লঞ্চের আগেই চলে এল 108MP ক‍্যামেরাযুক্ত Realme 8 Pro এর বিশেষত্ব, দেখে নিন ডিটেইলস

ভারতের স্মার্টফোন মার্কেটে অত‍্যন্ত দ্রুত নিজের জায়গা করে দেওয়া ব্র‍্যান্ড রিয়েলমি সম্পর্কে খবর পাওয়া যাচ্ছে কোম্পানি শীঘ্রই তাদের ‘রিয়েলমি 8’ সিরিজে Realme 8 ও Realme 8 Pro নামের দুটি ফোন লঞ্চ করবে। কবে অফিসিয়ালি এই সিরিজ পেশ করা হবে সেবিষয়ে কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। কিন্তু দীর্ঘদিন ধরেই কোম্পানির পক্ষ থেকে এই সিরিজ সম্পর্কে বিভিন্ন লিক ইন্টারনেটে শেয়ার করা হচ্ছে। এবার এইসব লিক ছাড়াও আমেরিকার এফসিসি ওয়েবসাইটের লিস্টিঙে Realme 8 Pro ফোনটি কিছু স্পেসিফিকেশনসহ দেখা গেছে।

আরও পড়ুন: আমাজনে লিস্টেড হল Samsung Galaxy M12 স্মার্টফোন, 6000mAh ব‍্যাটারী ও 48MP ক‍্যামেরার সঙ্গে লঞ্চ হবে 11 মার্চ

65W ফাস্ট চার্জিং টেকনোলজি

এফসিসি লিস্টিং অনুযায়ী কোম্পানি তাদের Realme 8 Pro তে 65 ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজির সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 যোগ করতে পারে। এফসিসিতে ফোনটি RMX3081 মডেল নাম্বারের সঙ্গে লিস্টেড করা হয়েছে, ফলে মনে করা হচ্ছে এটি সত‍্যিই Realme 8 Pro স্মার্টফোন। লিস্টিঙে বলা হয়েছে, এই ফোনে 65 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,500 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেমের সঙ্গে রিয়েলমি ইউআই 2.0 তে কাজ করবে। জানিয়ে রাখি, এই এফসিসি লিস্টিং সবার আগে টিপস্টার Abhishek Yadav টুইটে শেয়ার করেন।

Realme 8 Pro তে থাকবে 108MP ক‍্যামেরা

কয়েক দিন আগে রিয়েলমি জানিয়েছিল Realme 8 Pro তে 108MP Samsung HM2 প্রাইমারি সেন্সরযুক্ত কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। সেলফির জন্য এতে পাঞ্চ হোল ফ্রন্ট ক‍্যামেরা থাকবে। আগামী Realme 8 Pro তে দেওয়া ক‍্যামেরা সেট‌আপে 3x zoom, Starry Mode এবং tilt-shift এর মতো উল্লেখযোগ্য ফিচার থাকবে।

আরও পড়ুন: MediaTek Dimensity 1200 SoC যুক্ত বিশ্বের সবচেয়ে ছোট স্মার্টফোন হতে চলেছে Realme GT Neo, লঞ্চের আগেই জানা গেছে গুরুত্বপূর্ণ তথ্য

Realme 8 Pro এর বিশেষত্ব

জানিয়ে রাখি কয়েক দিন আগে রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠ তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে টুইট করে একটি ছবি শেয়ার করেন, যেখানে Realme 8 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলের সঙ্গে Realme 8 এর রিটেইল বক্সের পেছনের ছবি দেখানো হয়। এর ফলে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।

মাধব শেঠের শেয়ার করা Realme 8 এর রিটেইল বক্সের ছবি অনুযায়ী এই ফোনে 6.4 ইঞ্চির সুপার এমোলেড ডিসপ্লে থাকবে। এছাড়া এতে স্পীড ও মাল্টি টাস্কিঙের জন্য মিডিয়াটেক হেলিও জি95 চিপসেট দেওয়া হবে।

আর‌ও পড়ুন: লঞ্চ হল বিশ্বের প্রথম 18GB RAM ও সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন, বদলে যাবে মোবাইল গেমিঙের ইতিহাস

এই ফোনের ব‍্যাক প‍্যানেলে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক‍্যামেরা সেন্সরসহ কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হবে। এছাড়া পাওয়ার ব‍্যাক‌আপের জন্য এতে 30 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000 এম‌এএইচের ব‍্যাটারী থাকবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here