Samsung পেশ করল “গ‍্যালাক্সি এ” সিরিজের প্রোডাক্ট পেজ, ভারতে আসতে চলেছে Galaxy A51 এবং Galaxy A71 স্মার্টফোন

যেদিন Samsung আন্তর্জাতিক মঞ্চে তাদের গ‍্যালাক্সি এ সিরিজের Galaxy A51 এবং Galaxy A71 স্মার্টফোন লঞ্চ করেছে সেদিন থেকেই ভারতীয় স্মার্টফোন ইউজাররা এই ফোনদুটির জন্য অপেক্ষা করছে। আমরা এর আগে Galaxy A51 এবং Galaxy A71 ফোনদুটি সম্পর্কে এক্সক্লুসিভ রিপোর্ট পেশ করেছি যেখানে এই ফোনদুটির দাম ও ভেরিয়েন্ট সম্পর্কে জানানো হয়েছে। এবার কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছে যে তারা ভারতে Galaxy A51 এবং Galaxy A71 ফোনদুটি খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। স‍্যামসাং তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন ফোনদুটির প্রোডাক্ট পেজ লাইভ করে দিয়েছে। 

আরও পড়ুন: ভারতে লঞ্চ হল Realme UI, অ্যাডভান্স ফিচারের সঙ্গে আরও অসাধারণ হতে চলেছে রিয়েলমি ফোন, জেনে নিন কবে পাওয়া যাবে আপডেট

Samsung India কোম্পানির মাইক্রোসাইটে “Galaxy A” নামে নতুন প্রোডাক্ট পেজ তৈরি করেছে। কোম্পানি তাদের এই প্রোডাক্ট পেজে “Awesome is for everyone” লিখেছে। প্রোডাক্ট পেজে স‍্যামসাং তাদের ফোনের ফোটোও শেয়ার করেছে যেখানে ফোনের ফ্রন্ট প‍্যানেল দেখা গেছে। ফোটোয় ফোনে পাঞ্চ হোল ডিসপ্লে দেখা গেছে। ফোনের ফ্রন্ট প‍্যানেলে ওপরের দিকে মাঝ বরাবর এই পাঞ্চ হোল অবস্থিত। এই ফোনের ফোটো এবং প্রোডাক্ট পেজ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি ভারতে Galaxy A51 এবং Galaxy A71 ফোনদুটি লঞ্চ করা হবে।

Samsung Galaxy A সিরিজের এই প্রোডাক্ট পেজে ফোনের ফ্রন্ট প‍্যানেলের ফোটোর সঙ্গে L শেপে দেওয়া ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপের প্লেসমেন্ট‌ও দেখা গেছে। প্রসঙ্গত মনে করিয়ে দিই ভিয়েতনামে লঞ্চ হ‌ওয়া Galaxy A51 এবং Galaxy A71 এর ব‍্যাক প‍্যানেলে এই ধরনের‌ই রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ফোনে Awesome Camera, Awesome Screen এবং Awesome Battery দেওয়ার কথা প্রোডাক্ট পেজে বলা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Galaxy A51 এবং Galaxy A71 এর জন্য “Notify Me” বাটন দিয়েছে।

আরও পড়ুন: দাম কমল Samsung Galaxy A70 এবং Galaxy A50 এর, এখন পাওয়া যাবে 5,000 টাকা সস্তায়

আমরা এনসিআর/দিল্লির রিটেইল স্টোরে Samsung Galaxy A51 এবং Galaxy A71 এর পোস্টার লাগানো দেখেছি। প্রসঙ্গত আমরা দুটি আলাদা স্টোরে দুটি আলাদা ফোনের পোস্টার দেখেছি। অর্থাৎ একটি স্টোরে Galaxy A51 এবং অন্য একটি স্টোরে Galaxy A71 এর পোস্টার দেখা গেছে। এই পোস্টারে শুধুমাত্র ফোনের নাম দিয়েই থেমে যাওয়া হয়নি, ফোনের ফোটোও দেখানো হয়েছে। অন‍্যদিকে অফলাইন রিটেইল সোর্স থেকে পাওয়া আমাদের তথ্য অনুযায়ী স‍্যামসাং তাদের Galaxy A51 ফোনটি ভারতের মার্কেটে 22,990 টাকা দামে লঞ্চ করবে এবং Galaxy A71 ফোনটি 29,990 টাকা দামে পেশ করা হবে।

Samsung Galaxy A51 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A51 ফোনটিতে 1080 × 2400 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.5 ইঞ্চির সুপার এমোলেড পাঞ্চ হোল ডিসপ্লে আছে। কোম্পানির পক্ষ থেকে এটি “ইনফিনিটি ও” ডিসপ্লে নামে পেশ করা হয়েছে। Samsung Galaxy A51 ফোনটি 2.3 গিগাহার্টস অক্টাকোর প্রসেসরের সঙ্গে স‍্যামসাঙের এক্সিনস 9611 চিপসেটে রান করে। এই ফোনটি 4 জিবি, 6 জিবি এবং 8 জিবির র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে এবং এতে 64 জিবি ও 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের মেমরি মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়। 

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A51 এ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দিয়েছে। এই সেট‌আপের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 48 মেগাপিক্সেলের। এক‌ইভাবে দ্বিতীয় সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের এবং এই সেন্সরটি ডেপ্থ সেন্সিঙের জন্য দেওয়া হয়েছে। তৃতীয় সেন্সরটি ম‍্যাক্রো মোড সাপোর্টেড 5 মেগাপিক্সেলের। এই সেন্সরটিও এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন। এই সেট‌আপের চতুর্থ সেন্সরটি এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি ও ভিডিও কলের জন্য কোম্পানি তাদের Samsung Galaxy A51 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা যোগ করেছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 15 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

Samsung Galaxy A71 এর স্পেসিফিকেশন

Samsung Galaxy A71 এ 6.7 ইঞ্চির ফুল এইচডি+ স্ক্রিন দেওয়া হয়েছে এবং এতেও সুপার এমোলেড ডিসপ্লে ব‍্যবহার করা হয়েছে। কোম্পানি তাদের এই ফোনটিও ইনফিনিটি ও ডিসপ্লের সঙ্গে পেশ করেছে। এই ফোনটি 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 730 চিপসেটে রান করে। Samsung Galaxy A71 6 জিবি ও 8 জিবি র‍্যাম ভেরিয়েন্টে পেশ করা হয়েছে। এই দুটি ভেরিয়েন্টেই 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে। এই ফোনের স্টোরেজ মেমরি কার্ডের সাহায্যে 512 জিবি পর্যন্ত বাড়ানো যায়।

ফোটোগ্ৰাফির জন্য Samsung Galaxy A71 তেও কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। তবে এই ফোনের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরটি এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 64 মেগাপিক্সেলের। এই সেট‌আপে এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ডেপ্থ সেন্সর দেওয়া হয়েছে। এর সঙ্গে একটি এফ/2.4 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড মোড সাপোর্টেড সেন্সর আছে। এবং Samsung Galaxy A71 এর চতুর্থ ও শেষ সেন্সরটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।সেলফি ও ভিডিও কলের জন্য Samsung Galaxy A71 এ 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং এই সেন্সরটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 25 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here