Samsung লো বাজেটে লঞ্চ করলো Galaxy A12 Nacho, এতে 5,000mAh ব‍্যাটারী, 48MP রেয়ার ক‍্যামেরা আছে

সাউথ কোরিয়ার ইলেকট্রনিক কোম্পানি স‍্যামসাং আজকে ইউরোপীয় বাজারে নিজের Galaxy A সিরিজের বিস্তার করতে Galaxy A12 Nacho স্মার্টফোনে‌র লঞ্চ করলো। এই ফোনটি কোম্পানির Galaxy A12 এর মতোই। অথচ কোম্পানি Galaxy A12 Nacho তে আলাদা চিপসেট দিয়েছে। এছাড়া দুটি ফোনে বিশেষ কোনো পার্থক্য নেই। ডিভাইসটি প্রায় অনেকটাই গ‍্যালাক্সি এ12 এর মতোই দেখতে। আসুন আগে আপনাকে Galaxy A112 Nacho ফোনের দাম আর বাকি স্পেসিফিকেশন্স সম্পর্কে তথ্য জানাই।

ডিজাইন

Samsung Galaxy A12 Nacho স্মার্টফোন‌কে কোম্পানির পক্ষ থেকে ওয়াটারড্রপ নচ ডিজাইনে লঞ্চ করা হয়েছে। ডিসপ্লের তিন দিকে যেখানে বেজলস যুক্ত আবার নিচের দিকে চ‌ওড়া চিন পার্ট আছে। ফোনের ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে যা উপরের দিকে বাঁ দিকে আর স্কোয়ার শেপের মধ্যে আছে। এই সেট‌আপের ঠিক নিচে ফ্ল‍্যাশ লাইট দেওয়া আছে। ফোনের ডান দিকের প‍্যানেলে ভলিউম বাটন আর পাওয়ার বাটন এম্বেডেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে। এভাবেই লোয়ার প‍্যানেলে ইউএসবি পোর্ট আর 3.5মিমি জ‍্যাক আছে।

স্পেসিফিকেশন্স

Samsung Galaxy A12 কে কোম্পানির পক্ষ থেকে 720 × 1500 পিক্সেল রেজুলেশনের 6.5 ইঞ্চির এইচডি+ টিএফটি ইনফিনিটি ‘ভি’ ডিসপ্লেতে লঞ্চ করা হয়েছে। এছাড়া ফোনের ডিসপ্লে 720×1,600 pixels আর 20:9 আস্পেক্ট রেশিওর সাথে কাজ করে। এছাড়া স্মার্টফোনটি Exynos 850 chipset এর সাথে বাজারে বিক্রি হবে। এর সাথেই ফোনের স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Samsung Galaxy A12 এ পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 15 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিক যুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে। এছাড়া ফোনটি ডুয়াল সিম সাপোর্টের সাথে আসে যা 4জি ভোএলটিই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচারের সাথে সিকিউরিটির জন্য যেখানে ফোনে সাইড প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে।

ফোটোগ্রাফি সেগ্মেন্টে‌র কথা বললে Samsung Galaxy A12 কোয়াড রেয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সাথে 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ সেন্সর আছে। এইভাবেই সেল্ফি আর ভিডিও কলিঙের জন্য এই ফোনটি 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা সাপোর্ট করে।

প্রাইস

স‍্যামসাং গ‍্যালাক্সি এ12 নাচো চারটি কালার অপশন- ব্লু, ব্ল‍্যাক, রেড আর হোয়াইটে আসে। রুসে 4GB র‍্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজের দাম RUB 11,990 (প্রায় 12,000 টাকা) আর এছাড়া 4GB র‍্যাম এবং 64GB স্টোরেজ মডেলের দাম RUB 13,990 (14,000 টাকা)।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here