Realme C21Y লঞ্চের আগে ওয়েবসাইটে হল লিস্ট, জলদি লো বাজেটে এন্ট্রি হবে

Realme অনেকদিন ধরেই ভারতীয় বাজারে নিজের লো বাজেট স্মার্টফোন সেগ্মেন্টে বেশি মনোযোগ দিচ্ছে। আবার কিছু দিন আগে একটি রিপোর্ট সামনে এসছিল যা অনুযায়ী Resume c25s নামের নতুন ফোন জলদিই ইন্ডিয়াতে লঞ্চ হতে চলেছে। এছাড়া কিছু সময় ধরে খবর আসছে যে কোম্পানি C21 এর নতুন ভেরিয়েন্ট অর্থাৎ C21Y পেশ করার প্রস্তুতি করছে। এই ফোনটি লঞ্চের আগে NBTC ওয়েবসাইটে স্পট হয়েছে। লিস্টিঙে ফোনের মডেল নাম্বার এবং moniker জানা গেছে। এছাড়া আপকামিং Realme স্মার্টফোনে‌র আর কোনো তথ্য এই লিস্টিঙে সামনে আসেনি।

Realme C21Y

NBTC এর আগে ডিভাইসের মডেল নাম্বার RMX3261 এর সাথে FCC ওয়েবসাইটে স্পট হয়েছে। এই লিস্টিঙে ফোনের ডিজাইন আর স্পেসিফিকেশন্সের তথ্য সামনে এসেছে। আশা করা যাচ্ছে যে এই ডিভাইসে স্কোয়‍্যার শেপের ক‍্যামেরা মডিউল রিয়ারে থাকবে। আসুন আগে জেনে নিই Realme C21Y এর স্পেসিফিকেশন্স সম্পর্কে এখন পর্যন্ত পাওয়া সম্পূর্ণ তথ্য।

Realme C21Y এর স্পেসিফিকেশন্স

ফোনের ডিসপ্লের উপরে ওয়াটার-ড্রপ নচ থাকবে। আমরা আশা করতে পারি যে এতে এলসিডি ডিসপ্লে থাকবে কারন এটি একটি বাজেট স্মার্টফোন হবে। এছাড়া ফোনে পাওয়ার ব‍্যাক‌আপের জন্য 5,000 এম‌এএইচ এর ব‍্যাটারী দেওয়া হবে। এর সাথেই ফোনটি আউট অফ দি বক্স Android 11 এ আধারিত Realme UI 2.0 এর সাথে আসতে পারে। এটুকুই না এই ডিভাইসে 4জি এলটিই, ব্লুটুথ 5.1 আর সিঙ্গেল ব‍্যান্ড ওয়াইফাই সাপোর্ট থাকবে।

Realme C25s এর স্পেসিফিকেশন্স

রিয়েলমি সি25এস এর ফিচার্স আর স্পেসিফিকেশন্সের কথা বলা হলে এই ফোনকে 20:9 আস্পেক্ট রেশিওতে পেশ করা হয়েছে যা 1600×720 পিক্সেল রেজিউলেশনের 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সাপোর্ট করে। এই ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও 88.7 শতাংশ এবং ফোনের ডাইমেনশন 164.5×75.9×9.6 মিমি আর ওজন 209 গ্রাম বলা হয়েছে।

ফোটোগ্রাফির জন্য Realme C25s এ ট্রিপল রিয়ার ক‍্যামেরা সাপোর্ট করে। ফোনের ব‍্যাক প‍্যানেলে এল‌ইডি ফ্ল‍্যাশের সাথে এফ/2.2 অ্যাপার্চারের 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর দেওয়া আছে যার সাথে 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো লেন্স আর 2 মেগাপিক্সেলের‌ই B&W সেন্সর আছে। এভাবেই সেল্ফি আর ভিডিও কলিং এর জন্য ফ্রন্ট প‍্যানেলে এফ/2.0 অ্যাপার্চারের 8 মেগাপিক্সেলের সেল্ফি ক‍্যামেরা দেওয়া আছে।

Realme C25s একটি ডুয়াল সিম ফোন যা 4জি ভোএলটি‌ই সাপোর্ট করে। বেসিক কানেক্টিভিটি ফিচার্সের সাথে সিকিউরিটি‌র জন‍্য যেখানে ফোনের ব‍্যাক প‍্যানেলে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া আছে আবার এই ফোনটি ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। এইভাবেই পাওয়ার ব‍্যাক‌আপের জন্য রিয়েলমি সি25এস এ 6,000 এম‌এএইচ এর বড়ো ব‍্যাটারী দেওয়া আছে যা 18 ওয়াট কুইক চার্জ টেকনোলজি সাপোর্ট করে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here