5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম

Samsung Galaxy A32 4G স্মার্টফোন 5 মার্চ ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। সামনে আসা তথ্য অনুযায়ী কোম্পানি ওই দিন থেকেই ফোন বিক্রি করা শুরু করে দেবে। লঞ্চের আগে স‍্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট এ ফোনটির জন্য মাইক্রোসাইট তৈরী করা হয়েছে, যেখানে ফোনের কিছু ফিচার্স আর লঞ্চ ডেট সম্বন্ধিত তথ‍্য দেখা যাচ্ছে। ইন্ডিয়ার আগে অন‍্যান‍্য অনেক দেশেই ফোনটির 4g এবং 5g দুটি ভেরিয়েন্টেই লঞ্চ হয়ে গেছে। দুটো ভেরিয়েন্টেই 5000mah এর ব‍্যাটারি দেওয়া আছে যা 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কিন্তু প্রধান ক‍্যামেরা আর প্রসেসর দুটি ফোনেই আলাদা। এখন ফোনের ইন্ডিয়া লঞ্চের আগে ইন্ডিয়ার ফেমাস লিকস্টার ইশান অগ্রবাল ফোনের দাম জানিয়ে দিয়েছে। আসুন আপনাকে সেই সম্পর্কিত তথ্য জানাই।

আরও পড়ুন: আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী

Galaxy A32 4G এর দাম কত হতে পারে?

টিপস্টার এর তথ্য অনুযায়ী Samsung Galaxy A32 4G কে ইন্ডিয়াতে 21,999 টাকায় বিক্রি করা হবে। এই দাম ফোনের 6GB র‍্যাম আর 128GB ইন্টারনাল স্টোরেজের হবে। এছাড়া এখনো কোনো তথ্য নেই ফোনটিকে আর কোনো র‍্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হবে কিনা।

স্পেসিফিকেশন্স

Samsung Galaxy A32 4G তে 6.4-ইঞ্চির FHD + AMOLED ডিসপ্লের সাথে ওয়াটারড্রপ নচ আর 90Hz রিফ্রেশ রেট থাকবে। এছাড়া ফোনে 800 নিট পিক ব্রাইটনেস আর গোরিলা গ্লাস 5 প্রোটৈকশন‌ও দেওয়া থাকবে। Samsung Galaxy A32 4G মিডিয়াটেক হেলিয়ো G80 চিপসেটের সাথে 8GB পর্যন্ত র‍্যাম এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকবে। এখনো এটা স্পষ্ট নেই যে ভারতে 8GB র‍্যাম ছাড়া অন্য কোনো বিকল্প উপলব্ধ হবে কিনা। ফোনটি এন্ড্রয়েড 11 এ তৈরি ইউআই এ কাজ করবে।

আরও পড়ুন: ব্র‍্যান্ডের প্রথম 5G স্মার্টফোন হতে চলেছে POCO F3, সুন্দর স্পেসিফিকেশনের সঙ্গে ভারতে হবে লঞ্চ

কানেক্টিভিটি অপশন হিসেবে ফোনে 4 জি এলটিই, ব্লুটুথ 5.0, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট থাকবে। এছাড়া হ‍্যান্ডসেটটিতে ডল্বি অ্যাটমোস সাপোর্ট করে এবং এর সাইজ 73.6 × 158.9 × 8.4 মিমগ, আর এর ওজন 184 গ্রাম।

অপূর্ব ক‍্যামেরা

ফোটোগ্রাফির জন্য Samsung Galaxy A32 তে কোয়াড ক‍্যামেরা রিয়ারে থাকবে। এই ফোনের ক‍্যামেরা সেটাপ সম্পর্কে কথা হলে এতে 64MP (f/1.8 এপার্চার) প্রাইমারি সেন্সর, 8MP (f/2.2 এপার্চার) আল্ট্রাওয়াইড লেন্স, 5MP (f/2.2 এপার্চার) ডেপ্থ সেন্সর আর 5MP (f/2.4 এপার্চার) ম‍্যাক্রো লেন্স থাকবে। এছাড়া ফোনে সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য 20MP এর ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here