আবার Reliance Jio হলো দেশের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন 4জি নেটওয়ার্ক

Reliance গত সপ্তাহে তাদের 42তম অ্যানুয়াল জেনারেল মিটিং (AGM) এর মঞ্চে Jio Fiber ঘোষণা করেছে। টেলিকম সেক্টরে নিজের প্রতিপত্তি স্থাপন করার পর কোম্পানি এবার দেশের ব্রডব্যান্ড মার্কেটেও পা রাখতে চলেছে। অত‍্যন্ত অল্প সময়ের মধ্যেই Vodafone Idea ও Airtel এর মতো বড়ো কোম্পানিগুলিকে পিছনে ফেলে Jio দেশের সবচেয়ে বড়ো টেলিকম কোম্পানিতে পরিণত হয়েছে। Reliance Jio একদিকে যেমন অত‍্যন্ত কম দামে বিভিন্ন পরিষেবা দিয়ে আসছে তেমনই সার্ভিসের দিক থেকেও অন‍্যান‍্য প্রতিদ্বন্দ্বী কোম্পানির থেকে অনেক এগিয়ে রয়েছে। এমনটাই জানা গেছে TRAI এর নতুন রিপোর্ট থেকে।

28 আগস্ট OPPO Reno 2 এর সঙ্গে লঞ্চ হবে Reno 2Z এবং Reno 2F, তিনটি ফোনেই থাকবে 48 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ TRAI একটি নতুন রিপোর্ট পেশ করেছে যেখানে জুলাই মাসে বিভিন্ন টেলিকম কোম্পানির দেওয়া 4জি স্পীডের হিসাব প্রকাশ করা হয়েছে। এই রিপোর্ট থেকে অবাক করা তথ্য সামনে এসেছে যে Reliance Jio শুধুমাত্র দেশে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন ডাউনলোড স্পীড‌ই দেয়নি বরং কোম্পানির দেওয়া ডাউনলোড স্পীড Vodafone Idea ও Airtel এর মতো কোম্পানিগুলির ডাউনলোড স্পীডের প্রায় দ্বিগুণেরও বেশি।

4জি ডাউনলোড স্পীড
TRAI এর রিপোর্ট অনুযায়ী এবছর অর্থাৎ 2019 সালের জুলাই মাসে Reliance Jio 4জি নেটওয়ার্কে গড়ে 21.0 এমবিপিএস ডাউনলোড স্পীড দিয়েছে। এই স্পীডের সঙ্গে Reliance Jio আরও একবার নিজেকে দেশের সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন 4জি নেটওয়ার্ক হিসেবে প্রতিষ্ঠা করেছে। Reliance Jio এর পর দ্বিতীয় স্থানে আছে Airtel। গত জুলাই মাসে Airtel এর গড় 4জি ডাউনলোড স্পীড লক্ষ্য করা গেছে 8.8 এমবিপিএস। খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে প্রথম এবং দ্বিতীয় স্থানে থাকা কোম্পানিদুটির মধ্যে স্পীডের পার্থক্য দ্বিগুণেরও বেশি।

5,000 এম‌এএইচের ব‍্যাটারী ও 4 জিবি র‍্যামের সঙ্গে লঞ্চ হবে Xiaomi Redmi 8A, লঞ্চের আগেই লিক হলো স্পেসিফিকেশন

এই রিপোর্ট অনুযায়ী Vodafone আছে তৃতীয় স্থানে। এবছরের জুলাই মাসে Vodafone 7.7 এমবিপিএস গড় 4জি ডাউনলোড স্পীড দিয়েছে। 6.6 এমবিপিএস 4জি ডাউনলোড স্পীডের সঙ্গে Idea চতুর্থ স্থান পেয়েছে।

4জি আপলোড স্পীড
এক‌ই ভাবে 4জি আপলোড স্পীডের হিসাব লক্ষ্য করলে দেখা যাবে যে Vodafone এর নাম সবার ওপরে উঠে এসেছে। জুলাই মাসে 5.8 এমবিপিএস আপলোড স্পীডের সঙ্গে Vodafone অন‍্যান‍্য সমস্ত কোম্পানির থেকে এগিয়ে আছে। এই লিস্টে দ্বিতীয় স্থানে আছে Idea। 2019 সালের জুলাই মাসে Idea এর গড় 4জি আপলোড স্পীড পাওয়া গেছে 5.3 এমবিপিএস।

Realme 5 Pro লঞ্চের আগে 1,000 টাকা দাম কমলো Realme 3 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

4জি নেটওয়ার্কে আপলোড স্পীডের ক্ষেত্রে Reliance Jio তৃতীয় স্থান পেয়েছে। Reliance Jio জুলাই 2019 এ গড়ে 4.3 এমবিপিএস 4জি আপলোড স্পীড দিয়েছে। 3.2 এমবিপিএস 4জি আপলোড স্পীডের সঙ্গে Airtel চতুর্থ স্থান পেয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here