Samsung লঞ্চ করলো নতুন আর পাওয়ারফুল 5G ফোন Galaxy A52s, চিনি ব্র‍্যান্ড গুলির এবার চিন্তা বাড়বে

বহু লিক আর খবরে ছেয়ে থাকার পরে আজকে শেষমেশ কোরিয়ান কোম্পানি স‍্যামসাং এর বহু প্রতিক্ষিত স্মার্টফোন Samsung Galaxy A52s টেক মঞ্চে অফিসিয়ালি লঞ্চ হলো। স‍্যামসাং নিজের এই নতুন ফোনটিকে গ্লোবাল মার্কেটে পেশ করে ইউরোপিয়ান বাজারে আনা হয়েছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোন 8GB RAM, Snapdragon 778G চিপসেট, 64MP কোয়াড রেয়ার আর 32MP Selfie Camera এর সাথে মার্কেটে এন্ট্রি নিয়েছে যা পাওয়ারফুল স্পেসিফিকেশন্সের সাথে অসাধারন লুক যুক্ত।

ওয়ানপ্লাস করলো নতুন স্মার্টফোন OnePlus 9T এর প্রস্তুতি, টুইট করে এই মোবাইলের তথ্য জানালো, দেখুন কবে হবে লঞ্চ

Samsung Galaxy A52s 5G এর প্রাইস

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। ফোনের বেস ভেরিয়েন্ট যেখানে 6 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে 128 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে আবার বড়ো ভেরিয়েন্টে 8 জিবি র‍্যাম মেমোরি‌র সাথে 256 জিবির ইন্টারনাল স্টোরেজ দেওয়া আছে। Samsung Galaxy A52s 5G ফোনের 6GB RAM + 128GB Storage £410 (প্রায় 41,500 টাকা) দামে লঞ্চ হয়েছে। আবার 8GB RAM + 256GB ভেরিয়েন্টে‌র প্রাইস এখানো সামনে আসেনি, গ্লোবাল মার্কেটে এই ফোনটি 3 সেপ্টেম্বরে Awesome Black, Awesome White, Awesome Violet আর Awesome Mint কালারে কেনা যাবে।

Samsung Galaxy A52s 5G এর স্পেসিফিকেশন্স

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি এর ডিসপ্লে ডিজাইন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে 1080 × 2400 পিক্সেল রেজল্যুশন এর 6.5 ইঞ্চির ফুল‌এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে যা 120হার্টস রিফ্রেশরেট সাপোর্ট করে। স‍্যামসাং নিজের ফোনটিকে অন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টেকনিক যুক্ত করে বাজারে এনেছে। এই ফোনটি IP67 রেটেড যা এটিকে ওয়াটার এবং ডাস্ট প্রুফ বানায়। আবার Samsung Galaxy A52s 5G ফোনের ডায়মেনশান 159.9 × 75.1 × 8.4মিমি আর ওজন 189 গ্রাম।

Hoichoi নাকি Addatimes? কোন প্ল‍্যাটফর্মের সাবস্ক্রিপশন বেশি সস্তা?

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি এর প্রসেসিং ইউনিট

Samsung Galaxy A52s 5G ফোনটিকে কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হয়েছে যা স‍্যামসাং ওয়ান‌ইউআই 3 এর সাথে কাজ করে। আবার প্রসেসিং এর জন্য এই ফোনে অক্টাকোর প্রসেসরে‌র সাথে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 778জি চিপসেট দেওয়া আছে। গ্রাফিক্সের জন্য এই ফোনটি অ্যাড্রিনো 642এল জিপিইউ সাপোর্ট করে। গ্লোবাল মার্কেটে এই স‍্যামসাং এর ফোনটি 6GB RAM + 128GB storage আর 8GB RAM + 256GB storage এর সাথে এন্ট্রি নিয়েছে। দুটি ভেরিয়েন্টে স্টোরেজ 1টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি এর ক‍্যামেরা সেগ্মেন্ট

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে স‍্যামসাং গ‍্যালাক্সি 5জি ফোনটি কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে ওআইএস ফিচার আর এফ/1.8 অ্যাপার্চারের 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে। এর সাথেই এই ফোনটি এফ/2.2 অ্যাপার্চারের 12 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, এফ/2.4 অ্যাপার্চারের ম‍্যাক্রো লেন্স আর 5 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর সাপোর্ট করে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে থাকা হোলে একটি এফ/2.2 অ্যাপার্চারের 32 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

18GB RAM আর 6,000mAh Battery এর শক্তি‌র সাথে লঞ্চ হলো শক্তিশালী গেমিং ফোন ASUS ROG Phone 5S

স‍্যামসাং গ‍্যালাক্সি এ52এস 5জি এর ব‍্যাটারী আর কানেক্টিভিটি ফিচার

Samsung Galaxy A52s 5G ফোনে Samsung Pay আর Samsung Knox এর সাথেই ডল্বি অ্যাটমোস সাপোর্ট আর স্টিরিও স্পীকার দেওয়া আছে। আবার ডুয়াল মোড 5জি এবং বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনটিকে 4,500এম‌এএইচের ব‍্যাটারী যুক্ত করা হয়েছে। ফোনটি‌কে দ্রুত চার্জ করার জন্য স‍্যামসাং নিজের নতুন মোবাইল‌টিকে 25ওয়াট ফাস্ট চার্জিঙের সাথে বাজারে এনেছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here