শীঘ্রই ভারতে লঞ্চ হবে Samsung Galaxy A06 স্মার্টফোন, প্রকাশ্যে এল BIS লিস্টিং

Samsung বাজারে তাদের A-সিরিজের নতুন স্মার্টফোন লঞ্চের প্রস্ততি নিচ্ছে। কিছু দিন আগেই কোম্পানির এই আপকামিং Samsung Galaxy A06 ফোনটি সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। এবার এই ফোনটি BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সাইটে লিস্টেড হয়েছে, যার ফলে নিশ্চিত বোঝা যাচ্ছে স্যামসাঙ খুব তাড়াতাড়ি এই ফনিত ভারতে লঞ্চ করবে। BIS লিস্টিং অনুযায়ী এই আপকামিং স্যামসাঙ ফোনের মডেল নাম্বার SM-A065F/DS। লিস্টিং থেকে জানা গেছে Galaxy A06 ফোনটি ডুয়েল সিম সাপোর্ট করবে।

BIS-এর আগে লিস্টেড হয়েছে গীকবেঞ্চ এবং Wi-Fi Alliance সাইটে

জানিয়ে রাখি কিছু দিন আগে এই স্যামসাঙ ফোনটি গীকবেঞ্চ এবং Wi-Fi Alliance সাইটেও দেখা গিয়েছিল। এই লিস্টিংগুলি অনুযায়ী এই ফোনে 2.4GHz এবং 5GHz ওয়াইফাই ফিচার দেওয়া হবে। ফোনটিতে 6GB পর্যন্ত RAM যোগ করা হতে পারে। এই ফোনে মিডিয়াটেক হেলিও G85 চিপসেট থাকতে পারে।

এখনও পর্যন্ত এই ফোনের ক্যামেরা সম্পর্কে এখনও পর্যন্ত নিশ্চিত কিছু জানা যায়নি। এই আপকামিং ফোনটি গ্যালাক্সি এ05 এর সাক্সেসার হিসাবে মার্কেটে পেশ করা হতে পারে। তাই এই ফোনের দাম 10 হাজার টাকার মধ্যে হতে পারে বলে মনে করা হচ্ছে। নিচে গ্যালাক্সি এ05 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানানো হল।

Samsung Galaxy A05 ফোনের স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: Samsung Galaxy A05 ফোনে 720 x 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ওয়াটার ড্রপ নচ স্টাইলের স্ক্রিন এলসিডি প্যানেল দিয়ে তৈরি এবং 16 মিলিয়ন কালার সাপোর্ট করে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে 2.0 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি85 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
  • স্টোরেজ: Samsung Galaxy A05 ফোনে 6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া virtual RAM ফিচারের সাহায্যে এই ফোনে 12GB পর্যন্ত RAM এর পারফরমেন্স পাওয়া যায় এবং মেমরি কার্ড ব্যাবহার করে এই ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যায়।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে অটো ফোকাস সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের সঙ্গে 2 মেগাপিক্সেল ডেপ্থ লেন্স রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 25W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
  • অন্যান্য: Samsung Galaxy A05 ফোনে চার বছরের সিকিউরিটি আপডেট এবং 2 বছরের অ্যান্ড্রয়েড ওএস আপডেট পাওয়া যাবে। এই ফোনে ডুয়েল সিম 4জি, ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3 এবং জিপিএসের মতো বিভিন্ন প্রয়োজনীয় ফিচার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here