Realme C21Y হব কোম্পানির প্রথম Android ‘Go’ Phone, দামের মামলায় কড়া প্রতিযোগিতা দিতে পারে JioPhone Next কে

Realme সম্পর্কে জুন মাসে খবর এসেছিল যে কোম্পানি নিজের ‘সি’ সিরিজের নতুন স্মার্টফোনে কাজ করছে যা Realme C21Y নামের সাথে পেশ করা হবে। এই রিয়েলমি মোবাইল কোম্পানির প্রথম Android Go ফোন হবে আর শোনা যাচ্ছে যে এই দাম মার্কেটে 5,000 টাকার কাছাকাছি হতে পারে। এও বলা হচ্ছে যে রিয়েলমি সি21ওয়াই ভারতীয় বাজারে JioPhone Next কে প্রতিযোগিতা দিতে পারে। আবার আজকে রিয়েলমি সি21ওয়াই স্মার্টফোন সম্পর্কে নতুন আপডেট সামনে এসেছে যার অনুযায়ী রিয়েলমির এই সস্তা স্মার্টফোন বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে লিস্ট করা হয়েছে যেখানে স্পেসিফিকেশন্স সম্পর্কে‌ও জানানো হয়েছে।

Realme C21Y কে চিনি বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে স্পেসিফিকেশন্সের সাথে লিস্ট করা হয়েছে। এখানে লিস্টিং 26 জুনের যার খবর আমরা নেশবিলে ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া গেছে। গীকবেঞ্চ লিস্টিঙে ফোন সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন্স জানা গেছে। সবচেয়ে আগে বেঞ্চমার্কিং স্কোরের কথা বললে রিয়েলমি সি21ওয়াই সিঙ্গেল কোরে 349 আর মাল্টি কোরে 1263 স্কোর পেয়েছে। গীকবেঞ্চে এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 ওএস যুক্ত বলা হয়েছে যার মধ্যে অক্টাকোর প্রসেসর আর সাথে 4 জিবি র‍্যাম মেমরি দেওয়ার কথা জানা গেছে।

Realme C21Y এর স্পেসিফিকেশন্স

রিয়েলমি সি21ওয়াই স্মার্টফোনের স্পেসিফিকেশন্সের কথা বলা হলে বিভিন্ন লিক্স আর লিস্টিঙে বলা হয়েছে যে কোম্পানি নিজের এই ফোনকে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ডিজাইনে পেশ করবে এবং এই ফোনে 720 × 1600 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে দেওয়া হবে যা আইপিএস এলসিডি প‍্যানেলে তৈরি হবে। বলা হয়েছে যে এই ফোনে 4 জিবি র‍্যাম আর 64 জিবির ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করে যা 256 জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Realme C21Y সম্পর্কে বলা হয়েছে যে এই ফোনটিকে অ্যান্ড্রয়েড 11 ওএস এ লঞ্চ করা হবে যা ‘গো’ ওএস এ কাজ করবে। অর্থাৎ এই ফোনে গুগল অ্যাপ্হ এর গো সার্ভিস পাওয়া যাবে যা কম র‍্যাম আর স্টোরেজেও বিনা ল‍্যাগে কাজ করবে। আবার এর সাথেই এইভাবে অ্যাপ্স ইন্টারনেট ডেটা‌ও কম ব‍্যবহার করবে। প্রসেসিং এর জন্য এই ফোনে Unisoc T610 চিপসেট দেখা যাবে।

ফোটোগ্রাফির জন্য রিয়েলমি সি21ওয়াইয়ে ট্রিপল রেয়ার ক‍্যামেরা দেওয়া‌র কথা সামনে এসেছে যার মধ্যে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি আর 2 মেগাপিক্সেলের‌ই থার্ড সেন্সর দেখা যাবে। আবার সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য Realme C21Y স্মার্টফোনে 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়ার কথা লিকে সামনে এসেছে।

Realme C21Y সম্পর্কে বলা হয়েছে যে এটি ডুয়াল সিম ফোন হবে যা ডুয়াল 4জি ভোএলটি‌ই সাপোর্ট করবে। Wi-Fi, Bluetooth 5.0, GPS, microUSB আর 3.5mm audio jack জ‍্যাকের সাথেই সিকিউরিটির জন্য যেখানে ফোনের ব‍্যাক প‍্যানেলে রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এই ফোনে 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টের 5,000এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়ার কথা সামনে এসেছে। শোনা যাচ্ছে যে এই ফোনটি Black আর Blue কালারে লঞ্চ হবে আর ফোনের দাম খুবই কম হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here