাইসটি 8GB RAM + 128GB বেস মডেলে লঞ্চ হবে।
  • OS: অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোনটি হবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13-এর উপর বেস করে লঞ্চ হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here