শীঘ্রই লঞ্চ হতে পারে Realme C61 স্মার্টফোন, সার্টিফিকেশন সাইটে দেখা গেল আপকামিং কম দামি স্মার্টফোনটি

বর্তমানে Realme তাদের সি সিরিজে কাজ করছে। সম্প্রতি কোম্পানি তাদের Realme C63 স্মার্টফোনটি গ্লোবাল বাজারে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটি ভারতীয় বাজারেও লঞ্চ করা হতে পারে। এবার জিসিএফ সার্টিফিকেশন ওয়েবসাইটের মাধ্যমে আপকামিং Realme C61 স্মার্টফোনটি প্রকাশ্যে এসেছে। তাই এই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের সম্প্রতি লিস্টিং সম্পর্কে।

Realme C61 এর জিসিএফ লিস্টিং

  • জিসিএফ লিস্টিং অনুযায়ী এই আপকামিং স্মার্টফোনটি RMX3939 মডেল নাম্বার সহ দেখা গেছে।
  • নীচে দেওয়া সার্টিফিকেশন ইমেজ অনুযায়ী এই ফোনটি Realme C61 নামে দেখা গেছে।
  • জানিয়ে রাখি এই প্ল্যাটফর্মের মাধ্যমে এই ফোনের সার্টিফিকেশন ডিটেইলস সম্পর্কে জানা যায়নি, কিন্তু এই লিস্টিঙের ফলে ফোনটি শীঘ্রই বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

Realme C63 এর স্পেসিফিকেশন

এই আপকামিং Realme C61 স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্প্রতি গ্লোবাল লঞ্চ হওয়া Realme C63 ফোনের মতোই হতে পারে। তাই এই এই ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে নীচে বিস্তারিত আলোচনা করা হল।

  • ডিসপ্লে: Realme C63 স্মার্টফোনে 6.74 ইঞ্চির HD+ এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনে 1600 x 720 পিক্সেল রেজোলিউশন, 90Hz রিফ্রেশ রেট এবং 560নিটস ব্রাইটনেস রয়েছে।
  • প্রসেসর: প্রসেসিঙের জন্য এই Realme C63 স্মার্টফোন UNISOC T612 অক্টা-কোর চিপসেট সহ 1.8গীগাহার্টজ হাই ক্লক স্পীডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 GPU দেওয়া হয়েছে।
  • স্টোরেজ: Realme C63 স্মার্টফোনে 6GB RAM এবং 8GB RAM এই দুটি স্টোরেজ অপশন সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনে 8GB ডায়নামিক RAM ফিচার সহ 16GB পর্যন্ত পাওয়ার দেওয়া হয়েছে। একইসঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
  • ক্যামেরা: Realme C63 স্মার্টফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে 50MP প্রাইমারি এবং AI লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য 8MP ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে।
  • ব্যাটারি: Realme C63 স্মার্টফোনে 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড এবং 5,000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here