Xiaomi আবার বাড়ালো নিজের দুটি ফোনের দাম, এখন Redmi 9 Power আর Redmi 9A মডেল হলো আরো দামি

কিছু দিন আগে Xiaomi Redmi Note 10 সিরিজ ফোনের দাম বাড়িয়েছিলো। আবার এখন কোম্পানি Redmi 9 সিরিজের দাম‌ও বাড়ালো। কোম্পানি Redmi 9 Power 6GB RAM মডেল আর Redmi 9A 3GB RAM মডেলের দামে 500 টাকা আর 300 টাকা বাড়িয়েছে। এরপরে এখন রেডমি 9 পাওয়ার 6জিবি মডেলকে 13,499 টাকা দামে কেনা যাবে আবার রেডমি 9এ 3জিবি ভেরিয়েন্টের জন্য আপনাকে 7,799 টাকা দিতে হবে। এর আগে এই দুটি ফোন যথাক্রমে 12,999 টাকা আর 7,499 টাকায় উপলব্ধ ছিল। নতুন প্রাইস আজকে থেকে অনলাইন স্টোর ছাড়া অফলাইন স্টোরেও শুরু হয়ে যাবে। 91মোবাইলস এই তথ্য অফলাইন স্টোরের মাধ্যমে পেয়েছে যেখানে একটি রিটেলার এর মাধ্যমে এই দাম বৃদ্ধির স্ক্রিনশট শেয়ার করা হয়েছে।

Xiaomi Redmi 9 Power স্পেসিফিকেশন্স

Xiaomi Redmi 9 Power এর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনে 6.53 ইঞ্চির বড়ো ফুল‌এইচডি+ ডট ড্রপ ডিসপ্লে দেওয়া আছে। ফোনের স্ক্রিন কর্নিং গোরিলা গ্লাস 3 কোটেড আর এতে 1500:1 কন্ট্রাস্ট রেশিও এবং 400 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। কোম্পানি এটিকে কোয়ালকমের স্ন‍্যাপড্রাগন 662 চিপসেটে পেশ করেছে আর এতে 2.0 গীগাহার্টজ ক্লক স্পীডের প্রসেসর দেওয়া আছে।

ক‍্যামেরার কথা বললে Redmi 9 Power কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ আছে আর মেন ক‍্যামেরা 48 মেগাপিক্সেলের দেওয়া আছে। এর সাথেই 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো আর 2 মেগাপিক্সেলের‌ই ডেপ্থ ক‍্যামেরা আছে। ফোনে সেল্ফির জন্য 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য ফোনে 6,000mAh এর বড়ো ব‍্যাটারী আছে।

Redmi 9A স্পেসিফিকেশন্স

Xiaomi Redmi 9A কোম্পানি‌র একটি বাজেট ফোন। এতে 6.53 ইঞ্চির HD+ স্ক্রিন দেখা যাবে। কোম্পানি এলসিডি প‍্যানেলের ব‍্যবহার করেছে। এই ফোনটি MediaTek Helio G25 চিপসেটে কাজ করে আর ফোনে 3GB RAM এর সাথে 32GB এর স্টোরেজ পাওয়া যাবে। ফোনে 13MP AI ক‍্যামেরা দেওয়া আছে। এছাড়া ফ্রন্টে 5MP এর সেল্ফি উপলব্ধ আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here