হতাশ হবেন রিয়েলমি ফ‍্যানরা, ডিসকন্টিনিউ হয়ে গেল Realme 8 और Realme 8 Pro স্মার্টফোন

Realme এই বছর মার্চ মাসে নতুন স্মার্টফোন সিরিজ হিসেবে Realme 8 সিরিজ লঞ্চ করেছিল। কোম্পানির পক্ষ থেকে ভারতের মার্কেটে এই সিরিজের Realme 8 ও Realme 8 Pro লঞ্চের মাত্র 8 মাস পর কোম্পানি দেশের অফলাইন স্টোর থেকে এই ফোনদুটি ডিসকন্টিনিউ করে দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এই দুটি ফোনের‌ই 4জি ভেরিয়েন্ট আর অফলাইন মার্কেটে সেল করা হচ্ছে না। আমরা অফলাইন রিটেইল স্টোর থেকেই এই খবর পেয়েছি। অন‍্যদিকে দিল্লিতে অবস্থিত Realme Store থেকে বলা হয়েছে স্টোরের বাকি Realme 8 4G ও Realme 8 Pro 4G এর স্টক‌ই আপাতত বেচা হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে নতুন স্টক পাঠানো হচ্ছে না।

ডিসকন্টিনিউ করা হল Realme 8 ও Realme 8 Pro

Realme 8 ও Realme 8 Pro ফোনদুটি ভারতে রিয়েলমি ইন্ডিয়ার পক্ষ থেকে ডিসকন্টিনিউ করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনদুটির উৎপাদন ও বিক্রি উভয়ই বন্ধ করে দেওয়া হয়েছে এবং দোকানে নতুন স্টক‌ও পাঠানো হচ্ছে না। Realme 8 ও Realme 8 Pro এর ডিসকন্টিনিউ সম্পর্কে অফিসিয়ালি এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। তবে আমাদের সোর্স থেকে জানতে পেরেছি এখন থেকে আর ভারতীয় মার্কেটে এই ফোনদুটি সেল করা হবে না।

ফোনদুটি ডিসকন্টিনিউ করার পর এখন বিভিন্ন স্টোরে উপস্থিত এর স্টক শেষ করা হচ্ছে। এই খবর লেখার সময় কোম্পানির সাইট ও অনলাইন শপিং সাইটে Realme 8 ফোনটি সেল করা হলেও Realme 8 Pro এর ক্ষেত্রে ‘নোটিফাই মি’ অপশন রয়েছে। এছাড়া আমরা কোম্পানির কাছে ইমেইল মারফত Realme 8 ও Realme 8 Pro এর ডিসকন্টিনিউ হ‌ওয়ার সত‍্যতা জানতে চেয়েছি। কোম্পানির পক্ষ থেকে কোনো খবর পেলেই তা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দেওয়া হবে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here