8 জিবি র‍্যাম ও 64 মেগাপিক্সেল রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Samsung Galaxy A71, জেনে নিন সেলের তারিখ

আমরা এর আগে Samsung Galaxy A71 সম্পর্কে বেশ কিছু এক্সক্লুসিভ রিপোর্ট পেশ করেছি। কিন্তু এবার কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি অফিসিয়ালি ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে। মনে করিয়ে দিই কোম্পানি এর আগে গত বছর ডিসেম্বর মাসে ভিয়েতনামে Samsung Galaxy A51 এর সঙ্গে Galaxy A71 ও লঞ্চ করেছিল। অন‍্যদিকে আগামী 25 ফেব্রুয়ারি স‍্যামসাং ভারতে তাদের ‘গ‍্যালাক্সি এম’ সিরিজে স‍্যামসাং গ‍্যালাক্সি এম31 ফোনটি লঞ্চ করবে।

আরও পড়ুন: iQOO নয়, বরং Realme লঞ্চ করবে ভারতের প্রথম 5G ফোন, 24 ফেব্রুয়ারি লঞ্চ হবে Realme X50 Pro

দাম

আরও একবার আমাদের তথ্য সত্য প্রমাণিত হল। কোম্পানি ভারতীয় মার্কেটে Samsung Galaxy A71 ফোনটি 29,999 টাকা দামে লঞ্চ করেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনটি Prism Crush Silver, Blue ও Black কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আগামী 24 ফেব্রুয়ারি থেকে Samsung Galaxy A71 ফোনটি সমস্ত রিটেইল স্টোর, স‍্যামসাং অপেরা হাউস, স‍্যামসাং ই-শপিংসহ সমস্ত বড় ই-কমার্স ওয়েবসাইটে সেল করা হবে। ভারতে এই ফোনটির শুধুমাত্র 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট‌ই লঞ্চ করা হয়েছে।

স্পেসিফিকেশন

কোম্পানি তাদের Samsung Galaxy A71 ফোনটি 20:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করেছে যা 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ও ডিসপ্লেযুক্ত। এর সঙ্গে এই ফোনে প্রসেসিঙের জন্য অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 এস‌ওসি আছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেমে কাজ করে। ভারতে Samsung Galaxy A71 ফোনটি 8 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজযুক্ত একটি মাত্র ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: দাম কমল Redmi Note 8 Pro এর, মাত্র 13,999 টাকা দামে পাওয়া যাবে 6 জিবি র‍্যাম, 64 মেগাপিক্সেল ক‍্যামেরা ও 4,500 এম‌এএইচ ব‍্যাটারী

ফোটোগ্ৰাফির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের। এর সঙ্গে এই ফোনে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর এবং এফ/2.4 অ্যাপার্চারের‌ ক্ষমতাসম্পন্ন একটি 5 মেগাপিক্সেলের‌ই ম‍্যাক্রো লেন্স আছে। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে Samsung Galaxy A71 এ 4জি ভোএলটিই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস/ এ-জিপিএস ও ইউএসবি টাইপ সি পোর্ট আছে। সিকিউরিটির জন্য এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক‍্যানার আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Samsung Galaxy A71 এ 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here