চীনে লঞ্চ হল Redmi K60 Ultra, রয়েছে 24GB RAM, 50MP ক্যামেরা ও 5000mAh ব্যাটারি

Highlights

  • পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ হল Redmi K60 Ultra।
  • ফোনটির টপ মডেলে 24GB RAMদেওয়া হয়েছে।
  • এতে Dimensity 9200+ চিপসেট যোগ করা হয়েছে।

Xiaomi চীনে তাদের আয়োজিত ইভেন্টে নতুন Redmi K60 Ultra (Redmi K60 Extreme Edition) ফোনটি লঞ্চ করেছে। এর সঙ্গেই কোম্পানি Xiaomi Mix Fold 3, Pad 6 Max এবং Band 8 Pro ডিভাইসগুলিও পেশ করেছে। রেডমি কে60 আলট্রা ফোনটিতে বেশ কিছু অসাধারণ ফিচার যোগ করা হয়েছে। এই পোস্টে লেটেস্ট Redmi K60 Ultra ফোনটি সম্পর্কে বিস্তারিত জানানো হল। আরও পড়ুন: ভারতে লঞ্চ হয়েছে Tecno POVA 5 এবং Tecno POVA 5 Pro, জেনে নিন দাম এবং স্পেসিফিকেশন

রেডমি কে60 আলট্রার দাম

  • Redmi K60 Ultra ফোনটি চীনে পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে।
  • ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 2599 অর্থাৎ প্রায় 30,000 টাকা।
  • একইভাবে ফোনটির 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 2799 অর্থাৎ প্রায় 32,000 টাকা।
  • এই ফোনের 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 2,999 অর্থাৎ প্রায় 34,500 টাকা।
  • ফোনটির 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে CNY 2,999 অর্থাৎ প্রায় 34,500 টাকা।
  • এই ফোনের টপ মডেলটি 24GB RAM + 1TB স্টোরেজ সহ CNY 3599 অর্থাৎ প্রায় 41,200 টাকা দামে পেশ করা হয়েছে।
  • রেডমি কে60 আলট্রা ফোনটি গ্রীন, ব্ল্যাক এবং হোয়াইট কালারে লঞ্চ করা হয়েছে। আগামীকাল অর্থাৎ 16 আগস্ট থেকে ফোনটির সেল শুরু হবে।

রেডমি কে60 আলট্রার স্পেসিফিকেশন

  • ডিসপ্লে: এই ফোনে 6.67 ইঞ্চির OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2712 × 1220 পিক্সেল রেজলিউশন, 144Hz রিফ্রেশরেট এবং 2,600 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করে।
  • চিপসেট: এই ফোনে শক্তিশালী Mediatek Dimensity 9200+ চিপসেট যোগ করা হয়েছে। এর সঙ্গে এতে X7 ডিসপ্লে চিপ যোগ করা হয়েছে।
  • মেমরি: এই ফোনে 24GB পর্যন্ত LPDDR5X RAM + 1TB পর্যন্ত UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
  • ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই সেটআপে 50MP IMX800 প্রাইমারি ক্যামেরা সেন্সর, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 20MP Sony IMX596 ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।
  • ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফলে মাত্র কয়েক মিনিটের মধ্যেই ফোনটি পুরোপুরি চার্জ হয়ে যায়।
  • ওজন এবং ডায়মেনশন: এই ফোনের ডায়মেনশন 162.15 × 75.7 × 8.49mm এবং ওজন 204 গ্রাম।
  • অন্যান্য: এই ফোনে ডুয়েল সিম 5G, ব্লুটুথ 5.3, ওয়াইফাই 7 সাপোর্ট এবং জল ও ধুলোর হাত থেকে বাঁচানোর জন্য IP68 রেটিং দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here