আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী

Realme লো বাজেটে একটি নতুন ফোন লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। কোম্পানি অফিসিয়ালি ঘোষণা করে জানিয়ে দিয়েছে আগামী 5 মার্চ টেক মঞ্চে কোম্পানির নতুন স্মার্টফোন Realme C21 লঞ্চ করে দেওয়া হবে। এই দিন ফোনটি মালয়েশিয়াতে লঞ্চ করা হবে যা ভবিষ্যতে ভারতসহ বিশ্বের অন‍্যান‍্য মার্কেটে সেল করা হবে। এটি কোম্পানির একটি এন্ট্রি লেভেল স্মার্টফোন হতে চলেছে এবং এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী, 13 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও মিডিয়াটেক হেলিও জি35 চিপসেট পাওয়া যাবে।

আরও পড়ুন:Apple iPhone অর্ডার করে হাতে এল Apple Juice! জেনে নিন পুরো ঘটনা

কোম্পানি তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মের মাধ্যমে Realme C21 ফোনটি লঞ্চের কথা জানিয়েছে। ইন্টারনেটে শেয়ার করার সময় কোম্পানি একদিকে যেমন ফোনটির 5 মার্চ লঞ্চের কথা জানিয়েছে তেমনই আবার ফোনের কিছু স্পেসিফিকেশনের কথাও উল্লেখ করেছে। তবে, ফোনটির দাম সম্পর্কে কিছু বলা হয়নি। মনে করা হচ্ছে এই ফোনটি একটি লো বাজেট স্মার্টফোন হতে চলেছে এবং ভারতীয় টাকায় ফোনটির দাম হবে 10,000 টাকার আশেপাশে।

Realme C21

কোম্পানির শেয়ার করা ছবি থেকে জানা গেছে Realme C21 ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে দেওয়া হবে। ফোনটির স্ক্রিনের তিন দিক বেজল লেস হলেও নিচের দিকে চিন পার্ট রয়েছে। এই ফোনের ডানদিকের প‍্যানেলে ভলিউম রকার ও পাওয়ার বাটন এবং বাঁদিকের প‍্যানেলে সিম স্লট অবস্থিত। 

আরও পড়ুন: বিশ্বের প্রথম 18 জিবির স্মার্টফোন 10 মার্চ লঞ্চ হতে চলেছে, 6,000 এম‌এএইচ এর ব‍্যাটারি ও থাকবে সাথে

এক‌ইভাবে ফোনটির ব‍্যাক প‍্যানেলে ওপরের ডানদিকে স্কোয়ার শেপে ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। Realme C21 এর ব‍্যাক প‍্যানেলেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। ব‍্যাক প‍্যানেলে নিচের দিকে স্পীকার ও কোম্পানির ব্র‍্যান্ডিং অবস্থিত। ফোনটির ব‍্যাক প‍্যানেলে ডায়মন্ড কাট ডিজাইন দেওয়া হয়েছে এবং আমাদের পাওয়া তথ্য অনুযায়ী এই ফোনটি ব্ল‍্যাক ও ব্লু কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

জানা গেছে Realme C21 ফোনটি 720 × 1600 পিক্সেল রেজলিউশনযুক্ত 6.52 ইঞ্চির এলসিডি ডিসপ্লের সঙ্গে লঞ্চ করা হবে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমযুক্ত এই ফোনে প্রসেসিঙের জন্য মিডিয়াটেক হেলিও জি35 দেওয়া হবে। মালয়েশিয়াতে Realme C21 ফোনটি 4 জিবি র‍্যাম ও 64 জিবি মেমরির সঙ্গে লঞ্চ করা হবে।

আরও পড়ুন: 

ফোটোগ্রাফির জন্য Realme C21 এ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ ট্রিপল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে বলে জানা গেছে। Realme C21 একটি রিয়েল ডুয়েল সিম স্মার্টফোন হবে যার মধ্যে দুটি সিম কার্ড ও একটি মেমরি কার্ড এক সঙ্গে ব‍্যবহার করা যায়। এতে 3.5 এম‌এম হেডফোন জ‍্যাক রয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here