শীঘ্রই ভারতে আসছে লো বাজেটের Realme C17, লিস্টেড হয়েছে ওয়েবসাইটে

রিয়েলমি কিছু দিন আগে বাংলাদেশে তাদের ‘সি’ সিরিজে Realme C17 লঞ্চ করেছিল। বাংলাদেশে লঞ্চের পর থেকেই মনে করা হচ্ছিল খুব তাড়াতাড়ি ফোনটি ভারতে আসতে চলেছে। কিন্তু এখনও পর্যন্ত কোম্পানির পক্ষ থেকে এবিষয়ে কোনো অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি। কিন্তু আজ কোম্পানির ইন্ডিয়ান ওয়েবসাইটে Realme C17ফোনটি আরও কিছু আইওটি প্রোডাক্টের সঙ্গে স্পট করা হয়েছে। আসলে রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইটে Realme C17 এর সঙ্গে Realme 10000mAh Power Bank 2i, Realme 20000mAh Power Bank 2, Realme Smart Bulb, Realme Smart Plus, Realme Smart Camera 360, Realme Watch S এবং Realme Selfie Tripod এর সাপোর্ট পেজ লাইভ করা হয়েছে। mysmartprice এর রিপোর্ট থেকে এই কথা জানা গেছে।

আরও পড়ুন: 17 অক্টোবর ভারতে আসছে শক্তিশালী ফিচার ও কম দামের Pixel 4a

অন‍্যদিকে কোম্পানি আবার আগামী সপ্তাহে 7 অক্টোবর তাদের Realme 7i ফোনটি ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত। এই ইভেন্টে উপরোক্ত প্রোডাক্টগুলি পেশ করা হবে কি না আপাতত সেবিষয়ে কিছু জানা যায়নি। কিন্তু সাপোর্ট পেজ সামনে আসায় স্পষ্ট বোঝা যাচ্ছে কোম্পানি খুব তাড়াতাড়ি তাদের ‘সি’ সিরিজের লেটেস্ট স্মার্টফোন Realme C17 ফোনটি লঞ্চ করবে।

Realme C17

Realme C17 এ 6.5 ইঞ্চির 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত IPS LCD প‍্যানেল আছে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 720 × 1600 পিক্সেল। এই ফোনে কোম্পানি 1.8 ক্লক স্পীডযুক্ত 11 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দিয়েছে। Realme C17 এ অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হয়েছে। এই ফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

আরও পড়ুন: Samsung লঞ্চ করল সস্তা স্মার্টফোন Galaxy A3 Core, মাত্র 6000 টাকার আশেপাশে এই ফোনের দাম

সেলফির জন্য Realme C17 এ এআই বিউটি সাপোর্ট ও পোর্ট্রেট মোডযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 119 ডিগ্রি 8 মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো শুটার 4cm ডিস্টেন্স ও 2 মেগাপিক্সেলের B&W পোর্ট্রেট লেন্স আছে।

কানেক্টিভিটি ফিচার হিসেবে Realme C17 এ এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি।পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here