ভারতে 24 মার্চ লঞ্চ হবে Realme 8 এবং Realme 8 Pro, লঞ্চের আগেই জেনে নিন ডিটেইলস

রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ অফিসিয়ালি ভারতে Realme 8 এবং Realme 8 Pro ফোনদুটির লঞ্চ ডেট ঘোষণা করে দিয়েছেন। টীজার ভিডিও থেকে জানা গেছে আগামী 24 মার্চ ভারতে Realme 8 সিরিজ পেশ করা হবে। এছাড়া এছাড়া অফিসিয়াল টীজার থেকে Realme 8 এবং Realme 8 Pro এর ডিজাইন ও স্পেসিফিকেশন সম্পর্কেও জানা গেছে। আগেই জানা গিয়েছিল রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। কোম্পানি প্রতিশ্রুতি দিয়েছিল রিয়েলমি 8 এর মাধ্যমে ইউজারদের ‘বেস্ট ডিজাইন ও ফিচার’ এর এক্সপেরিয়েন্স দেওয়া হবে। চলুন দেখে নেওয়া ফোনদুটি সম্পর্কে কি কি জানা গেছে।

আরও পড়ুন: 6.5 ইঞ্চির স্ক্রিন এবং MediaTek Helio চিপসেটের সঙ্গে লঞ্চ হল সস্তা স্মার্টফোন, প্রতিযোগিতায় চাইনিজ ব্র‍্যান্ডস

র‍্যাম ও স্টোরেজ

কয়েক দিন আগে একজন টুইটার ইউজার জানিয়েছিলেন স্ট‍্যান্ডার্ড রিয়েলমি 8 ফোনটি 4 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি মেমরি ভেরিয়েন্টে পেশ করা হবে। এই ফোনটি সাইবার সিলভার ও ব্ল‍্যাক কালার ভেরিয়েন্টে সেল করা হতে পারে। এছাড়া রিয়েলমি 8 প্রোতে 6 জিবি ও 8 জিবি র‍্যামের সঙ্গে 128 জিবি ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে। জানা গেছে ফোনটি ইনফিনিট ব্ল‍্যাক/ব্লু এবং ইয়েলো কালার ভেরিয়েন্টে সেল করা হবে।

প্রসেসর

কয়েক দিন আগে স্বয়ং কোম্পানি একটি রিটেইল বক্সের ছবি শেয়ার করেছিল এবং এর থেকে জানা গিয়েছিল রিয়েলমি 8 ফোনটি মিডিয়াটেক হেলিও জি95 চিপসেটে রান করবে। জানিয়ে রাখি এটি একটি 4জি চিপসেট। অন‍্যদিকে রিয়েলমি 8 প্রো ফোনটি 4জি ও 5জি উভয় ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আশা করা হচ্ছে ফোনটির 4জি ভেরিয়েন্টে কোয়ালকম স্ন‍্যাপড্রাগন 720জি এবং 5জি ভেরিয়েন্টে মিডিয়াটেকে ডায়মেনসিটি 800ইউ চিপসেট দেখা যাবে।

আরও পড়ুন: Breaking News: ভারতে শুরু হয়েছে Apple iPhone 12 এর প্রোডাকশন

ব‍্যাটারী

কোম্পানির আগামী রিয়েলমি 8 প্রোতে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। অন‍্যদিকে রিয়েলমি 8 ফোনটিতে 30 ওয়াট ডার্ট চার্জ টেকনিকযুক্ত 5,000 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে বলে জানা গেছে।

ক‍্যামেরা

কিছু দিন আগে কোম্পানির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল রিয়েলমি 8 প্রোতে 108 মেগাপিক্সেলের Samsung HM2 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। আগামী Realme 8 Pro তে দেওয়া ক‍্যামেরা সেট‌আপে 3x zoom, Starry Mode এবং tilt-shift এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে। অন‍্যদিকে রিয়েলমি 8 ফোনটির ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে।

আরও পড়ুন: আসছে Nokia 8.3 5G এর অ্যাডভান্স ভার্সন, জেনে নিন নতুন নাম

ডিসপ্লে

রিয়েলমি 8 স্মার্টফোনটিতে 6.4 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হবে। এতে রিয়েলমি নারজো 30 প্রো এর মতো সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। আশা করা হচ্ছে এই ফোনের ডিসপ্লে ফুল এইচডি+ রেজলিউশন সাপোর্ট করবে। তবে এখনও পর্যন্ত রিয়েলমি 8 প্রো এর ডিসপ্লে সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here