Samsung Galaxy A9 এর দাম কমানো হলো 8,000 টাকা, পাওয়া যাবে মাত্র 24,990 টাকার বিনিময়ে

কয়েক দিন আগে স‍্যামসাং তাদের তিনটি ও চারটি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন Samsung Galaxy A7 ও Samsung Galaxy A9 এর দাম কমিয়েছিল। আজ আরও একবার ফোনগুলির দামে বড়ো চাড় দেওয়া হচ্ছে। কোম্পানি আজ Samsung Galaxy A9 এর দামে 8,000 টাকার ছাড় দিচ্ছে এবং Samsung Galaxy A7 এর দামে ছাড় দেওয়া হচ্ছে 3,000 টাকার। এই ছাড়ের পর কোম্পানির 8 জিবি র‍্যাম ও তিনটি ক‍্যামেরা সেন্সর‌ওয়ালা স্মার্টফোন Samsung Galaxy A9 মাত্র 24,990 টাকার বিনিময়ে কেনা যাবে।

48 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে 28 মে লঞ্চ হবে Redmi K20 স্মার্টফোন, জেনে নিন ডিটেইলস

এই এক্সক্লুসিভ খবর আমরা অফলাইন রিটেইল স্টোর থেকে পেয়েছি। দিল্লি নজফগড়ে অবস্থিত মনোজ টেলিকমের সঞ্জয় গোস্বামী আমাদের জানিয়েছেন, “কোম্পানি আজ থেকে Samsung Galaxy A9 ও Samsung Galaxy A7 এর দামে ইনস্ট‍্যান্ট ক‍্যাশব‍্যাক স্কীম চালু করেছে। এই স্কীমে A9 মডেলে প্রায় 8,000 টাকার ছাড় পাওয়া যাবে এবং A7 মডেলে পাওয়া যাবে 3,000 টাকার ছাড়। এই প্রাইস কাটের পর Samsung Galaxy A9 এর 8 জিবি র‍্যাম মডেল 24,990 টাকার বিনিময়ে কেনা যাবে। ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট পাওয়া যাবে মাত্র 22,990 টাকার বিনিময়ে।

তিনি আরও বলেন, “Samsung Galaxy A7 এর দামে কোম্পানি আগে যে ডিসকাউন্ট দিচ্ছিল এখনও সেই অফার আছে। Samsung Galaxy A7 এর 4 জিবি র‍্যাম মডেল 15,990 টাকার বিনিময়ে কেনা যাবে। ফোনটির 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট কেনার জন্য মাত্র 19,990 টাকা দাম দিতে হবে। আপাতত এই অফার মে মাস পর্যন্ত আছে, তবে কোম্পানি অফারের ভ‍্যালিডিটি বাড়ালেও বাড়াতে পারে।”

ফ্লিপকার্টে সেল করা হবে Oppo Reno, ভারতে লঞ্চ হবে 28 মে

Samsung Galaxy A9 চারটি রেয়ার ক‍্যামেরার সঙ্গে পেশ করা বিশ্বের প্রথম স্মার্টফোন। গত কয়েক মাসে ফোনটির দাম অনেক কমিয়ে দেওয়া হয়েছে। Samsung Galaxy A9 এর 6 জিবি র‍্যাম ভেরিয়েন্ট ভারতে 36,990 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। লঞ্চের সময় ফোনটির 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম ছিল 39,990 টাকা। এখনও পর্যন্ত ফোনটির দাম প্রায় 15,000 টাকা কমানো হয়েছে।

স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ9 এর ব‍্যাক প‍্যানেলে 4 রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। এতে এফ/1.7 অ্যাপার্চারযুক্ত 24 মেগাপিক্সেলের আইওএস সেন্সর, এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 10 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। এতে সেলফির জন্য এফ/2.0 অ্যাপার্চারের 24 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

পপ-আপ সেলফি ক‍্যামেরার সঙ্গে ভারতে আসতে চলেছে Realme X, দাম হবে 18 হাজার টাকার‌ও কম

এই ফোনটি 18.5:9 আসপেক্ট রেশিওযুক্ত ইনফিনিটি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হয়েছে এবং এতে 1080 × 2280 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.3 ইঞ্চির সুপার এমোলেড স্ক্রিন দেওয়া হয়েছে। স‍্যামসাঙের এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 660 চিপসেটে রান করে এবং পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,800 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এতে কুইক চার্জ 2.0 টেকনিক দেওয়া হয়েছে যা ফোনকে অত‍্যন্ত কম সময়ে চার্জ করতে সক্ষম। ফোনে ফেস রেকগনেশন টেকনিক ছাড়াও এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেওয়া হয়েছে। ভারতে গ‍্যালাক্সি এ9 লেমনেড ব্লু, বাবলগাম পিঙ্ক ও ক‍্যাভিয়ার ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here