Home খবর গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Samsung Galaxy A06 স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Helio SoC

গীকবেঞ্চ সাইটে লিস্টেড হল Samsung Galaxy A06 স্মার্টফোন, পাওয়া যাবে MediaTek Helio SoC

রিপোর্ট অনুযায়ী আগামী কয়েক মাসের মধ্যে সাউথ কোরিয়ার ইলেক্ট্রনিক কোম্পানি স্যামসাঙ তাদের Samsung Galaxy A06 স্মার্টফোন লঞ্চ করতে পারে। জানিয়ে রাখি Galaxy A06 ফোনটি গত বছর লঞ্চ হওয়া গ্যালাক্সি A05 ফোনের আপগ্রেড ভার্সন এবং এটি একটি এন্ট্রি লেবল স্মার্টফোন হতে চলেছে। এবার গীকবেঞ্চ বেঞ্চমার্ক ডেটাবেসে টেক সাইট সহ MySmartPrice এর টিম আপকামিং Samsung Galaxy A06 স্মার্টফোনটি স্পট করেছে। এই লিস্টিঙের মাধ্যমে আপকামিং স্মার্টফোনের বেশ কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই আপকামিং ফোনের সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে।

Samsung Galaxy A06 এর গীকবেঞ্চ লিস্টিং ডিটেইলস

গীকবেঞ্চ লিস্টিঙের মাধ্যমে Samsung Galaxy A06 স্মার্টফোনটি SM-A065F মডেল নাম্বার সহ দেখা গেছে। গীকবেঞ্চের 4.2 বেঞ্চমার্ক টেস্টে সিঙ্গেল কোর রাউন্ডে এবং মাল্টি কোর রাউন্ডে এই ফোনটি 1644 এবং 5326 স্কোর করেছে। একইসঙ্গে লিস্টিঙের মাধ্যমে জানা গেছে এই ফোনটি 6GB RAM এবং Android 14 সহ পেশ করা হবে।

এছাড়া স্যামসাং গ্যালাক্সি A06 স্মার্টফোনে অক্টাকোর মিডিয়াটেক প্রসেসর সহ এর মডেল নম্বর MT6769V/CZ হবে, 1.80GHz পিক ফ্রিকোয়েন্সি এবং মালি G52 GPU দেওয়া হবে। এর থেকে বোঝা যায় যে আপকামিং গ্যালাক্সি A06 স্মার্টফোনটি মিডিয়াটেক ডাইমেনশন G85 SoC প্রসেসর যোগ করা হবে।

গিকবেঞ্চের পাশাপাশি Samsung Galaxy A06 স্মার্টফোনে WiFi সার্টিফিকেশনে ও দেওয়া হয়েছে। এই সার্টিফিকেশনে মাধ্যমে জানা গেছে যে স্মার্টফোনে ডুয়াল-ব্যান্ড WiFi 5 802.11a/b/g/n/ac কানেক্টিভিটি সাপোর্ট করবে। এছাড়া এই লিস্টিঙের মাধ্যমে এই আপকামিং ফোনের অন্যান্য তথ্য সম্পর্কে জানা যায়নি।

Samsung Galaxy A06 স্মার্টফোনটি গত বছর লঞ্চ হওয়া Galaxy A05 স্মার্টফোনের এর আপগ্রেডেড ভার্সন হিসেবে পেশ করা হবে। নীচে গ্যালাক্সি A05 স্মার্টফোনের স্পেসিফিকেশনের সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।