Jio ইউজারদের জন্য সুখবর, ফিরে এল 149 টাকা ও 98 টাকার প্ল‍্যান

Reliance Jio আবার প্রমাণ করল যে তারা তাদের গ্ৰাহকদের সবচেয়ে বেশি খেয়াল রাখে। আসলে কোম্পানি ইন্ডাস্ট্রিতে আবার প্রতিযোগিতা শুরু করে তাদের দুটি পুরোনো প্ল‍্যান ফিরিয়ে এনেছে। এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া যেমন অন‍্যান‍্য নেট‌ওয়ার্কে কল ফ্রি রাখা হয়েছে অর্থাৎ বিনামূল্যে অফ নেট কল দেওয়া হয়েছে, এর উত্তরে জিও 98 টাকা ও 149 টাকার প্ল‍্যানদুটি পেশ করেছে।

আরও পড়ুন : 20 ডিসেম্বরের আগেই লঞ্চ হবে Realme XT 730G, দাম হবে 17,000 টাকার কাছাকাছি

ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের মতোই রিলায়েন্স জিওও তাদের নতুন প্ল‍্যান পেশ করে এবং ওয়েবসাইট থেকে পুরোনো প্ল‍্যান সরিয়ে দেয়। কিন্তু আবারও কোম্পানি তাদের 28 দিন ভ‍্যালিডিটির 149 টাকা ও 98 টাকা দামের প্রিপেইড প্ল‍্যান নিয়ে এসেছে। তবে এই প্ল‍্যানে আগের চেয়ে কম বেনিফিট পাওয়া যাবে।

কোম্পানির পক্ষ থেকে ট‍্যারিফ রিভাইসড করার পর ইউজারদের এখন আনলিমিটেড ফ্রি কলিঙের ক্ষেত্রে FUP লিমিট দেওয়া হচ্ছে। কিন্তু কোম্পানি এই প্ল‍্যানদুটি পেশ করায় গ্ৰাহকরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। চলুন জেনে নেওয়া যাক প্ল‍্যানদুটির বেনিফিট সম্পর্কে।

আরও পড়ুন : ফোন ব্লাস্টের ক্ষেত্রে ইউজারের দায়বদ্ধতা কতটা? ভয় না পেয়ে প্রতিকার জেনে নিন

Reliance Jio তাদের 149 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানে কিছু পরিবর্তন ঘটিয়েছে। জিওর এই প্ল‍্যানে ইউজারদের এখন 300 নন জিও কলিং মিনিট পাওয়া যাবে। তবে এই প্ল‍্যানের ভ‍্যালিডিটি 28 দিন থেকে কমিয়ে 24 দিন করে দেওয়া হয়েছে। এর সঙ্গে এই প্ল‍্যানে আগের মতোই আনলিমিটেড জিও টু জিও আনলিমিটেড কল, প্রতিদিন 1 জিবি 4জি ডেটা ও 100টি করে এস‌এম‌এস পাওয়া যাবে। এছাড়া এই প্ল‍্যানে জিওর প্রিমিয়াম অ্যাপগুলির কম্প্লিমেন্টারি সাবস্ক্রিপশন পাওয়া যাবে। উল্লেখ্য এই প্ল‍্যানে আগে প্রতিদিন 1.5 জিবি ডেটা পাওয়া যেত।

এক‌ইভাবে কোম্পানির 98 টাকা দামের প্রিপেইড প্ল‍্যানটির ভ‍্যালিডিটিও 28 দিন। এই প্ল‍্যানে পুরো ভ‍্যালিডিটি পিরিয়ডের জন্য মোট 2 জিবি 4জি ডেটা দেওয়া হচ্ছে। জিও ছাড়া অন্য নেট‌ওয়ার্কে কল করার জন্য ইউজারদের আলাদাভাবে IUC ভাউচার রিচার্জ করাতে হবে। এইসব আইইউসি ভাউচারের প্রাথমিক দাম 10 টাকা থেকে শুরু।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here