লঞ্চ হল Xiaomi এর সস্তা ফোন Redmi 8A, তবে কি পিছিয়ে পড়বে Realme C2?

Xiaomi গতকাল ভারতে তাদের “রেডমি” সিরিজে বাজেট ক‍্যাটাগরি ডিভাইস Redmi 8A লঞ্চ করে দিয়েছে। লঞ্চের আগেই Xiaomi Redmi 8A এর রিটেইল বক্স ইন্টারনেটে লিক হয়ে গেছিল। এবার কোম্পানি সমস্ত লিকের সমাপ্তি ঘটিয়ে অফিসিয়ালি Redmi 8A ফোনটি পেশ করে দিয়েছে। এই ফোনটি গত জুলাই মাসে কোম্পানির পেশ করা Redmi 7A ফোনটির আপগ্ৰেডেড ভার্সন। 

Exclusive : ট্রিপল রেয়ার ক‍্যামেরাওয়ালা Samsung Galaxy A20s দুটি ভেরিয়েন্টে ভারতে লঞ্চ হবে, দাম শুরু 10,990 টাকা থেকে

Redmi 8

কোম্পানি শেষ পর্যন্ত Redmi 8 ফোনটিও শোকেস করেছে। তবে এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। তবে আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি কোম্পানি এই ফোনটিও মার্কেটে পেশ করে দেবে। আগামী দিনে Redmi 8 ফোনটি সম্পর্কে বেশ কিছু লিক প্রকাশ হতে পারে। 

ডিজাইন

ডিজাইনের দিক থেকে Redmi 8A এর ডিসপ্লের ওপর দিকে ওয়াটারড্রপ নচ দেওয়া হয়েছে। এই ফোনটিতে একটি রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে এবং ফ্রন্ট ও রেয়ার উভয় প‍্যানেলে রেডমির ব্র‍্যান্ডিং আছে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া ফোনটির ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন দেওয়া হয়েছে। 

Xiaomi এর দীপাবলি সেল : মাত্র 1 টাকার বিনিময়ে কিনুন ফোন এবং কম দামে পাওয়া যাবে সুন্দর TV

দাম

Xiaomi Redmi 8A ফোনটি ভারতে দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে, এগুলি যথাক্রমে 2 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি এবং 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরিযুক্ত। কোম্পানির পক্ষ থেকে Xiaomi Redmi 8A ফোনটির 2 জিবি র‍্যামের প্রাথমিক ভেরিয়েন্টের দাম 6,499 টাকা এবং 3 জিবি র‍্যাম ভেরিয়েন্টের দাম 6,999 টাকা রাখা হয়েছে। এই ফোনটি আগামী 29 সেপ্টেম্বর থেকে ফ্লিপকার্ট ও মি হোম স্টোরে সেল করা শুরু হবে। এছাড়া আর কিছু দিন পর থেকে কোম্পানি এই ফোনটি অফলাইন স্টোরেও সেল করবে। 

স্পেসিফিকেশন

Xiaomi Redmi 8A ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে লঞ্চ করা হয়েছে যা 720 × 1520 পিক্সেল রেজলিউশন সাপোর্টেড 6.22 ইঞ্চির এইচডি+ টিএফটি ডিসপ্লেযুক্ত যা সুরক্ষিত রাখার জন্য গোরিলা গ্লাস 5 ব‍্যবহার করা হয়েছে। Xiaomi Redmi 8A অ্যান্ড্রয়েড 9 পাইযুক্ত মিইউআইসহ কাজ করে যা অক্টাকোর প্রসেসরের সঙ্গে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 439 চিপসেটে রান করে। 

8 জিবি র‍্যাম, 4,000 এম‌এএইচ ব‍্যাটারী, 32 মেগাপিক্সেল সেলফি এবং 64 মেগাপিক্সেল কোয়াড রেয়ার ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হল Realme X2

ফোটোগ্ৰাফির জন্য Xiaomi Redmi 8A তে সিঙ্গেল রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ফ্ল‍্যাশ লাইটের সঙ্গে 12 মেগাপিক্সেলের রেয়ার ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এফ/1.8 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন এবং Sony IMX363 সেন্সরযুক্ত। সেলফি ও ভিডিও কলের জন্য এই ফোনে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনটি একটি ডুয়েল সিম ফোন যা 4জি এলটিই সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া ডেটা ট্রান্সফার এবং চার্জিঙের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট আছে।  

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here