প্রিমিয়াম ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ভারতে লঞ্চ হল Samsung Galaxy Z Fold 6, জেনে নিন দাম

Foldable Phones সম্পর্কে কথা উঠলে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভরসা স্যামসাঙকেই করে। কোম্পানি এবার ভারতে তাদের লেটেস্ট Samsung ​Galaxy Z Fold6 এবং Galaxy Z Flip6 স্মার্টফোন লঞ্চ করেছে। এই পোস্টে কোম্পানির Samsung Galaxy Z Fold 6 ফোনটি সম্পর্কে আলোচনা করা হল।

Samsung Galaxy Z Fold 6 ফোনের দাম

  • 12GB RAM + 256GB storage – 164,999 টাকা
  • 12GB RAM + 512GB storage – 176,999 টাকা
  • 12GB RAM + 1TB storage – 200,999 টাকা

ভারতের বাজারে Samsung Galaxy Z Fold 6 ফোনটি তিনটি স্টোরেজ মডেলে পেশ করা হয়েছে। এতে 12GB RAM এর সঙ্গে 256GB, 512GB এবং 1TB স্টোরেজ যোগ করা হয়েছে। এই তিনটি মডেলের দাম যথাক্রমে 164,999 টাকা, 176,999 টাকা এবং 200,999 টাকা।

  • Samsung Galaxy Z Fold 6 ফোনে দারুণ অফার দেওয়া হচ্ছে। এক্সচেঞ্জ হিসাবে পুরনো স্যামসাঙ ফ্ল্যাগশিপ ফোন দিলে কোম্পানির পক্ষ থেকে 15 হাজার টাকার বেনিফিট দেওয়া হবে।
  • স্যামসাঙ আপগ্রেড স্কিমের আওতায় গ্রাহকরা 8000 টাকা ডিসকাউন্ট পাবেন। এছাড়া ব্যাঙ্ক কার্ডের ক্ষেত্রেও 8000 টাকা ক্যাশব্যাক পাওয়া যাবে। তবে একজন গ্রাহক এই দুটির মধ্যে যে কোনো একটি অফারই উপভোগ করতে পারবেন।
  • মাত্র 999 টাকা বেশি দিয়ে 14,999 টাকা দামের রিপ্লেসমেন্ট প্যাক পাওয়া যাবে, যার মাধ্যমে ফোনের ডিসপ্লে বা যে কোনো মোবাইল পার্ট বছরে দুই বার বদলানো যাবে।
  • Samsung ​Galaxy Z Flip6 ফোনটি 9 মাসের নো কষ্ট ইএমআই এর মাধ্যমেও কেনা যাবে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ডিজাইন

Samsung Galaxy Z Fold 6 ফোনের সবচেয়ে বড় বিশেষত্ব এই ফোনের অসাধারণ ডিজাইন। এই ফোল্ডেবল ফোনে প্রিমিয়াম লুক রয়েছে। এই ফোনে Armor Aluminum 2 ফ্রেম রয়েছে এবং ফোনটির মেইল স্ক্রিন ও কভার ডিসপ্লে Corning Gorilla Glass Victus 2 দিয়ে প্রোতেক্ট করা হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি Galaxy Z সিরিজের সবচেয়ে ডিউরেবল স্মার্টফোন।

ফোল্ড করার পর Galaxy Z Fold6 ফোনের ডায়মেনশন 68.1 x 153.5 x 12.1 এমএম এবং আনফোল্ড করার পর ডায়মেনশন 132.6 x 153.5 x 5.6 এমএম। এই ফোনটির ওজন 239 গ্রাম। এই লেটেস্ট ফোল্ডেবল ফোনটি Silver Shadow, Pink ও Navy কালারে লঞ্চ করা হয়েছে, এছাড়া কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কিনলে Crafted Black ও White কালার মডেলও পাওয়া যাবে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ছবি

Samsung Galaxy Z Fold 6 ফোনের স্ক্রিন

প্রাইমারি ডিসপ্লে

Samsung Galaxy Z Fold 6 ফোনে 7.6-ইঞ্চির মেইন স্ক্রিন দেওয়া হয়েছে। 2160 x 1856 পিক্সেল রেজোলিউশন QXGA+ সহ এই স্ক্রিন Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং 120Hz রিফ্রেশ রেট ও 2600nits ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি এই স্ক্রিনের নাম রেখেছে Infinity Flex Display। ফোনটি ওপেন করার পর স্ক্রিনের আসপেক্ট রেশিও 20.9:18 হয়।

কভার ডিসপ্লে

Galaxy Z Fold 6 ফোনটি ফোল্ড করার পর 6.3-ইঞ্চির কভার ডিসপ্লে পাওয়া যায়, এটিকে সেকেন্ডারি ডিসপ্লেও বলা যায়। এই স্ক্রিনটিও 22.1:9 আসপেক্ট রেশিওযুক্ত Dynamic AMOLED 2X প্যানেল দিয়ে তৈরি এবং 2376 x 968 পিক্সেল HD+ রেজোলিউশন সাপোর্ট করে। এই স্ক্রিনেও 120Hz রিফ্রেশ রেট ও 2600nits ব্রাইটনেস রয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ক্যামেরা

রেয়ার ক্যামেরা

Samsung Galaxy Z Fold 6 ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 50MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 12MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 3X অপটিক্যাল জুম ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10MP টেলিফটো লেন্স দেওয়া হয়েছে। এই ফোনের রেয়ার ক্যামেরা সেটআপ 36˚ থেকে 123˚ FOV সাপোর্ট করে এবং OIS, Dual Pixel AF ও PDAF ফিচারযুক্ত।

ফ্রন্ট ক্যামেরা

Galaxy Z Fold 6 ফোনে দুটি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এর মধ্যে একটি সেন্সর স্ক্রিন ফোল্ড করলে সামনে আসে এবং অপরটি মাইন স্ক্রিনে অবস্থিত। জেনে অবাক হতে হয় যে প্রাইমারি ক্যামেরায় অবস্থিত সেন্সরটি বাইরে থেকে দেখা যায় না। এই সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত এবং 4MP ক্যামেরা সেন্সর। অন্যদিকে কভার স্ক্রিনে এফ/2.2 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 10MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের পারফরমেন্স

Samsung Galaxy Z Fold 6 ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং One UI 6.1.1 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এই ফোনে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 2.3 গিগাহার্টস থেকে 3.3 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত Qualcomm Snapdragon 8 Gen 3 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।

AI ফিচারযুক্ত এই প্রসেসর ওভার অল পারফরমেন্স উন্নত করার পাশাপাশি গ্রাফিক্সও ভালো করে। এতে আপগ্রেডেড ভেপার কুলিং চেম্বারও রয়েছে। Samsung Galaxy Z Fold6 ফোনে 12GB RAM দেওয়া হয়েছে। ভারতে এই ফোনটি 256GB, 512GB এবং 1TB স্টোরেজ সহ পেশ করা হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ব্যাটারি

পাওয়ার ব্যাকআপের জন্য Samsung Galaxy Z Fold 6 ফোনে 4,400mAh রয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং টেকনোলজি যোগ করা হয়েছে। কোম্পানির বক্তন্য অনুযায়ী এই ফোনটি মাত্র 30 মিনিটের মধ্যে 50% চার্জ হতে সক্ষম। Galaxy Z Fold 6 ফোনে Fast Wireless Charging 2.0 টেকনোলজিও দেওয়া হয়েছে।

Samsung Galaxy Z Fold 6 ফোনের ফিচার

  • Samsung Galaxy Z Fold 6 ফোনটিকে জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP48 রেটিং দেওয়া হয়েছে।
  • কানেক্টিভিটি ফিচার হিসাবে এতে 5G ও LTE এর পাশাপাশি Wi-Fi 6E এবং Bluetooth 5.3 রয়েছে।
  • সিকিউরিটির জন্য এতে রয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।
  • প্রাইভেসিকে আরও জোরদার করার জন্য এই ফোনে Samsung Knox এবং Samsung Knox Vault যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here