নতুন বছরের প্রস্তুতি নিচ্ছে Samsung, ইন্ডিয়ান সাইটে লিস্টেড হল দুটি সস্তা ফোন

এই বছরের শেষ মাসে এসে স‍্যামসাং আগামী বছরের প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে। কোম্পানি 2021 সালে বিভিন্ন ক‍্যাটাগরিতে একের পর এক স্মার্টফোন লঞ্চের চেষ্টায় আছে। এই চেষ্টার প্রমাণস্বরূপ বলা যেতে পারে স‍্যামসাঙের দুটি সস্তা স্মার্টফোন ভারতীয় ওয়েবসাইটে সার্টিফাইড হয়ে গেছে। কোম্পানির ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের Samsung Galaxy F12 ও ‘গ‍্যালাক্সি এম’ সিরিজের Samsung Galaxy M12 স্মার্টফোন বিআইএসেলিস্টেড হয়ে গেছে, যার থেকে বোঝা যাচ্ছে কোম্পানি শীঘ্রই ভারতের মার্কেটে এই ফোনদুটি লঞ্চ করতে চলেছে।

আরও পড়ুন: চাইনিজ কোম্পানি Xiaomi এর বিরুদ্ধে আদালতে এই কোম্পানি, ভারতে বন্ধ হতে পারে স্মার্টফোন বিক্রি

ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ড অর্থাৎ বিআইএসে Samsung Galaxy M12 এর মডেল নাম্বার বলা হয়েছে SM-M127G/DS এবং Samsung Galaxy F12 ফোনটি SM-F127G মডেল নাম্বারসহ লিস্টেড করা হয়েছে। বিআইএসে উপরোক্ত স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশনের উল্লেখ করা হয়নি।  অন‍্য কোনো সোর্স থেকেও আমরা ফোনদুটির স্পেসিফিকেশন জানতে পারিনি। কিন্তু লিস্টিং সামনে আসার পর স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি এই ফোনদুটি লঞ্চ করবে এবং নতুন বছরে দেশের মার্কেটে এগুলির সেল‌ও শুরু হয়ে যাবে।

এই দুটি ফোনের লিক বাদ দিয়ে যদি কিছু দিন আগে লঞ্চ হ‌ওয়া কোম্পানির ‘গ‍্যালাক্সি এফ’ সিরিজের Samsung Galaxy F41 ফোনটি সম্পর্কে কথা ওঠে তবে প্রথমেই বলতে হয় ভারতে এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছিল। ফোনটির বেস ভেরিয়েন্টে 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে এবং দ্বিতীয় ভেরিয়েন্টটি 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিসহ পেশ করা হয়েছে। উভয় ভেরিয়েন্টে 512 জিবি পর্যন্ত মাইক্রোএসডি কার্ড ব্যবহার করা যায়। মার্কেটে গ‍্যালাক্সি এফ41 এর 6 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 16,999 টাকা এবং 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট 17,999 টাকা দামে সেল করা হয়।

আরও পড়ুন: 50MP ক‍্যামেরার সঙ্গে আসবে OPPO Find X3 Pro, লিক হল স্পেসিফিকেশন

এই ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে এবং এতে 2400 × 1080 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ‘ইউ’ ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমের সঙ্গে পেশ করা এই ফোনটি 2.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাং এক্সিনস 9611 চিপসেটে রান করে।

ফোটোগ্ৰাফির জন্য কোম্পানি তাদের নতুন Samsung Galaxy F41 এ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ যোগ করেছে যার প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি 64 মেগাপিক্সেলের। বাকি দুটি সেন্সর যথাক্রমে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সেলফির জন্য এতে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here