ট্রিপল রেয়ার ক‍্যামেরার সঙ্গে স‍্যামসাং গ‍্যালাক্সি এ7 লঞ্চ, জেনে নিন এই দুর্দান্ত ফোনটি সম্পর্কে সব কিছু

অনেক দিন ধরে শোনা যাচ্ছে স‍্যামসাং এমন এক ফোনের ওপর কাজ করছে যার ব‍্যাক প‍্যানেলে তিনটি ক‍্যামেরা সেন্সর থাকবে। টেক জগতকে চমক দিয়ে স‍্যামসাং এই ফোনটি সম্পর্কে ঘোষণা করেছে। এই প্রথম স‍্যামসাং তিনটি ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করল। কোম্পানি এই ফোনটিকে গ‍্যালাক্সি এ7 (2018) নামে আন্তর্জাতিক বাজারে লঞ্চ করেছে। ফোনটি শুধুমাত্র লুক ও ডিজাইনের দিক থেকেই আকর্ষণীয় নয় বরং এর অসাধারন স্পেসিফিকেশন বিভিন্ন ফ্ল‍্যাগশিপ স্মার্টফোনকে কড়া টক্কর দিতে সক্ষম।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ7 (2018) সবচেয়ে বড় বিশেষত্ব এর ফোটোগ্ৰাফি সেগমেন্ট। ফোনটির স্পেসিফিকেশনের বর্ণনা এর ক‍্যামেরা ডিটেইলস দিয়ে শুরু করলে প্রথমেই বলতে হয় ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরে ডানদিকে ভার্টিক‍্যাল শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ক‍্যামেরা সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া হয়েছে। তিনটি সেন্সরের প্রথমটি 24 মেগাপিক্সেলের এবং এটি এফ/1.7 অ্যাপার্চার সাপোর্ট করে। এক‌ই ভাবে এফ/2.2 অ্যাপার্চারের 5 মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর ও এফ/2.4 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর ব‍্যাক প‍্যানেলে দেওয়া হয়েছে।

গ‍্যালাক্সি এ7 (2018) এর ফ্রন্ট প‍্যানেলে বেজল লেস ডিসপ্লে দেওয়া হয়েছে যার ফ্রন্ট প‍্যানেলে কোনো ফিজিক্যাল বাটন নেই। এই ফোনে 6.0 ইঞ্চির ফুল এইচডি+ সুপার এমোলেড ডিসপ্লে সাপোর্ট করে এবং ফ্রন্ট প‍্যানেলে 24 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা আছে। স‍্যামসাং তাদের এই ফোন অ্যান্ড্রয়েড অরিওর সঙ্গে পেশ করেছে যা 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে রান করে। কোম্পানি গ‍্যালাক্সি এ7 (2018) ফোনটি বিভিন্ন মার্কেটে আলাদা আলাদা চিপসেটের সঙ্গে লঞ্চ করবে। এতে স‍্যামসাঙের এক্সনোস বা কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন চিপসেট দেখা যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ7 (2018) ফোনটিতে কোম্পানি 6 জিবি ও 4 জিবি র‍্যামের সঙ্গে পেশ করেছে এবং এটি 64 জিবি ও 128 জিবি মেমরি ভেরিয়েন্টে লঞ্চ হবে। ভারতীয় মার্কেটে ফোনটি 6 জিবি র‍্যাম/128 জিবি মেমরি, 4 জিবি র‍্যাম/128 জিবি মেমরি বা 4 জিবি র‍্যাম/64 জিবি মেমরি ভেরিয়েন্টে আগামী সময়ে সেল করা হতে পারে। স‍্যামসাং শুধুমাত্র 64 জিবি মেমরি ভেরিয়েন্টে এক্সটারনাল কার্ড সাপোর্ট ফিচার দিতে পারে।

গ‍্যালাক্সি এ7 (2018) একটি ডুয়েল সিম 4জি ফোন যা এন‌এফসি ফিচারের সঙ্গে সবরকম বেসিক কানেক্টিভিটি সাপোর্ট করে। সিকিউরিটির জন্য এর সাইড প‍্যানেলে দেওয়া পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 3,300 এম‌এএইচ ব‍্যাটারী আছে। স‍্যামসাঙের এই দুর্দান্ত ফোনটি ব্লু, ব্ল‍্যাক,।গোল্ড ও পিঙ্ক কালার ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। ভারতে খুব তাড়াতাড়ি ফোনটি লঞ্চ করে দেওয়া হবে এবং ভারতে ফোনটির প্রাথমিক দাম 28,000 টাকা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here