স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 ভারতে হল লঞ্চ, এই দুর্দান্ত ফোনটি দেবে শাওমি নোট 7 প্রোকে টক্কর

স‍্যামসাং গত মাসে আন্তর্জাতিক মঞ্চে তাদের গ‍্যালাক্সি এ সিরিজের ফোনের সংখ্যা বাড়িয়ে লো বাজেট স্মার্টফোন গ‍্যালাক্সি এ20 লঞ্চ করে। স‍্যামসাং ফোনটি রাশিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছিল যা এবার ফোনটি ভারতেও চলে এসেছে। স‍্যামসাঙের পক্ষ থেকে গ‍্যালাক্সি এ20 আজ ভারতে লঞ্চ করা হয়েছে। গ‍্যালাক্সি এ20 এবছর ভারতে লঞ্চ করা চতুর্থ “গ‍্যালাক্সি এ” সিরিজের স্মার্টফোন। ইনফিনিটি ভি শেপের সঙ্গে ফোনটি আকর্ষণীয় লুকের সঙ্গে সঙ্গে লো বাজেটে যথেষ্ট ভালো স্পেসিফিকেশন‌ও দেয়।

শুধু ট্রেনে নয়, এবার প্লেনেও পাওয়া যাবে সিমলেস ওয়াইফাই পরিষেবা

দাম
গ‍্যালাক্সি এ20 ভারতে একটি ভেরিয়েন্টেই লঞ্চ করা হয়েছে। কোম্পানি ফোনটির দাম 12,490 টাকা রেখেছে। স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 ফোনটি অনলাইন প্ল‍্যাটফর্মের সঙ্গে অফলাইন স্টোরেও লঞ্চ করেছে। ফোনটির সেল আগামী 8 এপ্রিল থেকে শুরু হবে। গ‍্যালাক্সি এ20 ফোনটি রেড, ব্লু ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।

লুক
গ‍্যালাক্সি এ20 স‍্যামসাঙের পক্ষ থেকে পলিকার্বনেট বডির সঙ্গে ইনফিনিটি ইউ ডিসপ্লেসহ লঞ্চ করা হয়েছে। ফ্রন্ট প‍্যানেল দেখে ফোনটি অনেকটাই গ‍্যালাক্সি এ10 বা গ‍্যালাক্সি এ30 এর মতো দেখতে লাগে। ডিসপ্লের ওপর ছোট ইউ শেপের নচ দেওয়া হয়েছে যা মধ্যে সেলফি ক‍্যামেরা আছে। ডিসপ্লে তিন দিক থেকে বেজল লেস হলেও নিচের দিকে হালকা বডি পার্ট আছে। নচের ওপরে স্পীকার আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে বাঁদিকে ভার্টিক‍্যাল শেপে ডুয়েল ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে। ইউএসবি ও অডিও জ‍্যাক ফোনের নিচের প‍্যানেলে দেওয়া হয়েছে।

পাবজি খেলতে বাধা দেওয়ায় গলায় দড়ি দিল 16 বছরের ছেলে

স্পেসিফিকেশন
স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 ফোনটি 720 × 1560 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.4 ইঞ্চির এইচডি+ সুপার এমোলেড ইনফিনিটি ভি ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। গ‍্যালাক্সি এ20 অ্যান্ড্রয়েডের লেটেস্ট ওএস অ্যান্ড্রয়েড 9.0 পাইসহ স‍্যামসাং ওয়ান ইউআইয়ের সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 1.8 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত অক্টাকোর প্রসেসরের সঙ্গে এক্সনস 7884 চিপসেটে রান করে।

রাশিয়ায় ফোনটি 3 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ করা হয়েছে। এতে 32 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। ফোটোগ্ৰাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সঙ্গে এফ/1.9 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি ও এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে এফ/2.0 অ্যাপার্চারযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা আছে।

এপ্রিলে ভারতে লঞ্চ হবে এই 9টি দুর্দান্ত স্মার্টফোন

স‍্যামসাং গ‍্যালাক্সি এ20 একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম ফোন। এতে বেসিক কানেক্টিভিটির সঙ্গে সিকিউরিটির জন্য ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সঙ্গে এতে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। গ‍্যালাক্সি এ20 তে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here