1499 টাকায় JioPhone নাকি 1999 টাকায় JioPhone Next, জেনে নিন কোনটি কেনা বুদ্ধিমানের কাজ হবে

Reliance Jio দীর্ঘ প্রতিক্ষার পরে ইন্ডিয়াতে নিজের প্রথম স্মার্টফোন JioPhone Next লঞ্চ করে দিয়েছে। এই মোবাইল ফোনটি কোম্পানি Google এর সাথে মিলিত হয়ে বানিয়েছে যা Most Affordable 4G SmarPhone হয়ে বাজারে এসেছে। JioPhone Next কোম্পানির আগে লঞ্চ করা JioPhone এর একটি আপগ্রেড। জিওফোন যেখানে 1,500 টাকায় বিক্রি‌র জন্য উপলব্ধ হয়েছিল আবার এখন জিওফোন নেক্সট‌কে মাত্র 1,999 টাকা দিয়ে কেনা যাবে। আজকে এই দুটি মোবাইল ফোন‌ই ভারতীয় বাজারে সেলের জন্য উপলব্ধ। এমতাবস্থায় JioPhone কেনা বুদ্ধিমানের কাজ হবে নাকি JioPhone Next ক্রয় করা সঠিক হবে, আগে আমরা এই প্রশ্ন গুলির‌ই উত্তর জানার চেষ্টা করবো।

কীপ‍্যাড থেকে সরাসরি টাচ স্ক্রিন

JioPhone এবং JioPhone 2 কে কোম্পানি‌র পক্ষ থেকে কীপ‍্যাড ডিজাইনে পেশ করা হয়েছিল। এর মধ্যে উপরের দিকে ছোট সাইজের ডিসপ্লে দেওয়া হয়েছিল এবং নীচে কীপ‍্যাড দেওয়া ছিল। কিন্তু JioPhone Next কে কোম্পানি ফুল টাচস্ক্রিন ডিসপ্লেতে লঞ্চ করেছে। এই ফোনে কীপ‍্যাড দেওয়া হয়নি এবং ফোনটি ন‍্যারো বেজলস যুক্ত ডিসপ্লেতে তৈরি। ফোনের স্ক্রিনটিকে মজবুতি দেওয়ার জন্য কর্নিং গোরিলা 3 এর মাধ্যমে প্রোটেক্ট করা হয়েছে। অর্থাৎ ডিজাইনের ক্ষেত্রে জিওফোন নেক্সট পুরোনো জিওফোনের থেকে অনেকটাই ভালো।

OS এ বড়ো বদল

জিওফোন KaiOS এ কাজ করে। এই ফোনটিতে Facebook, Youtube এবং Whatsapp এর পরিষেবা পাওয়া যায় কিন্তু এর সাথেই গুগল প্লে স্টোরের মাধ্যমে নিজের পছন্দ অনুযায়ী অ্যাপ ফোনে ডাউনলোড করে ইন্সটল করা যেতো না। আবার বিগত দিনে জিওফোনে Google Assistant এবং Voice Assistant এর ফিচারকেও লিমিটেড করে দেওয়া হয়েছে। আবার JioPhone Next এর কথা বললে এতে Google Play Store আছে যা সব রকমের অ্যান্ডয়েড অ্যাপ এবং গেম ইত্যাদি ব‍্যবহার করার সুযোগ করে দেয়। বলে দিই যে গুগল শুধুমাত্র এই ফোনটি‌র জন্যে কাস্টমাইজড ওএস পেশ করেছে যেটিকে Pragati OS নাম দেওয়া হয়েছে।

শক্তিশালী স্পেসিফিকেশন্স

4G Feature Phone JioPhone এ 240×320 পিক্সেল রেজল্যুশনের 2.4-ইঞ্চির কিউডব্লিউবিজিএ ডিসপ্লে দেওয়া হয়েছে। এছাড়া এতে 1?2 গীগাহার্টস স্প্রেডট্রাম SPRD 9820A/QC8905 ডুয়াল কোর প্রসেসর, 512 এমবি র‍্যাম এবং ইনবিল্ট 4 জিবি স্টোরেজ দেওয়া আছে। ফোটোগ্রাফির জন্য এই ফোনে 2 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা সেন্সর দেওয়া আছে এবং সেল্ফি আর ভিডিও কলিং করার জন্য এই ফোনটি বিজিএ ক‍্যামেরা সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপ করার জন্য JioPhone এ 2,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া আছে। কানেক্টিভিটি ফিচারে 4জি ভোএলটিই, ব্লুটুথ ভি4.1, ওয়াই-ফাই, এন‌এফসি, এফ‌এম রেডিও, জিপিএস এবং ইউএসবি 2.0 দেওয়া আছে এই ফোনে।

JioPhone Next কে 720 × 1440 পিক্সেল রেজল্যুশনের 5.45 ইঞ্চির এইচডি টাচ স্ক্রিনে লঞ্চ করা হয়েছে যা কর্নিং গোরিলা গ্লাস 3 প্রোটেক্টেড। কোয়াড কোর প্রসেসর সহ এই ফোনটি কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন কিউএম215 চিপসেটে রান করে। এই ফোনে 2 জিবি র‍্যাম + 32 জিবি স্টোরেজ আছে। ফোটোগ্রাফির জন্য ব‍্যাক প‍্যানেলে 13 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া আছে এবং সেল্ফির জন্যে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই নতুন জিও ফোনটি 3,500 এম‌এএইচের ব‍্যাটারী সাপোর্ট করে। এই ফোনে 4জি ভোএলটিই, ব্লুটুথ ভি4.1, ওয়াই-ফাই এবং এন‌এফসি‌র মতো ফিচার আছে।

সেল এবং প্রাইস

JioPhone Next কে কোম্পানির পক্ষ থেকে 6,499 টাকা দামে লঞ্চ করা হয়েছে, কিন্তু এই মোবাইল‌টিকে শুধুমাত্র 1,999 টাকা ডাউন পেমেন্ট করে কেনা যাবে। বাকি দাম ইএম‌আইয়ের মাধ্যমে মেটানো যাবে। এই ইএম‌আইয়ের সাথে কোম্পানি চারটি নতুন প্ল‍্যান‌ও পেশ করেছে, যা রিচার্জ করে 18 মাসে অথবা 24 মাসে ফোনের ফুল পেমেন্ট করা যাবে। আবার অন‍্যদিকে JioPhone কে কোম্পানি 1,499 টাকা দামে বাজারে সেলের জন্য উপলব্ধ করেছিল এবং একবারেই সম্পূর্ণ দাম দিয়ে ফোনটিকে ক্রয় করা সম্ভব।

যে পয়েন্ট গুলি জানা প্রয়োজন

JioPhone Next কে 6,499 টাকা দিয়েও কেনা যাবে এবং 1,999 টাকা ডাউন পেমেন্ট করেও কেনা যাবে। ফুল পেমেন্ট করার পরে ফোনটি সম্পূর্ণ গ্রাহকের হয়ে যায় এবং তারপরে সে তার ইচ্ছা অনুযায়ী যেকোনো প্ল‍্যান এতে ব‍্যবহার করতে পারবে। কিন্তু আবার অন‍্যদিকে 1,999 টাকা ডাউন পেমেন্ট করার পরে গ্রাহকদের উপরে দেখানো ফোটোর চারটি প্ল‍্যানে‌র মধ্যে থেকে একটি পছন্দ করতে হবে। এই প্ল‍্যান গুলির মাধ্যমে ফোনের বাকি টাকা ইএম‌আইয়ের মাধ্যমে দেওয়া যাবে। কিন্তু এখানে বলে দেওয়া প্রয়োজন যে এই প্ল‍্যানে‌র সাথে ইউজারকে 501 টাকার প্রসেসিং ফিস‌ও দিতে হবে এবং সম্পূর্ণ ইএম‌আই দেওয়া‌র পরে সেটি ফোনের প্রাইস 6,499 টাকার থেকেও বেশি হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here