Realme 5 Pro লঞ্চের আগে 1,000 টাকা দাম কমলো Realme 3 Pro এর দাম, জেনে নিন নতুন দাম

Realme আগামী কাল ভারতে তাদের নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। কোম্পানি দেশে তাদের পোর্টফোলিও বাড়ানোর উদ্দেশ্যে Realme 5 ও Realme 5 Pro লঞ্চ করবে। এই দুটি ফোনেই কোয়াড রেয়ার ক‍্যামেরা সেট‌আপের সঙ্গে দুর্দান্ত স্পেসিফিকেশনসহ লঞ্চ করা হবে। ভারতের Realme ফ‍্যানরা একদিকে এই আগামী ফোনদুটির জন্য অপেক্ষা করছে অপরদিকে কোম্পানি তাদের পুরোনো স্মার্টফোন Realme 3 Pro এর দাম কমিয়ে দিয়েছে।

কিভাবে বিনামূল্যে পাবেন জিওর 4K LED TV?

কোম্পানি অফলাইন প্ল‍্যাটফর্মে Realme 3 Pro এর দাম কমিয়েছে। কোম্পানির পক্ষ থেকে ফোনটির সবকটি ভেরিয়েন্টের দাম কমানো হয়েছে। Realme 3 Pro এর সবচেয়ে ছোট ভেরিয়েন্ট 4 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ অপশনের সঙ্গে 13,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। কিন্তু এখন এই ফোনটি 13,499 টাকার বিনিময়ে কেনা যাবে। এক‌ই ভাবে ফোনটির 15,999 টাকা দামের 6 জিবি র‍্যাম ও 64 জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এবং 16,999 টাকা দামের 6 জিবি র‍্যাম ও 128 জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম 1,000 টাকা করে কমানো হয়েছে। প্রাইস কাটের পর এই দুটি ভেরিয়েন্ট যথাক্রমে 14,999 টাকা এবং 15,999 টাকার বিনিময়ে কেনা যাবে।

স্পেসিফিকেশন
Realme 3 Pro ফোনটি 19:9 আসপেক্ট রেশিওর সঙ্গে পেশ করা হয়েছে যা 6.3 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লেযুক্ত এবং গোরিলা গ্লাস 6 দিয়ে প্রোটেক্টেড। Realme 3 Pro ফোনটি কোম্পানির পক্ষ থেকে অ্যান্ড্রয়েডের সবচেয়ে লেটেস্ট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 9 পাইয়ের সঙ্গে পেশ করা হয়েছে যা কালার ওএস 6.0 যুক্ত। এই ফোনে কোয়ালকমের 10 এন‌এম ফেব্রিকেশনযুক্ত স্ন‍্যাপড্রাগন 710 চিপসেটে রান করে এবং এতে 2.2 গিগাহার্টসের অক্টাকোর প্রসেসর আছে। উন্নত গ্ৰাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 616 জিপিইউ আছে।

Xiaomi 21 আগস্ট ভারতে লঞ্চ করবে 48 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক‍্যামেরা ও 4,030 এম‌এএইচ ব‍্যাটারীযুক্ত Mi A3

Realme 3 Pro তে 25 মেগাপিক্সেলের সেলফি ক‍্যামেরা দেওয়া হয়েছে যা এআই বিউটি ফিল্টারযুক্ত। ফোটোগ্ৰাফির জন্য ফোনটির ব‍্যাক প‍্যানেলে 16 মেগাপিক্সেলের প্রাইমারি ও 5 মেগাপিক্সেলের সেকেন্ডারি ক‍্যামেরা সেন্সরযুক্ত ডুয়েল রেয়ার ক‍্যামেরা সেট‌আপ দেওয়া হয়েছে। এই ক‍্যামেরা সেট‌আপ বোকে এফেক্টের সঙ্গে সুপার স্লো মোশান ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। কোম্পানি এই ফোনটি পিক্সেল বাইনিং ফিচারের সঙ্গে পেশ করেছে যার সাহায্যে মেইল ক‍্যামেরা 64 মেগাপিক্সেলের পিক্সেল রেজলিউশনযুক্ত ফোটো ক‍্যাপচার করতে সক্ষম।

বেসিক কানেক্টিভিটির সঙ্গে Realme 3 Pro একটি 4জি ভোএলটিই সাপোর্টেড ডুয়েল সিম স্মার্টফোন। সিকিউরিটির জন্য এই ফোনের ব‍্যাক প‍্যানেলে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে এবং এই ফোনে ফেস আনলক ফিচার‌ও সাপোর্ট করে। পাওয়ার ব‍্যাক‌আপের জন্য Realme 3 Pro তে ফাস্ট চার্জিং সাপোর্টেড 4,045 এম‌এএইচের ব‍্যাটারী দেওয়া হয়েছে।

আমাদের ফেসবুকে ফলো করার জন্য এখানে ক্লিক করুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here