দেখে নিন Realme 8 Pro এর ফুল ডিজাইন, 108MP কোয়াড ক‍্যামেরা এবং পাঞ্চ হোল ডিসপ্লের সঙ্গে মার্চ মাসেই হবে লঞ্চ

আমরা কিছু দিন আগে জানিয়েছিলাম বলিউড অভিনেতা সলমন খানের একটি ছবি শেয়ার করা হয় যেখানে তাঁর হাতে Realme 8 Pro ফোনটি দেখা গিয়েছে। আজ রিয়েলমি ক‍্যামেরা ইনোভেশন ইভেন্ট 2021 এ কোম্পানি তাদের Realme 8 Pro ফোনটি সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছে এই ফোনে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা দেওয়া হবে। ইভেন্টে 108 মেগাপিক্সেল ক‍্যামেরার ডিটেইলস‌ও জানিয়ে দেওয়া হয়েছে। তবে অনুষ্ঠানের মঞ্চে ফোনটির লঞ্চ ডেট সম্পর্কে কিছুই বলা হয়নি। আশা করা হচ্ছে এই মার্চ মাসেই ভারতের মার্কেটে ‘Realme 8’ সিরিজ পেশ করে দেওয়া হবে।

আরও পড়ুন: 5 মার্চ ইন্ডিয়াতে আসছে Samsung Galaxy A32 4G, লঞ্চের আগেই জেনে নিন এর দাম

Realme 8 Pro এর ডিজাইন

কোম্পানি জানিয়ে দিয়েছে তাদের Realme 8 Pro ফোনটির ব‍্যাক প‍্যানেলে স্কোয়ার শেপের কোয়াড রেয়ার ক‍্যামেরা মডিউল থাকবে। এই ক‍্যামেরা মডিউলের সঙ্গে ফ্ল‍্যাশ লাইট ও ‘Dare to Leap’ ট‍্যাগ লাইন লেখা আছে। ফোনটির ফ্রন্ট প‍্যানেলে ওপরের বাঁদিকের কোণায় সেলফি ক‍্যামেরাসহ একটি ছোট পাঞ্চ হোল কাট‌আউট দেওয়া হয়েছে। ফোনে পাঞ্চ হোল থাকায় ডিসপ্লের তিন দিক বেজল লেস। তবে নিচের দিকে কিছুটা চিন পার্ট দেখা যাবে। ইভেন্টে Realme 8 Pro এর গ্ৰেডিয়েন্ট ব্লু কালার ভেরিয়েন্ট দেখা গেছে। আশা করা হচ্ছে ফোনটি একাধিক কালার অপশনে সেল করা হবে।

108MP ক‍্যামেরা

কম আলোতেও সুন্দর ফোটোগ্রাফির জন্য কোম্পানি Realme 8 Pro তে স‍্যামসাঙের লেটেস্ট 108MP HM2 সেন্সর 9 ইন 1 পিক্সেল বাইনিং এবং 1/1.52 is সেন্সরের ব‍্যবহার করেছে। এই IDOCELL প্লাস টেকনোলজি সম্পর্কে বলা হয়েছে এই সেন্সরে 3× জুম পাওয়া যাবে এবং তিনটি নতুন ফিল্টারের সঙ্গে টাইম ল‍্যাপ্স ভিডিও, টিল্ট শিফট ও পোর্ট্রেট মোড সাপোর্ট করবে। Realme 8 Pro এর এই সেন্সর 12MP ব‍্যবহার করে হাই রেজলিউশন ফোটো তৈরি করবে। এর ফলে ফোনটি এক সারিতে আটটি 12 মেগাপিক্সেলের ছবি তুলতে সক্ষম হবে।

আরও পড়ুন: লঞ্চের আগে জেনে নিন Oppo Find X3 Pro, X3 Neo, and X3 Lite এর লুক আর সব স্পেসিফিকেশন্স, 11মার্চ হবে এর চমকদার এন্ট্রি

Realme 8 Pro তে 12000 × 9000 পিক্সেল ও 1/1.52 সাইজের সেন্সরসহ লেটেস্ট জেনারেশন 108MP HM2 প্রাইমারি ক‍্যামেরা সেন্সর দেওয়া হবে। বড় সেন্সর সাইজ ইমেজ কোয়ালিটির প্রতি বিশেষ নজর রাখবে। এছাড়া লো লাইট ফোটোগ্রাফির জন্য এতে 9 in 1 pixel binning, ISOCELL Plus ও smart ISO ফিচার পাওয়া যাবে।

5G

এখনও পর্যন্ত Realme 8 Pro এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে বেশি কিছু জানা যায়নি। তবে মনে করা হচ্ছে যেহেতু এতে 108 মেগাপিক্সেলের ক‍্যামেরা সেন্সর থাকবে তাই হয়তো কোম্পানি এই ফোনে 5জি কানেক্টিভিটি যোগ করার চেষ্টা করবে। কয়েক দিন আগে আবার বেঞ্চমার্কিং সাইট গীকবেঞ্চে Realme 8 ফোনটি দেখা গেছে। সেখানে মিডিয়াটেক ডায়মেনসিটি 720 চিপসেট ও 8 জিবি র‍্যামের কথা উল্লেখ করা হয়। তবে সাইটে অ্যান্ড্রয়েড 10 এর কথা বলা হলেও শোনা যাচ্ছে এতে অ্যান্ড্রয়েড 11 অপারেটিং সিস্টেম পাওয়া যাবে।

আরও পড়ুন: আগামী 5 মার্চ লঞ্চ হবে কম দামের Realme C21 স্মার্টফোন, এতে আছে 4GB RAM ও 5000mAh ব‍্যাটারী

 Realme 8 সিরিজের দাম

ধারণা করা হচ্ছে কোম্পানি তাদের Realme 8 এবং Realme 8 Pro ফোনদুটি ভারতে 15 – 20 হাজার টাকার বাজেটে লঞ্চ করবে। কোম্পানির এই সিরিজখে মার্কেটে শাওমির ‘রেডমি নোট 10’ সিরিজের Redmi Note 10 ও Redmi Note 10 Pro এর সঙ্গে প্রতিযোগিতায় নামতে হবে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য আগামী 4 মার্চ ভারতে ‘রেডমি নোট 10’ সিরিজ পেশ করা হবে, তবে এখনও পর্যন্ত ‘রিয়েলমি 8’ সিরিজের লঞ্চ সম্পর্কে কিছু জানা যায়নি‌।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here