Home খবর দীপাবলির পর ভারতে লঞ্চ হবে 5000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরাসহ সস্তা স্মার্টফোন Realme C17

দীপাবলির পর ভারতে লঞ্চ হবে 5000mAh ব‍্যাটারী ও 5টি ক‍্যামেরাসহ সস্তা স্মার্টফোন Realme C17

রিয়েলমি গত মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে বাংলাদেশে তাদের ‘সি’ সিরিজে Realme C17 লঞ্চ করেছিল। বাংলাদেশে লঞ্চের পর থেকেই মনে করা হচ্ছে শীঘ্রই ফোনটি ভারতেও পেশ করা হবে। কিন্ত কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিসিয়ালি এবিষয়ে কিছুই বলা হয়নি। তবে কোম্পানির ভারতীয় ওয়েবসাইটে বেশ কিছু আইওটি প্রোডাক্টের সঙ্গে Realme C17 স্পট করা হয়েছে। এবার টিপস্টার মুকুল শর্মা টুইটারে জানিয়েছে ভারতে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে Realme C17 লঞ্চ করা হবে।

কিন্তু এখন‌ও পর্যন্ত কেউই এই ফোনটির সঠিক লঞ্চ ডেট সম্পর্কে আলোকপাত করে উঠতে পারেননি। মনে করিয়ে দিই বাংলাদেশের মার্কেটে Realme C17 ফোনটি প্রায় 13,000 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। এই ফোনটিতে 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত ডিসপ্লে, 6 জিবি র‍্যাম, স্ন‍্যাপড্রাগন 460 SoC ও 5,000 এম‌এএইচ ব‍্যাটারীর মতো অসাধারণ কিছু ফিচার রয়েছে।

Realme C17

Realme C17 এ 6.5 ইঞ্চির 90 হার্টস রিফ্রেশরেটযুক্ত IPS LCD প‍্যানেল আছে। এই ফোনের স্ক্রিন রেজলিউশন 720 × 1600 পিক্সেল। এই ফোনে কোম্পানি 1.8 ক্লক স্পীডযুক্ত 11 ন‍্যানোমিটার ফেব্রিকেশনযুক্ত কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 460 চিপসেট দিয়েছে। Realme C17 এ অ্যাড্রিনো 610 জিপিইউ দেওয়া হয়েছে। এই ফোনে 6 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ আছে।

সেলফির জন্য Realme C17 এ এআই বিউটি সাপোর্ট ও পোর্ট্রেট মোডযুক্ত 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক‍্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপে এফ/1.8 অ্যাপার্চারযুক্ত 13 মেগাপিক্সেলের প্রাইমারি শুটার, 119 ডিগ্রি 8 মেগাপিক্সেল সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেলের ম‍্যাক্রো শুটার 4cm ডিস্টেন্স ও 2 মেগাপিক্সেলের B&W পোর্ট্রেট লেন্স আছে। কানেক্টিভিটি ফিচার হিসেবে Realme C17 এ এলটিই, ওয়াইফাই, ব্লুটুথ 5.0, জিপিএস/এ-জিপিএস, 3.5 এম‌এম অডিও জ‍্যাক ও ইউএসবি টাইপ সি।পোর্ট আছে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী আছে।