এক্সক্লুসিভ : 4ঠা নভেম্বর ভারতে লঞ্চ হবে স‍্যামসাঙের 4 ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9

এই মাসের প্রথম দিকে স‍্যামসাং তাদের চার ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন গ‍্যালাক্সি এ9 মালয়েশিয়ায় লঞ্চ করে। কোম্পানি তখনই জানিয়ে দিয়েছিল ফোনটি খুব তাড়াতাড়ি ভারতসহ অন‍্যান‍্য দেশে আনা হবে। তবে তখন ফোনটির লঞ্চ ডেট না জানালেও এখন 91মোবাইলস একটি এক্সক্লুসিভ খবরের মাধ্যমে জানতে পেয়েছে যেখান থেকে জানা গেছে ফোনটি আগামী 4ঠা নভেম্বর ভারতে পেশ করা হবে। তবে এবিষয়ে কোনো অফিসিয়াল ঘোষণা করা হয়নি, বিভিন্ন রিটেইল সোর্স থেকে এই খবর পাওয়া গেছে। ফোনটি আগামী 24শে অক্টোবর চীনে এ9এস নামে লঞ্চ করা হবে এবং তার কিছু দিন পর ফোনটি ভারতে আসতে চলেছে।

91মোবাইলস এই খবরটি পাওয়ার পর বিভিন্ন রিটেইলারের থেকে খোঁজ খবর নেয় এবং দিল্লি ও হরিয়ানার রিটেইলারদের বক্তব্য অনুযায়ী স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 ফোনটি নভেম্বরের প্রথম সপ্তাহে এদেশে লঞ্চ করা হবে। রাজস্থানের স‍্যামসাং রিটেইলাররা বলেছেন ফোনটি 4ঠা নভেম্বর ভারতে আসবে। কোম্পানি ফোনটি দীপাবলির আগেই লঞ্চ করার প্ল‍্যান করছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ চারটি রেয়ার ক‍্যামেরা সেন্সর আছে। কোম্পানি এতে 24 মেগাপিক্সেল + 5 মেগাপিক্সেল + 8 মেগাপিক্সেল + 10 মেগাপিক্সেলের সেন্সর যোগ করেছে। সেলফির জন্য এতে 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সেন্সর আছে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 6.3 ইঞ্চির 1080 × 2280 পিক্সেল রেজলিউশনযুক্ত সুপার এমোলেড স্ক্রিন দিয়েছে। ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে এবং এর 6 জিবি ও 8 জিবির দুটি মেমরি ভেরিয়েন্ট আছে। দুটি ভেরিয়েন্টেই 128 জিবির ইন্টারনাল মেমরি পাওয়া যাবে। এতে এক্সপেন্ডেবল মেমরি সাপোর্ট করে এবং 512 জিবি পর্যন্ত মেমরি কার্ড ব‍্যবহার করা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এ 3,800 এম‌এএইচ ব‍্যাটারী দেওয়া হয়েছে। এর সঙ্গে কুইক চার্জ 2.0 সাপোর্ট করে যা অত্যন্ত কম সময়ের মধ্যে ফোন চার্জ করতে সক্ষম। এতে ফেস রেকগনেশন সাপোর্ট করে এবং এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর‌ও দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here