Home খবর শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং

শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং

Samsung বাজারে তাদের A-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কিছু দিন আগেই কোম্পানির এই আপকামিং Samsung Galaxy A06 ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার এই ফোনটি BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাইটে লিস্টেড হয়েছে, যার ফলে নিশ্চিত বোঝা যাচ্ছে স্যামসাঙ খুব তাড়াতাড়ি এই ফনিত ভারতে লঞ্চ করবে। BIS লিস্টিং অনুযায়ী এই আপকামিং স্যামসাঙ ফোনের মডেল নাম্বার SM-A065F/DS। লিস্টিং থেকে জানা গেছে Galaxy A06 ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করবে।

BIS-এর আগে লিস্টেড হয়েছে গীকবেঞ্চ এবং Wi-Fi Alliance সাইটে

জানিয়ে রাখি কিছু দিন আগে এই স্যামসাঙ ফোনটি গীকবেঞ্চ এবং Wi-Fi Alliance সাইটেও দেখা গিয়েছিল। এই লিস্টিংগুলি অনুযায়ী এই ফোনে 2.4GHz এবং 5GHz ওয়াইফাই ফিচার দেওয়া হবে। ফোনটিতে 6GB পর্যন্ত RAM যোগ করা হতে পারে। এই ফোনে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট থাকতে পারে।

এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনটি গ্যালাক্সি এ05 এর সাক্সেসার হিসাবে মার্কেটে পেশ করা হতে পারে। তাই এই ফোনের দাম 10 হাজার টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। নিচে গ্যালাক্সি এ05 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A05 ফোনের স্পেসিফিকেশন