লঞ্চ হল স‍্যামসাঙের প্রথম ফোল্ডেবল ফোন, এতে আছে 5জি সাপোর্ট, 12 জিবি র‍্যাম ও 512 জিবি মেমরি

প্রায় তিন বছর আগে স‍্যামসাঙের ফোল্ডেবল ফোন সম্পর্কে সমালোচনা শুরু হয় এবং টেক জগত তখন থেকেই এই ফোনটির জন্য অপেক্ষা করছিল। যদিও কোম্পানি তখন বলেনি যে ফোনটি কবে লঞ্চ হবে। তবে গত বছর স‍্যামসাং তাদের ফোল্ডেবল ফোনের ঝলক দেখিনি দিয়েছিল। এরপর সবাই এই ফোনের সমালোচনায় মেতে ওঠে। কোম্পানি তখন শুধু একটি প্রোটোটাইপ দেখালেও কিছু দিন আগে খবর পাওয়া যায় কোম্পানি গ‍্যালাক্সি এস10 এর সঙ্গেই তাদের ফোল্ডেবল ফোন‌ও পেশ করতে পারে। আজ স‍্যামসাং সান ফ্রান্সিসকোতে আয়োজিত একটি ইভেন্টে এই ফোন লঞ্চ করে দিয়েছে। দর্শকে পরিপূর্ণ হলে যখন ফোনটি দেখানো হয় তখন করধ্বনিতে হল ফেটে পড়ে। ফোনটি দেখানোর সঙ্গে সঙ্গে কোম্পানি একে একে এর বিশেষত্ব সম্পর্কে বলা শুরু করে।

এলজি কিউ60, কে50 ও কে40 এর ওপর থেকে সরল পর্দা, এমডব্লিউসি 2019 এর মঞ্চে হবে লঞ্চ

এতদিন এই ফোনটি সম্পর্কে একাধিক লিক বেরিয়েছে। এবার ফোনটি লঞ্চ হ‌ওয়ার পর আমরা ফোনটির সঠিক স্পেসিফিকেশন দিতে পারবো। স‍্যামসাং ফোল্ডেবল স্মার্টফোনে 7.3 ইঞ্চির স্ক্রিন দেওয়া হয়েছে এবং একে ফোল্ড করে একটি ছোট ট‍্যাবলেটে পরিণত করা যায়, যার বাইরের স্ক্রিনের মাপ 4.6 ইঞ্চির। গ‍্যালাক্সি ফোল্ড অ্যান্ড্রয়েড 9 পাই যুক্ত এবং এটি স‍্যামসাঙের নতুন ওয়ান‌ইউআই ইন্টারফেসে কাজ করবে।

ডিজে কোহ বলেছেন, “স‍্যামসাঙের সিইও ও প্রেসিডেন্ট বলেছেন স্টাইলিশ ও নতুন ডিজাইনের ফোল্ডেবল ফোনের ডিজাইন ও লুক‌ও আপনাদের প্রিমিয়াম ফিল দেবে।”

এক্সক্লুসিভ : স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 এর ব‍্যাক প‍্যানেল হল লিক, এতে থাকবে ডুয়েল ক‍্যামেরা

এই ফোনে মোট ছয়টি ক‍্যামেরা সেন্সর আছে। ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 16 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর। দ্বিতীয় সেন্সরটি ডুয়েল পিক্সেল অটোফোকাস, ওআইএস সাপোর্টেড 12 মেগাপিক্সেলের। কোম্পানি এটি ভেরিয়েবল অ্যাপার্চারের সঙ্গে পেশ করেছে। এটি এফ/1.5 অ্যাপার্চার থেকে এফ/2.4 অ্যাপার্চার শুট করতে সক্ষম। তৃতীয় সেন্সরটি 2এক্স অপ্টিক‍্যাল জুম সাপোর্টেড টেলিফোটো সেন্সর।

ফোল্ডের ভেতরেও এফ/2.2 অ্যাপার্চারের 10 মেগাপিক্সেলের একটি সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে ফ্রন্ট প‍্যানেলে সেলফির জন্য ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি সেন্সর এফ/2.2 অ্যাপার্চারের 10 মেগাপিক্সেল। দ্বিতীয় সেন্সর এফ/1.9 অ্যাপার্চারযুক্ত আরজিবি সেন্সর যা ডেপ্থ সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে।

48 এমপি ট্রিপল রেয়ার ক‍্যামেরা, 32 এমপি পপ-আপ সেলফি ক‍্যামেরা, 6 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরির সঙ্গে লঞ্চ হল ভিভো ভি15 প্রো

এই ফোনে 12 জিবি র‍্যাম ও 512 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনটি 7 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 855 চিপসেটে রান করে। এতে এক সঙ্গে তিনটি অ্যাপে মাল্টিটাস্কিং করা সম্ভব। এছাড়া স‍্যামসাং গ‍্যালাক্সি ফোল্ডে দুটি আলাদা ব‍্যাটারী দেওয়া হয়েছে। দুটি ব‍্যাটারীর ক‍্যাপাসিটি মিলিয়ে মোট 4,380 এম‌এএইচ হয়। সাধারণত এত বেশি পরিমাণ ক‍্যাপাসীটিওয়ালা ব‍্যাটারী ট‍্যাবলেটে দেওয়া হয়, ফোনে নয়। এই দুটি আলাদা ব‍্যাটারী দুটি ডিসপ্লেকে পাওয়ার দেবে।

গ‍্যালাক্সি ফোল্ডের দাম 1,980 ডলার (প্রায় 1,40,693 টাকা) রাখা হয়েছে। এই ডিভাইস 26 এপ্রিল থেকে সেল হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here