64 মেগাপিক্সেল ক‍্যামেরার সঙ্গে সেপ্টেম্বরে লঞ্চ হবে Realme XT, জানালো কোম্পানি

চীনের স্মার্টফোন নির্মাণকারী কোম্পানি Realme গতকাল ভারতে তাদের Realme 5 সিরিজের স্মার্টফোন পেশ করে দিয়েছে। এই সিরিজে কোম্পানি Realme 5 ও Realme 5 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। এছাড়া কোম্পানি এক‌ই সঙ্গে তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের নাম ও লঞ্চ সম্পর্কে ঘোষণা করে দিয়েছে।

চারটি ক‍্যামেরা ও 128 জিবি স্টোরেজসহ লঞ্চ হলো Realme 5 ও Realme 5 Pro, প্রাথমিক দাম মাত্র 9,999 টাকা

Realme এর সিইও লঞ্চ ইভেন্টে অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন যে কোম্পানি আগামী সেপ্টেম্বর মাসের শেষের দিকে তাদের 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোন লঞ্চ করে দেবে এবং এই ফোনটির নাম হবে Realme XT।

প্রসঙ্গত Realme এর আগামী ফোনে বিশ্বের প্রথম 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স‍্যামসাঙের ISOCELL Bright GW1 সেন্সর থাকবে। এছাড়া কোম্পানির আগামী স্মার্টফোন সম্পর্কে আর কোনো তথ্য জানা যায়নি। তবে এই ফোনটিকে শাওমির 64 মেগাপিক্সেল ক‍্যামেরাওয়ালা স্মার্টফোনের সঙ্গে প্রতিযোগিতার মুখে পড়তে হবে।

Reliance Jio জুন মাসে পেলো কয়েক লক্ষ গ্ৰাহক, জেনে নিন Airtel ও Vodafone-Idea এর অবস্থা

Realme 5 স্পেসিফিকেশন
Realme 5 ফোনটিতে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 665 চিপসেটে রান করে। কোম্পানি ফোনটির দুটি র‍্যাম ও তিনটি স্টোরেজ ভেরিয়েন্ট লঞ্চ করেছে, যা 3 জিবি র‍্যামের সঙ্গে 32 জিবি মেমরি, 4 জিবি র‍্যামের সঙ্গে 64 জিবি মেমরি ও 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরিযুক্ত।

ফোটোগ্ৰাফির জন্য Realme 5 এর ব‍্যাক প‍্যানেলে কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই সেট‌আপে 12 + 8 + 2 + 2 মেগাপিক্সেল ক‍্যামেরা সেন্সরের কম্বিনেশন আছে। এই ফোনের ফ্রন্ট প‍্যানেলে সেলফি ও ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 5 এ 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনটি অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 তে কাজ করে।

BSNL পরিবর্তন করলো তাদের প্ল‍্যানে, পাওয়া যাবে 375 জিবি ডেটা

Realme 5 Pro স্পেসিফিকেশন
স্পেসিফিকেশনের দিক থেকে Realme 5 Pro ফোনটি Realme 5 এর থেকে যথেষ্ট আলাদা। এতে 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনটি কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 712 চিপসেটে রান করে। কোম্পানি এই ফোনটির‌ তিনটি র‍্যাম ও মেমরি ভেরিয়েন্ট পেশ করেছে, যা 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি, 6 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরি এবং 8 জিবি র‍্যাম ও 128 জিবি মেমরিযুক্ত।

ফোটোগ্ৰাফির জন্য Realme 5 Pro তেও ব‍্যাক প‍্যানেলে চারটি ক‍্যামেরা সেন্সর দেওয়া হয়েছে। তবে Realme 5 Pro এর ক্ষেত্রে কম্বিনেশন একটু আলাদা। এই ফোনের রেয়ার ক‍্যামেরা সেট‌আপ 48 + 8 + 2 + 2 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সরযুক্ত। এতে সেলফি ও ভিডিও কলের জন্য 16 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে VOOC ফ্ল‍্যাশ চার্জ 3.0 টেকনিকযুক্ত 4,035 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে। এই ফোনটিও অ্যান্ড্রয়েড 9.0 পাইয়ের সঙ্গে কালার ওএস 6.0 তে কাজ করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here