নতুন বছরে ধামাকা করতে আসছে Samsung Galaxy A72 5G, দেখে নিন ডিজাইন

স‍্যামসাং তাদের প্রিমিয়াম মিড রেঞ্জ স্মার্টফোন পোর্টফোলিও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নতুন ফোন Samsung Galaxy A72 5G লঞ্চ করার পরিকল্পনা করছে। এই ফোনটি কোম্পানির বিখ্যাত গ‍্যালাক্সি এ71 ফোনটির আপগ্ৰেডেড ভার্সন হবে যা এই বছর পেশ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কোম্পানি তাদের আগামী Samsung Galaxy A72 5G ফোনটি সম্পর্কে কিছু জানায়নি। এবার OnLeaks প্রসিদ্ধ Steve Hemmerstoffer এর সঙ্গে হাত মিলিয়ে ফোনটির রেন্ডার জারি করেছে। এই রেন্ডার থেকে কোম্পানির আগামী ফোনের ফুল ডিজাইন সম্পর্কে জানা গেছে। ডিজাইনের দিক থেকে ফোনটি অনেকটাই Samsung Galaxy A52 5G এর মতো দেখতে।

আরও পড়ুন: এইসব ফোনে আর চলবে না WhatsApp, দেখে নিন লিস্টে আপনার ফোন আছে কি না

রেন্ডার অনুযায়ী Samsung Galaxy A72 5G এর ফ্রন্ট প‍্যানেলে মাঝ বরাবর সেলফি ক‍্যামেরাসহ পাঞ্চ হোল কাট‌আউট থাকবে। এই ফোনে স্লিম বেজলের সঙ্গে ফ্ল‍্যাট স্ক্রিন দেখা যাবে। এছাড়া এই ফোনের ব‍্যাক প‍্যানেলে স‍্যামসাঙের ব্র‍্যান্ডিঙের পাশে একটি এল‌ইডি ফ্ল‍্যাশ ও চারটি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড ক‍্যামেরা সেট‌আপ থাকবে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন অবস্থিত। এক‌ইভাবে ফোনের নিচের প‍্যানেলে 3.5 এম‌এম অডিও জ‍্যাক, স্পীকার গ্রিল, মাইক্রোফোন ও ইউএসবি টাইপ সি পোর্ট দেওয়া হবে। এই ফোনের ওপরের প‍্যানেলে সিম ট্রের স্থান দেওয়া হয়েছে।

Samsung Galaxy A72 5G এর ব‍্যাক প‍্যানেলে প‍্যাটার্ন ডিজাইন ও প্লাস্টিক দিয়ে তৈরি গ্লাস ব‍্যাক প‍্যানেল থাকবে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখা যায়নি, যার ফলে ধারণা করা হচ্ছে এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার দেখা যাবে।

আরও পড়ুন: Realme আনছে Narzo সিরিজের স্মার্টফোন, আগামী মাসে লঞ্চ হবে Realme Narzo 30 ও Narzo 30 Pro

এখনও পর্যন্ত Samsung Galaxy A72 5G সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে কিছু রিপোর্টে বলা হয়েছে এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 700 সিরিজের কোনো চিপসেটে রান করতে পারে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম ও ওয়ান ইউআই কাস্টম স্কিনে কাজ করবে এবং হাই রিফ্রেশরেটসহ এম‌ওএল‌ইডি ডিসপ্লের সঙ্গে পেশ করা হবে। আশা করা হচ্ছে 2021 সালের প্রথম ছয় মাসের মধ্যে Samsung Galaxy A72 5G ফোনটি লঞ্চ করা হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

      

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here