Realme C21 এর পরে এখন নতুন মোবাইল Realme C25 এসেছে, এই ফোনটি লো বাজেটে লঞ্চ হবে

Realme গত সপ্তাহে টেক জগতে নিজের লো বাজেট স্মার্টফোন Realme C21 পেশ করেছিল। 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি আর ট্রিপল ক‍্যামেরা যুক্ত স্মার্টফোন মালয়েশিয়া তে লঞ্চ হয়েছিল যার দাম প্রায় 8,000 টাকা ছিল। রিয়েলমি সি21 ইন্ডিয়ান মার্কেটে কবে কদম রাখবে তা এখনো নিশ্চিত রূপে কোনো তথ্য নেই কিন্তু এই ফোনের ইন্ডিয়া লঞ্চের আগে আরেকটি নতুন রিয়েলমি ডিভাইস Realme C25 ও সামনে চলে এসেছে। এই স্মার্টফোনটি বেঞ্চমার্কিং সাইটে সার্টিফাইড হয়েছে যেখানে ফোনের কিছু বিশেষ স্পেসিফিকেশন্সের কথা বলা হয়েছে।

Realme C25 কে বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চ এ লিস্ট করা হয়েছে। এই লিস্টিংটি 2মার্চের যেখানে ফোনের মডেল নাম্বার RMX3191 এর সাথে সার্টিফাইড করা হয়েছে। গীকবেঞ্চ এর লিস্টিং থেকে জানা গেছে রিয়েলমি সি25 অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ হবে যার মধ্যে 1.70 গীগাহার্টজ ক্লক স্পিডের অক্টাকোর প্রসেসর এর সাথে মিডিয়াটেক এর হেলিয়ো পি65 চিপসেট দেওয়া থাকবে।

গীকবেঞ্চ এ রিয়েলমি সি25 কে একটি ভেরিয়েন্টেই দেখা গেছে যা 4 জিবির র‍্যাম মেমরি সাপোর্ট করে। অথচ এই কথাও অমান্য করা যাবে না যে মোবাইল টি এক এর অধিক ভেরিয়েন্টে মার্কেটে এন্ট্রি নেবে। বেঞ্চমার্ক স্কোরের কথা হলে Realme C25 গীকবেঞ্চ এ সিঙ্গেল কোরে যেখানে 383 পয়েন্ট পেয়েছে সেখানে মাল্টি কোরে 1308 স্কোর পেয়েছে। রিয়েলমি সি25 এর জন্য এখন কোম্পানির পক্ষ থেকে ঘোষণার অপেক্ষা করা হচ্ছে।

Realme C21

রিয়েলমি সি21 এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বললে এই ফোনে 6.5 ইঞ্চির এইচডি+ (720×1,600 পিক্সেল) এলসিডি ডিসপ্লে দেওয়া হয়েছে, যার আস্পেক্ট রেশিও 20:9। আবার ফোনে কোম্পানি মিডিয়াটেক হেলিয়ো জি35 প্রসেসর দিয়েছে। এই প্রসেসর এর সাথে ফোনে 3জিবি র‍্যাম আর 32 জিবি স্টোরেজ দেওয়া হয়েছে। ফোনের স্টোরেজ ইউজার্সরা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে বাড়াতে পারবে। কোম্পানি Black আর Blue কালারে ফোনটি লঞ্চ করেছে।

ফোটোগ্রাফির কথা বললে রিয়েলমি সি21 এ মোট চারটি ক‍্যামেরা থাকবে, যার মধ্যে রিয়ারে ট্রিপল আর ফ্রন্টে সিঙ্গেল সেন্সর থাকবে। রিয়ারে থাকা ট্রিপল ক‍্যামেরা সেটাপে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা থাকবে, যার সাথে দুটি 2 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া থাকছে। আবার সেল্ফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনে 5 মেগাপিক্সেলের ক‍্যামেরা থাকছে।

রিয়েলমি সি21 ফোন অ্যান্ড্রয়েড 10 আধারিত Realme UI এ কাজ করবে। ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারি দেওয়া থাকছে যা 10 ওয়াটের চার্জিং সাপোর্ট করে। এছাড়া ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকবে। বেসিক কানেক্টিভিটি হিসেবে ফোনে 4জি ভোলটি‌ই, ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, মাইক্রো ইউএসবি আর 3.5mm অডিও জ‍্যাক থাকবে। Realme C21 ইন্ডিয়ান মার্কেটে কবে প্রবেশ করবে তা জানার জন্য কোম্পানির ঘোষণার অপেক্ষা করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here